এই ব্লগের লেখাগুলো কোন কপি পেস্ট জাত নয়; একান্তই নিজস্ব লেখা।
বুধবার, ৬ মে, ২০১৫
বাঘের গর্ভে বাঘই জন্মে
অবিকল বাঘের মত
মানুষের ঘরে মানুষ জন্মে
হায়েনাও জন্মে কত!
মানুষের ভেতর মানুষ আজি
বিবেকবোধ আর নাই
পরের লজ্জা দেখেই আমি
লজ্জায় মরে যাই!
বাঘের গর্ভে বাঘই জন্মে
অবিকল বাঘের মত
মানুষের ঘরে মানুষ জন্মে
হায়েনাও জন্মে কত!
মানুষের ভেতর মানুষ আজি
বিবেকবোধ আর নাই
পরের লজ্জা দেখেই আমি
লজ্জায় মরে যাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন