আজ কাজলা দিদির কথা মনে পড়ছে। আমার কোলের কাছে শুয়ে কাজলা দিদি শোলক বলত। সেদিন হতে মা আর দিদিকে ডাকে না। দিদির কথায় মা শুধু আঁচল দিয়ে মুখ ঢাকেন। খাবার খেতে এসে আজ দিদি বলে ডাকি। কিন্তু দিদি আসে না। মা চুপটি করে থাকেন। বল মা দিদি কোথায় গেছে? কাল যে আমার নতুন ঘরে পুতুলের বিয়ে! দিদি কবে আসবে? আমিও যদি দিদির মত ফাঁকি দিয়ে লুকোই তখন তুমি একলা ঘরে কেমন করে থাকবে? ভুঁইচাঁপাতে শিউলি গাছের তল ভরে গেছে। পুকুর থেকে জল আনার সময় তা মারিও না। ডালিম ডালের ফাঁকে যে বুলবুলিটি লুকিয়ে থাকে‚ ফল ছিড়তে গিয়ে তাকে উড়িয়ে দিও না। দিদি এসে শুনলে কি বলবে!
রাত হল। বাঁশবাগানে আজ চাঁদ উঠেছে। পুকুর পাড়ে ঝিঁঝি ডাকছে। নেবুর গন্ধে ঘুম আসছে না। মাগো এমন সুন্দর ক্ষণে আমার কাজলা দিদি কই? আজ দিদি থাকলে শোলক বলত। আমি চুপ করে শুনতাম। কত মজা হত!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন