তোমায় যদি বলব কথা
খুব গুণীধর এই মেয়ে!
কোন্ টানে মোর টুনটুনিটা
তোমায় কানে গান গেয়ে?
ঐ চাহনী স্বপ্ন দেখে;
দুঃখ পেলেও কানত না
বুক ভরা থাক জোছনা আলোয়
হয়তো কাছে টানত না।
ঐ যে কথার স্বপ্নমালা
রাখল গেঁথে সংগোপন
এক জীবনে একটা স্বপন
একটা আমি একটা মন।
ভাবনা এসে কাটছে সাঁতার
প্রথম চ্যাটের ঐ ক্ষণে
স্বর্গহুরে শিরশিরালো
আমার আমি নই মনে।
প্রেম যদি হয় মিছামিছি
আর কিছুতেই গলব না
আমিই যখন রান্না পারি
তোমায় কিছু বলব না।
খুব গুণীধর এই মেয়ে!
কোন্ টানে মোর টুনটুনিটা
তোমায় কানে গান গেয়ে?
ঐ চাহনী স্বপ্ন দেখে;
দুঃখ পেলেও কানত না
বুক ভরা থাক জোছনা আলোয়
হয়তো কাছে টানত না।
ঐ যে কথার স্বপ্নমালা
রাখল গেঁথে সংগোপন
এক জীবনে একটা স্বপন
একটা আমি একটা মন।
ভাবনা এসে কাটছে সাঁতার
প্রথম চ্যাটের ঐ ক্ষণে
স্বর্গহুরে শিরশিরালো
আমার আমি নই মনে।
প্রেম যদি হয় মিছামিছি
আর কিছুতেই গলব না
আমিই যখন রান্না পারি
তোমায় কিছু বলব না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন