বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

কাদের মুখে হাসি আজি খিলখিলে মানবতা থাকে নারে খালবিলে পদে পদে চলছে বড় কারসাজি সত্য জিতে জিতবেই রে তাঁর বাজি। অন্ধকারে স্তব্ধ আমার দুই আঁখি দিনের আলো ফুটবেই রে; কই বাকি?

কাদের মুখে হাসি আজি
খিলখিলে
মানবতা থাকে নারে
খালবিলে
পদে পদে চলছে বড়
কারসাজি
সত্য জিতে জিতবেই রে
তাঁর বাজি।
অন্ধকারে স্তব্ধ আমার
দুই আঁখি
দিনের আলো ফুটবেই রে;
কই বাকি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন