বেতন বাড়ার স্বপ্ন দেখাও
জুলাই মাসে
বেতন দিবে এমন
যেন মনটা হাসে।
বেতন বাড়ার স্বপ্ন দেখাও
করব বাড়ি
বেতন যদি বাড়বে বউয়ের
কিনব শাড়ি।
বেতন বাড়ার স্বপ্ন দেখাও
এই কামনা
ভাই-বোনেরে দিব এবার
ঈদের জামা।
বেতন যদি বাড়ে তাতে
সুখ আমারই
মা-বাবারে যেনো খুশি
করতে পারি।
বেতন বেশি দিবে এবার
কারে কারে?
কত দেশি কৈ শিং ওঠে
মোর বাজারে!
রবিবার, ৫ জুলাই, ২০১৫
বেতন বাড়ার স্বপ্ন দেখাও জুলাই মাসে বেতন দিবে এমন যেন মনটা হাসে। বেতন বাড়ার স্বপ্ন দেখাও করব বাড়ি বেতন যদি বাড়বে বউয়ের কিনব শাড়ি। বেতন বাড়ার স্বপ্ন দেখাও এই কামনা ভাই-বোনেরে দিব এবার ঈদের জামা। বেতন যদি বাড়ে তাতে সুখ আমারই মা-বাবারে যেনো খুশি করতে পারি। বেতন বেশি দিবে এবার কারে কারে? কত দেশি কৈ শিং ওঠে মোর বাজারে!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন