মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

প্রাইমারির ঐ মাস্টারেরা বাসি পান্তা খায় পুরান পঁচা খাবার পেটে শুধুই বুডবুডায়। সরকার বলে, নতুন জামা মানায় রে তোর গায়? খাস বা না খাস পড়ে থাকবি ইস্কুল সীমানায়! আমি তুমি এত্তো বড়! চিন্তা করা যায়? যা খাই-পড়ি কেউ তা কভু স্বপ্নেও নাহি খায়! পড়ায় তারা প্রাইমারিতে, সম্মান আবার চায় স্কেল বাড়ানোর আন্দোলনে মাস্টারও নাকি যায়! তাদের দাবি শুনবি না কেউ, চিল্লাক নিরালায়; আমরা কি আর পা রেখেছি ইস্কুল বারান্দায়? --------------------------- একদিন হয়তো শুনব মাস্টার যাকাত-ফেতরা খায় চোখ বেয়ে তার অশ্রু ঝরে কেউ তা টের না পায়।

প্রাইমারির ঐ মাস্টারেরা বাসি পান্তা খায়
পুরান পঁচা খাবার পেটে শুধুই বুডবুডায়।
সরকার বলে, নতুন জামা মানায় রে তোর গায়?
খাস বা না খাস পড়ে থাকবি ইস্কুল সীমানায়!
আমি তুমি এত্তো বড়! চিন্তা করা যায়?
যা খাই-পড়ি কেউ তা কভু স্বপ্নেও নাহি খায়!
পড়ায় তারা প্রাইমারিতে, সম্মান আবার চায়
স্কেল বাড়ানোর আন্দোলনে মাস্টারও নাকি যায়!
তাদের দাবি শুনবি না কেউ, চিল্লাক নিরালায়;
আমরা কি আর পা রেখেছি ইস্কুল বারান্দায়?
---------------------------
একদিন হয়তো শুনব মাস্টার যাকাত-ফেতরা খায়
চোখ বেয়ে তার অশ্রু ঝরে কেউ তা টের না পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন