নামটা আমি ময়না তারে ডাকি
আদর করে আমায় আবার
ডাকে টিয়া পাখি।
ওরে আমার হৃদয় কলি ময়না
প্রেম না পেলে আমার সাথে
দুদিন কথা কয় না।
গোলাপ যেন পাপড়ি তাহার মুখ
এক পলকে তাকিয়ে থাকা
জনম জনম সুখ।
আদর করে আমায় আবার
ডাকে টিয়া পাখি।
ওরে আমার হৃদয় কলি ময়না
প্রেম না পেলে আমার সাথে
দুদিন কথা কয় না।
গোলাপ যেন পাপড়ি তাহার মুখ
এক পলকে তাকিয়ে থাকা
জনম জনম সুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন