মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

স্কুল আমার অনেক ভাল লাগে

স্কুল আমার অনেক ভাল লাগে
তাই তো প্রতিদিনই আমি
স্কুলে সবার আগে।
স্কুলে আমি টিফিন নিয়া যাই
পড়ার ফাঁকে টিফিন খেয়ে
ইমেজ ফিরে পাই।
আমায় দেখে সকল সকল শিশুর মন
খেলা ধুলা ঘরের কাজে
পড়ায় করে পণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন