রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

অবিশ্বাস্য হলেও সত্য, আমিই সেই প্রাইমারি শিক্ষক!

ছ'বছর হল স্কুলের সাথে আমার ভালবাসার লেনদেন হয়। আজ ভাবলাম
স্কুল নিয়ে একটা কবিতা লিখি। ভাবলাম কবিতাটাকে একটু সুর দিয়ে গান গাই। যেই ভাবা সেই কাজ। কলম দিয়ে লেখা শুরু করলাম। অনেক সুন্দর করে ৫৯ লাইনের একটা লম্বা কবিতা লিখলাম। এবার সুরে গাওয়ার পালা। অনেক সুরেই কবিতাটাকে গাওয়ার চেষ্টা করছি। কিন্তু একি! আমি গাইতে পারছি না কেন? সুর তো মিলছে না! হার্ডলি ট্রাই করার পরও গাইতে না পেরে জাস্ট আবৃত্তিটা সেরে আমার কষ্ট করে লেখা কবিতাটার ইজ্জত রক্ষা করতে চাইছি অবশেষে। নাহ! যতক্ষণে আমি চেষ্টা করছি ততক্ষণে আমার কবিতার লাইনগুলোই পুরনো হয়ে গেছে। লেখাগুলো আর স্পষ্ট বুঝতে পারছি না যে ঠিকভাবে আবৃত্তি করতে পারি। হায় রে জীবন! হায়রে প্রাইমারি শিক্ষক! অবিশ্বাস্য হলেও সত্য, আমিই সেই প্রাইমারি শিক্ষক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন