বুধবার, ২০ আগস্ট, ২০১৪

প্রাইমারিতে পড়তাম যদি আবার দরকারই নাই ইস্কুলেতে যাবার

প্রাইমারিতে পড়তাম যদি আবার
দরকারই নাই ইস্কুলেতে যাবার।।
বাজারে আজ যায়গা প্রশ্ন পাবার
হাজির হলেই আমার কার্য সাবার।
ভয় নাই রে না পড়ুয়া হাবার
ফেলের ভয় তো হেড মাস্টারের বাবার।
সরকার আমার লেখাপড়ার লাবার
না লিখেও ফুল পাশ হয় কাবার।
শরম লাজের মাথা তাদের খাবার
দেশের মন্ত্রী এমপিরা যে রাবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন