শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

তোমার আমার গোলা-কামান নাই রে যুদ্ধ হবে কলমযুদ্ধ তাই রে!



তোমার আমার গোলা-কামান নাই রে
যুদ্ধ হবে কলমযুদ্ধ তাই রে!
-----------------------
শিক্ষক বলে কেউ আমারে
সুযোগ দেয় না বলি
খাবার জোরে ছোট আমি
সাদামাটা চলি।
ছোটর ঠেলা খাইতে খাইতে
পীঠ ঠেকিল দেয়ালে
মানুষ গড়ার কারিগরদের
নিল না কেউ খেয়ালে।
তোমার আমার গোলা কামান নাই রে
যুদ্ধ হবে কলমযুদ্ধ তাই রে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন