পত্রিকায়
দেখলাম আজ জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস। আমি তো প্রাইমারি স্কুলের শিক্ষক।
ভাবলাম তাহলে তো প্রাইমারি স্কুল দিবসও আছে। আমার ভেতরে ভেতরে শরম পাইছিলাম
যে আমি তো এই পর্যন্ত শুনিও নি প্রাইমারি স্কুল দিবস আছে। আপনাদের কারো
জানা আছে নাকি? যদি প্রাইমারি স্কুল দিবস নাই ঘোষিত হয়ে থাকে তবে অতি
শীগ্রই তা ঘোষণা করা হোক। নয় তো যেভাবে প্রাইমারি স্কুল আর প্রাইমারি
টিচারদের প্রতি অনিহা আর অবজ্ঞা দেখছি তাতে এক সময় হয় তো দেখব প্রাইমারি
স্কুলের আর প্রয়োজন দেখাবে না। যদি এখন প্রাইমারি স্কুল দিবস পালন প্রচলতি
হয়ে যায় তবে ঝড় তুফান আর অবহেলায় প্রাইমারি স্কুলের নাম হারিয়ে গেলেও
অন্তত: নির্যাতিত প্রাইমারি স্কুল ইতিহাস হয়ে থাকবে। যা পড়ে পরবর্তী
প্রজন্ম দুঃখ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন