ইলিশ খাব?
ভুলে গেছি আজ স্বাদ
রাজারা খাক;
শিক্ষকেরা বাদ।
দেশের ইলিশ
বিদেশ চলে যায়
মা খাওয়াত
কত হায়রে হায়!
ইলিশ ভাতে
টাব্বুশ থাকত পেট
এখন লাগে
মরিচ কেনায় ভেট।
দেশের ইলিশ
দেশেই থাকবে ঠিক
সবাই খাবে
দামটা কমায় দিক।
শিক্ষক আমি
চোখেও ইলিশ নাই
মাঝে মাঝে
নাকে ইলিশ খাই।
ভুলে গেছি আজ স্বাদ
রাজারা খাক;
শিক্ষকেরা বাদ।
দেশের ইলিশ
বিদেশ চলে যায়
মা খাওয়াত
কত হায়রে হায়!
ইলিশ ভাতে
টাব্বুশ থাকত পেট
এখন লাগে
মরিচ কেনায় ভেট।
দেশের ইলিশ
দেশেই থাকবে ঠিক
সবাই খাবে
দামটা কমায় দিক।
শিক্ষক আমি
চোখেও ইলিশ নাই
মাঝে মাঝে
নাকে ইলিশ খাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন