ব্যপারটা আসলেই সুক্ষ্ম!
শিক্ষক মনে বড় দুঃখ।
ইজ্জত দেয় না রে সরকার
মাস্টার; বেশি খাওয়া দরকার?
পড়াইবা ছোট ছোট পোলাপান
কি দাবী থাকে আর সোনা চান?
নয়টা টু পাঁচটা খাটবা
ইসকুলে বসে নখ কাটবা
নিয়োগে লাগুক না ডিগ্রী;
কর কেন মাস্টারী ইগ্রি?
মাস্টারি করতে কে কইছে?
কেউ কভু সম্মানী হইছে?
.............................. .....
কি করি? নিদারুন কষ্ট!
লাইফটাকি হবেই রে নষ্ট?
শিক্ষক মনে বড় দুঃখ।
ইজ্জত দেয় না রে সরকার
মাস্টার; বেশি খাওয়া দরকার?
পড়াইবা ছোট ছোট পোলাপান
কি দাবী থাকে আর সোনা চান?
নয়টা টু পাঁচটা খাটবা
ইসকুলে বসে নখ কাটবা
নিয়োগে লাগুক না ডিগ্রী;
কর কেন মাস্টারী ইগ্রি?
মাস্টারি করতে কে কইছে?
কেউ কভু সম্মানী হইছে?
..............................
কি করি? নিদারুন কষ্ট!
লাইফটাকি হবেই রে নষ্ট?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন