কে জানে না শিক্ষক যে
জাতির কারিগর?
আমায় তোমায় মানুষ করতে
করেছিল পড় পড়!
প্রাইমারিতে পড়েই আমি
ব্যাংকের অফিসার
শিক্ষক কেন নিম্নগামী
দায় দায়িত্ব কার?
প্রতিদিনের টিফিন ভাতা
দুইশ টাকা পাই
সহজেই উদর ভরে
আরামে ঘুম যাই।
ভুলে যাওয়া সেই কারিগর
সম্মান ন্যুনতম?
পাঁচ টাকা তাঁর টিফিন ভাতা
বেতন বড়ই কম।
উন্নত জাতের আমি?
আমার শোভা পায়?
এই না আমার সোনার বাংলা
সোনার ফলন চায়!
জাতির কারিগর?
আমায় তোমায় মানুষ করতে
করেছিল পড় পড়!
প্রাইমারিতে পড়েই আমি
ব্যাংকের অফিসার
শিক্ষক কেন নিম্নগামী
দায় দায়িত্ব কার?
প্রতিদিনের টিফিন ভাতা
দুইশ টাকা পাই
সহজেই উদর ভরে
আরামে ঘুম যাই।
ভুলে যাওয়া সেই কারিগর
সম্মান ন্যুনতম?
পাঁচ টাকা তাঁর টিফিন ভাতা
বেতন বড়ই কম।
উন্নত জাতের আমি?
আমার শোভা পায়?
এই না আমার সোনার বাংলা
সোনার ফলন চায়!