শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

দেখো আমি কেমন ছবি এঁকেছি যেমন করে বইয়ের মাঝে দেখেছি ইশ‚ যদি আমি ছবি আঁকা শিখিতাম মোছের যাগায় মোছ না দিয়ে রং দিতাম ? মাস্টারি করিতে আরো কত কি করি! জীবন চলে চলুক আর না চলে মরি!

দেখো  আমি কেমন ছবি এঁকেছি
যেমন করে বইয়ের মাঝে দেখেছি
ইশ‚ যদি আমি ছবি আঁকা শিখিতাম
মোছের যাগায় মোছ না দিয়ে রং দিতাম ?
মাস্টারি করিতে আরো কত কি করি!
জীবন চলে চলুক আর না চলে মরি!

রাত্রি শেষেই সূর্য হাসে রাত্রি থাকুক ঘোর আঁধার দুঃখ শেষে সুখ তো আসে দুঃখ কেন তোর আবার?

রাত্রি শেষে সূর্য হাসে
রাত্রি থাকুক ঘোর আঁধার
দুঃখ শেষে সুখ তো আসে
দুঃখ কেন তোর আবার?

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

ঝুলে গাছে বান্দর স্যার বলে কান ধর ভেঙে যায় আন্ডা চোরে খায় ডান্ডা মার বকা বউরা দাঁড়াস নে দৌড়া পড়ালেখা চাকরি জ্বাল দিতে লাকড়ি টাকা ভরা বস্তায় লাশ মেলে সস্তায়

ঝুলে গাছে বান্দর
স্যার বলে কান ধর
ভেঙে যায় আন্ডা
চোরে খায় ডান্ডা
মার বকা বউরা
দাঁড়াস নে দৌড়া
পড়ালেখা চাকরি
জ্বাল দিতে লাকড়ি
টাকা ভরা বস্তায়
লাশ মেলে সস্তায়

বাম হাতে দিব এক থাপ্পর! এই এই শুনি কে বাপ তোর? আজ থেকে প্রতিবাদ চলবেই মুসলিম হক কথা বলবেই!

বাম হাতে দিব এক থাপ্পর!
এই এই শুনি কে বাপ তোর?
আজ থেকে প্রতিবাদ চলবেই
মুসলিম হক কথা বলবেই!

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

গরু খেয়ে মুসলিম পাঞ্জাবি পড়িয়া দাড়ি টুপি পাগড়ি জিজ্ঞির ধরিয়া। পেটুকের ইসলাম মুসলমানিতে রাজনীতি করি না ফুঁ দেই পানিতে। দ্বীন হোক পূর্ণ সব কাজে মানিনা নিজ কাজ সিদ্ধে ইসলাম টানি না। বিপদে পড়লেই মনে মনে আল্লাহ কাজ মোর মাপি না দিয়ে দাড়িপাল্লা। মাঝে মাঝে যাইগা বাড়ি ঘর ছাড়িয়া খিচুড়ীর সুন্নত খাই টেনে কাড়িয়া।

গরু খেয়ে মুসলিম
পাঞ্জাবি পড়িয়া
দাড়ি টুপি পাগড়ি
জিজ্ঞির ধরিয়া।
পেটুকের ইসলাম
মুসলমানিতে
রাজনীতি করি না
ফুঁ দেই পানিতে।
দ্বীন হোক পূর্ণ
সব কাজে মানিনা
নিজ কাজ সিদ্ধে
ইসলাম টানি না।
বিপদে পড়লেই
মনে মনে আল্লাহ
কাজ মোর মাপি না
দিয়ে দাড়িপাল্লা।
মাঝে মাঝে যাইগা
বাড়ি ঘর ছাড়িয়া
খিচুড়ীর সুন্নত
খাই টেনে কাড়িয়া।

রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

ভাত খেল দুপুরে তরকারি বলে না এই সব নিয়া নাকি নাড়ানাড়ি চলে না।



ভাত খেল দুপুরে
তরকারি বলে না;
এই সব নিয়া নাকি
নাড়ানাড়ি চলে না
শরমের খাওয়া যেন
সে কভু খায় না
ভাত তরকারি নিয়া
ভালবাসা যায় না
এক সাথে খেলে মন
জানতে কি চাইত?
একা থাকা যদি মিতা
ভাল ভাল খাইত!

ভাত খেল দুপুরে তরকারি বলে না; এই সব নিয়া নাকি নাড়ানাড়ি চলে না।



ভাত খেল দুপুরে
তরকারি বলে না;
এই সব নিয়া নাকি
নাড়ানাড়ি চলে না
শরমের খাওয়া যেন
সে কভু খায় না
ভাত তরকারি নিয়া
ভালবাসা যায় না
এক সাথে খেলে মন
জানতে কি চাইত?
একা থাকা যদি মিতা
ভাল ভাল খাইত!

শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

বীন বাজিয়ে দ্বীন আসে নি; দ্বীন বিজয়ী কুরআনে! আল্লাহ ছাড়া নাই যে ইলাহ কেউ বলে নি তোর কানে? কার ব্যাপারে মিথ্যা বলিস ডর লাগে না অন্তরে? দেখনা চেয়ে জানবে শহীদ চলছে কি বসন্ত রে! কোন ক্যামেরায় কোন তাকে তুই তুলবি জানাযার ছবি? এমনি করে প্রেম আসে নি; আদর্শ তাঁর ঐ নবী! শয়তানেরা চুপচাপই আজ ফোকলা বেদ্বীন হিংসুটে দুই যামানাই নষ্ট রে তোর ভ্রষ্ট জীবন বিদঘুটে!

বীন বাজিয়ে দ্বীন আসে নি;
দ্বীন বিজয়ী কুরআনে!
আল্লাহ ছাড়া নাই যে ইলাহ
কেউ বলে নি তোর কানে?
কার ব্যাপারে মিথ্যা বলিস
ডর লাগে না অন্তরে?
দেখনা চেয়ে জানবে শহীদ
চলছে কি বসন্ত রে!
কোন ক্যামেরায় কোন তাকে তুই
তুলবি জানাযার ছবি?
এমনি করে প্রেম আসে নি;
আদর্শ তাঁর ঐ নবী!
শয়তানেরা চুপচাপই আজ
ফোকলা বেদ্বীন হিংসুটে
দুই যামানাই নষ্ট রে তোর
ভ্রষ্ট জীবন বিদঘুটে!

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

মানুষে মানুষ মারে সভ্যতা খাইয়া পড়া শেষে সন্ত্রাসী চাকরি না পাইয়া! পুরুষরা অযোগ্য চাকরিতে মাইয়া পাত্রীরা মিছিলে বর দাও চাইয়া! জনগণ শান্তিটা পাবে কোথা যাইয়া? কিনারা সে পাবে কই বাঁকা যদি নাইয়া? ভোট দিও ভোট দিও বড় ছোট ভাইয়া! কি?! কাম মোর ভুল? মর ক্রস খাইয়া!

মানুষে মানুষ মারে সভ্যতা খাইয়া
পড়া শেষে সন্ত্রাসী চাকরি না পাইয়া!
পুরুষরা অযোগ্য চাকরিতে মাইয়া
পাত্রীরা মিছিলে বর দাও চাইয়া!
জনগণ শান্তিটা পাবে কোথা যাইয়া?
কিনারা সে পাবে কই বাঁকা যদি নাইয়া?
ভোট দিও ভোট দিও বড় ছোট ভাইয়া!
কি?! কাম মোর ভুল? মর ক্রস খাইয়া!

কত হৃদয়ের টানে লাখো লাখো মানুষের মোলাকাত; এ মানুষ মরতে পারে না! হে আল্লাহ কবুল করো মানুষের তোলা হাত!

কত হৃদয়ের টানে লাখো
লাখো মানুষের মোলাকাত;
এ মানুষ মরতে পারে না!
হে আল্লাহ কবুল করো
মানুষের তোলা হাত!

টোকা দিয়া আজ মশাটা মারিলাম শক্তির ইতিহাস সহজেই গড়িলাম আমার সমান হলে কেমনে তারে মারতে পারতাম? নাকি আমারে?! আমার গায়ে জোর স্বাস্থ্য বেশী দুর্বল দেখলেই দেই কিল ঘুসি! বিরোধী দলের লোক থাক যত মান আমার কাছে কারও নাই সম্মান!

টোকা দিয়া আজ মশাটা মারিলাম
শক্তির ইতিহাস সহজেই গড়িলাম
আমার সমান হলে কেমনে তারে
মারতে পারতাম? নাকি আমারে?!
আমার গায়ে জোর স্বাস্থ্য বেশী
দুর্বল দেখলেই দেই কিল ঘুসি!
বিরোধী দলের লোক থাক যত মান
আমার কাছে কারও নাই সম্মান!

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

গরু রে গরু তোর লাগিয়া আনছি কাটি ঘাস

গরু রে গরু
তোর লাগিয়া আনছি কাটি ঘাস
বলছি যেন
পেটটা ভরে ভদ্রভাবে খাস।
এই না দেখি
জমিদারি কিছু খাস ফালাস!
আন তবে তুই
নিজের লাগি ঘাস কাটিয়া ঘাস!
এই না রোদে
কচি খাবার সহজেই পাস?
কৃষকেরা
ফসল ছেড়ে ঘাস করে না চাষ!
আইল খুঁজিয়া
মুঠো মুঠো ঘাস কাটিরে ঘাস;
এমনি করে
ফেলবি তবে করবি কেমনে বাস?

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

কে বানাল যায়গা এমন তুমি কারই সৃষ্টি গো? সকল কাজের মাঝেও যেন দিও তাঁরে দৃষ্টি গো!

কে বানাল যায়গা এমন
তুমি কারই সৃষ্টি গো?
সকল কাজের মাঝেও যেন
দিও তাঁরে দৃষ্টি গো!

ও মা‚ কেন ঘুম আসে না জান? প্রাইমারি স্যার টান দিয়েছে কান! আমি মাত্র ফাইভের পোলাপান দেখছ নি গো কেমনে মারল টান! ফাইভে নাকি লাড্ডু ডিম আর নাই? তাইলে কেন মারামারি চাই??

ও মা‚ কেন ঘুম আসে না জান?
প্রাইমারি স্যার টান দিয়েছে কান!
আমি মাত্র ফাইভের পোলাপান
দেখছ নি গো কেমনে মারল টান!
ফাইভে নাকি লাড্ডু ডিম আর নাই?
তাইলে কেন মারামারি চাই??

ছুটির ঘন্টার আগে আসর আযান! নেতারা বসে বসে রুটি-কলা খান? কোথা আজ মানবতা কোথা সরকার? কতটা সময় লাগে পড়া চর্চার? নয় থেকে সাড়ে চার কোথায় কবে? পিএসসি পাস করে সচিব হবে? বয়সের তুলনায় ফাইভের বই? হাড়ে হাড়ে বুঝি যদি শিক্ষক হই!

ছুটির ঘন্টার আগে আসর আযান!
নেতারা বসে বসে রুটি-কলা খান?
কোথা আজ মানবতা কোথা সরকার?
কতটা সময় লাগে পড়া চর্চার?
নয় থেকে সাড়ে চার কোথায় কবে?
পিএসসি পাস করে সচিব হবে?
বয়সের তুলনায় ফাইভের বই?
হাড়ে হাড়ে বুঝি যদি শিক্ষক হই!

ছুটির ঘন্টার আগে আসর আযান! নেতারা বসে বসে রুটি-কলা খান? কোথা আজ মানবতা কোথা সরকার? কতটা সময় লাগে পড়া চর্চার? নয় থেকে সাড়ে চার কোথায় কবে? পিএসসি পাস করে সচিব হবে? বয়সের তুলনায় ফাইভের বই? হাড়ে হাড়ে বুঝি যদি শিক্ষক হই!

ছুটির ঘন্টার আগে আসর আযান!
নেতারা বসে বসে রুটি-কলা খান?
কোথা আজ মানবতা কোথা সরকার?
কতটা সময় লাগে পড়া চর্চার?
নয় থেকে সাড়ে চার কোথায় কবে?
পিএসসি পাস করে সচিব হবে?
বয়সের তুলনায় ফাইভের বই?
হাড়ে হাড়ে বুঝি যদি শিক্ষক হই!

হৃদয়টা ভরে যায় মা মা ডাকিলে প্রজাপতি গান করে নাক মুখ পাকিলে সারাদিন হৈ চৈ ব্যস্ত যে রাস্তা সাপ ঘুঁই সাপেরা খেয়ে ফেলে আস্তা। খাল বিল নদীরা জল দেয় কত রে মনিবরে চেনো তুমি মনিবের মত রে?

হৃদয়টা ভরে যায়
মা মা ডাকিলে
প্রজাপতি গান করে
নাক মুখ পাকিলে
সারাদিন হৈ চৈ
ব্যস্ত যে রাস্তা
সাপ ঘুঁই সাপেরা
খেয়ে ফেলে আস্তা।
খাল বিল নদীরা
জল দেয় কত রে
মনিবরে চেনো তুমি
মনিবের মত রে?

সোমবার, ২০ অক্টোবর, ২০১৪

গরম গরম ইচ্ছে করে ইলিশ খেতে পদ্মা পাড়ের মানুষরাও কয় না যেতে। গরম গরম ইচ্ছে করে পিঠা খেতে আগের মত ধান চাষানো হয় না ক্ষেতে।

গরম গরম ইচ্ছে করে
ইলিশ খেতে
পদ্মা পাড়ের মানুষরাও
কয় না যেতে।
গরম গরম ইচ্ছে করে
পিঠা খেতে
আগের মত ধান চাষানো
হয় না ক্ষেতে।

মনে যেই ভাবনা সেই লেখা আসে রে

মনে যেই ভাবনা
সেই লেখা আসে রে
যার মনে দুঃখ
তার মুখ হাসে রে?
যেই চোখে স্বপ্ন
সেই চোখ বুজে কি?
যার আছে বেশি বেশি
সে কিছু খুঁজে কি?
আমাদের ঘর নাই
বর নাই বউ নাই;
চাল ডাল থাকলে কি
খাই খুদ পান্তাই?
সকাল টু সন্ধ্যা
ইস্কুলে থাকি রে
শিক্ষক শিশু মিলে
করি আকাআঁকি রে!
বেতনের ভার যার
খাবলিয়ে খায় কি!
গড়ে দিল শিক্ষক
তারা কিছু পায় কি?

রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

বেতন দিও বেশি মনে দুঃখ সারি! কিছু টাকা পেলে বাড়ি করতে পারি। বেতন দিও বেশি একটা খাট কিনিব বেতন দিলে বেশি স্কুলে টিফিন নিব। বেতন দিও বেশি বাড়ি করব ইটে এমন দিও পেটের দুঃখ মিটে! বেতন দিও বেশি টাকায় হয় না মোটে দিও যদি বিয়া ভাগ্যে জুটে ! বেতন দিও বেশি কিনব নতুন জামা দিও দিও বলি আমার এই কামনা!

বেতন দিও বেশি মনে দুঃখ সারি!
কিছু টাকা পেলে বাড়ি করতে পারি।
বেতন দিও বেশি একটা খাট কিনিব
বেতন দিলে বেশি স্কুলে টিফিন নিব।
বেতন দিও বেশি বাড়ি করব ইটে
এমন দিও পেটের দুঃখ মিটে!
বেতন দিও বেশি টাকায় হয় না মোটে
দিও যদি বিয়া ভাগ্যে জুটে !
বেতন দিও বেশি কিনব নতুন জামা
দিও দিও বলি আমার এই কামনা!

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪

শিক্ষকরা কত্তো ভালা পান্তা নাস্তা খায়

শিক্ষকরা কত্তো ভালা
পান্তা নাস্তা খায়
নতুনত্ব বুঝতে নারি
পড়নের জামায়।
দুইশো পাঁচশো ছেলে মেয়ে
স্কুলে থাকে মন
কেমনে জানে কেমনে থাকে
বউ আদরের ধন!
সরকার তারে পাঁচ টাকা দেয়
টিফিন যেন খায়
দুপুর খাবার ভাগ্যে জোটে
ঐ বিকাল পাঁচটায়!
মাটির দেয়াল টিনের চালে
স্বপ্ন বাধা ঘর
বৃষ্টি ঝরে রহমত হয়ে
স্যারের গায়ের পর।
শিশির ভোরে লাংগল কাধে
ক্ষেতে ছুটে যায়
আব্বা দেখতাম স্কুলে যেতেন
কাদা মাখা গায়।

বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪

পালকি চলে

পালকি চলে পালকি চলে
মাঝে মাঝে হেইয়ো বলে!
সহকারীর তলে তলে
দেহ মন ও হৃদয় জ্বলে।
সারা জীবন চাইয়া চাইয়া
দেখতে নারি কাছে যাইয়া
কেমনে যাবে তরী বাইয়া
কোন রকম থাইয়া খাইয়া?

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

সবার বাংলা বইয়ে পালকি চলে পাঠ নিতে তো কেন ছবি আঁকতে বলে? ছোট ছোট শিশুদের অবুঝ মনে এইটুকু বয়সে বর ও কনে? ডিজিটাল শিশুদের থাকতে না লাজ পড়ালেখা থুয়ে তাই আজেবাজে কাজ? এ উপকরণ কি শিক্ষক বানাবে পড়ার সময় তবে কে পড়া পড়াবে?

সবার বাংলা বইয়ে পালকি চলে
পাঠ নিতে তো কেন ছবি আঁকতে বলে?
ছোট ছোট শিশুদের অবুঝ মনে
এইটুকু বয়সে বর ও কনে?
ডিজিটাল শিশুদের থাকতে না লাজ
পড়ালেখা থুয়ে তাই আজেবাজে কাজ?
এ উপকরণ কি শিক্ষক বানাবে
পড়ার সময় তবে কে পড়া পড়াবে?

ইস্কুলে বাইক

ইস্কুলে আসি যাই
বাইকটা চড়ি
হঠাৎ বাইকটা কেমন
উঠে নড়িচড়ি!
পড়াপড়ি কিছু করি
ইস্কুলে থাকি
ছুটে যাই শোরুমে
বাদ বাকি রাখি।
একি করে কান্ড
বাইকের হাল!
মাথায় নাকি বেশি
বাধে গোলমল!
মাস্টারি করিয়া
প্রাইমারীতে
গোলমাল মাথাতে
আর গাড়িতে।

যারা দেখো পথের ধারে

যারা দেখো পথের ধারে
গরু বাছুর ছাগল লাড়ে
এরা মূলে সবই পারে
এভাবে তার গুনাহ বাড়ে।
চলছে তারা পরের ঘাড়ে
বরবাদ করে জীবনটারে
প্রভু কি বোধ দেয় না তারে?
কেমনে পথিক যায় ওপারে?

ইতিহাস পড়াতে

ইতিহাস পড়াতে
এঁকেছি ছবি
শিক্ষক বটে নই
শিল্পী ও কবি।
শিক্ষক পারে না
কি আছে এমন?
পারতেই হবে যে
যেথায় যেমন!

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০১৪

ছাত্রের ভয় স্যারের বেতের মার

ছাত্রের ভয় স্যারের বেতের মার
শিক্ষক ডরে নয় সাড়ে চারটার
ডরে ডরে পড়ালেখা হয়?
এমনি জাতির মেরুদণ্ডটা
হয়েই যাচ্ছে ক্ষয়!
ইচ্ছে হলে কাজ আমাদের কমিয়ে দাও
দশটা তিনটা সময় আরো বেতন দাও!