রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩

তালের বিচির ভেতরের সাদা খাবারটার নাম আমি জানি না। ছাবু নারকেল দুধ চিনি কিছমিছ তেজপাতা দিয়ে মা কি যেন তৈরি করেছেন! পাতিল এখনো চুলোয়। আমি প্লেটে নিয়ে খাচ্ছি আর আমার ফেসবুকের বন্ধুদের কথা স্মরণ করছি। এত টেস্টি এত স্বাদ আর এত মিস্টি যে, আপনাদেরে না কইয়ে আমি থাকতে পারতেছিলাম না! তাই মোবাইলটায় বাম হাতেই ফেসবুকিং কইরা দিলাম। ছাবুটা এখনো হয়নি। এখনই এত কিছু! যখন চুলো থেকে পাতিল তুলবে, না জানি তা খেতে কেমন লাগবে! ততক্ষণে আমার সব বন্ধুরে দাওয়াত!

তালের বিচির ভেতরের সাদা খাবারটার নাম আমি জানি না। ছাবু নারকেল দুধ চিনি কিছমিছ তেজপাতা দিয়ে মা কি যেন তৈরি করেছেন! পাতিল এখনো চুলোয়। আমি প্লেটে নিয়ে খাচ্ছি আর আমার ফেসবুকের বন্ধুদের কথা স্মরণ করছি। এত টেস্টি এত স্বাদ আর এত মিস্টি যে, আপনাদেরে না কইয়ে আমি থাকতে পারতেছিলাম না! তাই মোবাইলটায় বাম হাতেই ফেসবুকিং কইরা দিলাম।

ছাবুটা এখনো হয়নি। এখনই এত কিছু! যখন চুলো থেকে পাতিল তুলবে, না জানি তা খেতে কেমন লাগবে! ততক্ষণে আমার সব বন্ধুরে দাওয়াত!

চলছে পঞ্চম শ্রেণির সমাপণী পরীক্ষা। প্রতিদিন গার্ডিয়ান কর্তৃক পরীক্ষার হলে তার সন্তানকে বলে দেওয়ার আবেদনটা আমার কাছে ভালই জমা পড়ে। আমার কাছে ভাল লাগে না বলে- রুম পাল্টাইলাম। অবশেষে দেখি এখানের রুমেও একই সমস্যা! "স্যার, আমি ওর কাকা। যদি একবারও পরীক্ষার হলে না ঢুকি তাহলে মেয়েটা বলবে, কাকায় একবারও আমাকে দেখতে এল না। তাই এলাম।" -এখন বুঝেন আমি কিভাবে সেই রুমে ইনভিজিলেটর হিসেবে থাকি? কিন্তু স্কুল থেকে আমাকে ডেপুটেশনে কেন্দ্রেই পাঠিয়েছে। তাই হলে না গিয়ে আর পারি না... পরীক্ষার হলে বলে দেওয়ার মানসিকতা আমি সহ্য করতে পারি না। এই জন্য কয়েক দিন ধরে আমার মন ভাল না। শিক্ষা বোধয় আর তার স্বকীয়তা ধরে রাখতে পারল না!

চলছে পঞ্চম শ্রেণির সমাপণী পরীক্ষা। প্রতিদিন
গার্ডিয়ান কর্তৃক পরীক্ষার হলে তার সন্তানকে
বলে দেওয়ার আবেদনটা আমার কাছে ভালই জমা পড়ে।
আমার কাছে ভাল লাগে না বলে-
রুম পাল্টাইলাম। অবশেষে দেখি এখানের রুমেও
একই সমস্যা!
"স্যার, আমি ওর কাকা। যদি একবারও পরীক্ষার হলে
না ঢুকি তাহলে মেয়েটা বলবে, কাকায় একবারও আমাকে
দেখতে এল না। তাই এলাম।"
-এখন বুঝেন আমি কিভাবে সেই রুমে ইনভিজিলেটর হিসেবে থাকি?

কিন্তু স্কুল থেকে আমাকে ডেপুটেশনে কেন্দ্রেই পাঠিয়েছে।
তাই হলে না গিয়ে আর পারি না...

পরীক্ষার হলে বলে দেওয়ার মানসিকতা আমি সহ্য করতে পারি না।
এই জন্য কয়েক দিন ধরে আমার মন ভাল না।
শিক্ষা বোধয় আর তার স্বকীয়তা ধরে রাখতে পারল না!

কই রে আমার ১৮ দল ঘুমায়া গেলা কী? ৪টা দলে সর্ব দলের করবেই মাতবরী??? ৫টা বছর ভালই দেখলা কয় দিন লাগবে আর? আর কবে বাতিল হবে জালিম এই সরকার?? আশায় আশায় আমি বুক পেতেছি রে আজও আমি আগের মতই আশায় আছি রে...

কই রে আমার ১৮ দল
ঘুমায়া গেলা কী?
৪টা দলে সর্ব দলের
করবেই মাতবরী???
৫টা বছর ভালই দেখলা
কয় দিন লাগবে আর?
আর কবে বাতিল হবে
জালিম এই সরকার??
আশায় আশায় আমি
বুক পেতেছি রে
আজও আমি আগের মতই
আশায় আছি রে...

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

ডান হাতে খাওয়া দাওয়া ডান হাতে কাম বাম দল সদা করে আকাম কুকাম। ডান পথে চলে বাড়ে পথিকের দাম বামবাদী বাম পথে করে বদনাম। ডানের ইজ্জত আছে; বামের কি কাম? পৃথিবীর সবে জানে বাম হাতের কাম। ছিঃ! বাম ছিঃ! নাই অপনাম? মরতেও চাই ডানে জানাই আগাম!

ডান হাতে খাওয়া দাওয়া
ডান হাতে কাম
বাম দল সদা করে
আকাম কুকাম।
ডান পথে চলে বাড়ে
পথিকের দাম
বামবাদী বাম পথে
করে বদনাম।
ডানের ইজ্জত আছে;
বামের কি কাম?
পৃথিবীর সবে জানে
বাম হাতের কাম।
ছিঃ! বাম ছিঃ!
নাই অপনাম?
মরতেও চাই ডানে
জানাই আগাম!

এক্কেবারে মানাইছে না রে! পাঁচটা বছর এমনি গেল এই জনগণ কি আর পেল আবার একি চুপিচুপি; জানাইছে না রে! এক্কেবারে মানাইছে না রে!

এক্কেবারে মানাইছে না রে!
পাঁচটা বছর এমনি গেল
এই জনগণ কি আর পেল
আবার একি চুপিচুপি; জানাইছে না রে!
এক্কেবারে মানাইছে না রে!

এরশাদ কয় আমি ছিলাম সেনাপতি স্বৈরাচারি হতে লাগে নতুন গতি? অভ্যাস আছে পুরুষ আমার জুড়ি নাই স্বৈরাচার/বাকশাল বলেন ঐ এক কথাই! কুত্তা কুত্তি মিলেই যায় অবশেষে সারাবিশ্বের থুথু খাচ্ছে তব হেসে! এরশাদ কয় নষ্ট জিনিষ নষ্ট করার কি দরকার? গন্ধ থাকে থাকবেই তো ফেলনা নহে এ সরকার! কুত্তি যখন কুত্তামীতে আগে কিছু খাইয়া লয় কুত্তাটাও কুত্তির লগে ডাস্টবিনে পাইয়া লয়..

এরশাদ কয় আমি ছিলাম সেনাপতি
স্বৈরাচারি হতে লাগে নতুন গতি?
অভ্যাস আছে পুরুষ আমার জুড়ি নাই
স্বৈরাচার/বাকশাল বলেন ঐ এক কথাই!
কুত্তা কুত্তি মিলেই যায় অবশেষে
সারাবিশ্বের থুথু খাচ্ছে তব হেসে!
এরশাদ কয় নষ্ট জিনিষ
নষ্ট করার কি দরকার?
গন্ধ থাকে থাকবেই তো
ফেলনা নহে এ সরকার!
কুত্তি যখন কুত্তামীতে
আগে কিছু খাইয়া লয়
কুত্তাটাও কুত্তির লগে
ডাস্টবিনে পাইয়া লয়..

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

শিবিররে মানুষ রাজাকার কয়, মৌলবাদী কয়। তাই চিন্তা করেছি আর শিবির করমু না। কিন্তু একি! আমি কত্ত দল খুঁজলাম, কিন্তু শিবিরে ধারে কাছেও নাই। নাই তাদের চরিত্র, নাই আচরণ, নাই কথাবার্তার ধরণ। ফাঁকে দিয়া আমি আরো তাদের কাছে গিয়ে অপমানিত হইলাম। নাহ, আর কারো কথায় কান দিমু না। শিবির ছাড়া আমার চলত না। আমার প্রথমেও ছিল শিবির। অবশেষেও শিবির। শিবির ছাড়া কিছু নাই। শিবির ছাড়া কিছু চাই না। এভাবেই আমি সরল সঠিক পথে এগিয়ে যেতে চাই... আমিন! শিবির করলে কুরআন পড়তে পারি। সালাম দিতে পারি। আল্লাহর আইনে চলতে পারি। মানুষেরে ভালবাসতে পারি। আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়তে পারি। শাহাদাতের তামান্না মনে জাগাতে পারি। আমি তো শহীদ হতে চাই। শহীদের তামান্না আর কোন দলে গিয়ে আমি করতে পারি না। তাই শিবির ছাড়া আমার চলত না। আমার প্রথমেও ছিল শিবির। অবশেষেও শিবির। শিবির ছাড়া কিছু নাই। শিবির ছাড়া কিছু চাই না। এভাবেই আমি সরল সঠিক পথে এগিয়ে যেতে চাই... আমিন!

শিবিররে মানুষ রাজাকার কয়, মৌলবাদী কয়। তাই চিন্তা করেছি আর শিবির করমু না। কিন্তু একি! আমি কত্ত দল খুঁজলাম, কিন্তু শিবিরে ধারে কাছেও নাই। নাই তাদের চরিত্র, নাই আচরণ, নাই কথাবার্তার ধরণ। ফাঁকে দিয়া আমি আরো তাদের কাছে গিয়ে অপমানিত হইলাম।

নাহ, আর কারো কথায় কান দিমু না। শিবির ছাড়া আমার চলত না। আমার প্রথমেও ছিল শিবির। অবশেষেও শিবির। শিবির ছাড়া কিছু নাই। শিবির ছাড়া কিছু চাই না। এভাবেই আমি সরল সঠিক পথে এগিয়ে যেতে চাই... আমিন!

শিবির করলে কুরআন পড়তে পারি। সালাম দিতে পারি। আল্লাহর আইনে চলতে পারি। মানুষেরে ভালবাসতে পারি। আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়তে পারি। শাহাদাতের তামান্না মনে জাগাতে পারি। আমি তো শহীদ হতে চাই। শহীদের তামান্না আর কোন দলে গিয়ে আমি করতে পারি না। তাই শিবির ছাড়া আমার চলত না। আমার প্রথমেও ছিল শিবির। অবশেষেও শিবির। শিবির ছাড়া কিছু নাই। শিবির ছাড়া কিছু চাই না। এভাবেই আমি সরল সঠিক পথে এগিয়ে যেতে চাই... আমিন!

বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

আসুন সে দল করি- ০ যে দলে পড়া লেখা হয় সাথে আমল করা যায় ০ যে দলে মারামারী নাই সাথে যেথায় ভদ্রতা শেখায় আসুন সে দল করি- ০ যে দলে মানুষ আল্লাহ প্রেমি হয় করে সালাম বিনিময় ০ যে দলের লোক ভালবাসে সব যদি আল্লাহর প্রিয় হয় ----------------------চলবে!

আসুন সে দল করি-
০ যে দলে পড়া লেখা হয় সাথে আমল করা যায়
০ যে দলে মারামারী নাই সাথে যেথায় ভদ্রতা শেখায়
আসুন সে দল করি-
০ যে দলে মানুষ আল্লাহ প্রেমি হয় করে সালাম বিনিময়
০ যে দলের লোক ভালবাসে সব যদি আল্লাহর প্রিয় হয়
----------------------চলবে!

ভালবাসা পবিত্র; কিন্তু কখন? আল্লাহ খুঁশি হওয়া ভালবাসা যখন। নষ্টামী ফস্টামী অযথা সময়? এই ভালবাসাবাসি পবিত্র নয়!

ভালবাসা পবিত্র;
কিন্তু কখন?
আল্লাহ খুঁশি হওয়া
ভালবাসা যখন।
নষ্টামী ফস্টামী
অযথা সময়?
এই ভালবাসাবাসি
পবিত্র নয়!

কি আজব! কিছু চাইলেই সরকার পুলিশ দিয়ে গুলী করা শুরু করে দেয়। গার্মেন্টস এর কর্মীরা সারাদিন কত কাজ করে আমরা সবাই তা জানি। তাদের বেতন মাসে ৮০০০ টাকা করার দাবীটা কেন অযৌক্তিক হবে? তারা কি পারে না তাদের এই দাবীটা রাস্তায় নেমে সরকারকে জানাতে? কেন তাদেরকে গুলী করে মারতে হবে? এই জন্যই কি শ্রমিকেরা ভোট দিয়ে হাসিনারে সরকারে দিয়েছে???? বাহ! কি আজব সরকার! কি আজব তার আচরণ!!!!!!! আই হেট ইউ। আই হেট ইউর আচরণ...

কি আজব! কিছু চাইলেই সরকার পুলিশ দিয়ে গুলী করা শুরু করে দেয়।
গার্মেন্টস এর কর্মীরা সারাদিন কত কাজ করে আমরা সবাই তা জানি।
তাদের বেতন মাসে ৮০০০ টাকা করার দাবীটা কেন অযৌক্তিক হবে?
তারা কি পারে না তাদের এই দাবীটা রাস্তায় নেমে সরকারকে জানাতে?
কেন তাদেরকে গুলী করে মারতে হবে?
এই জন্যই কি শ্রমিকেরা ভোট দিয়ে হাসিনারে সরকারে দিয়েছে????
বাহ! কি আজব সরকার! কি আজব তার আচরণ!!!!!!!
আই হেট ইউ। আই হেট ইউর আচরণ...

জামাত শিবির প্রাণী হইল? মাছ-ভাত কোন খাওয়া? রক্ত খাওয়া আমাদের হোক তাদের আল্লাহ পাওয়া! হেফাজত তো বাকী কেন? সেই তো মুমিন জাত! পারলে দিবি গুলিই করে কিরিচ কাটা কাত!

জামাত শিবির প্রাণী হইল?
মাছ-ভাত কোন খাওয়া?
রক্ত খাওয়া আমাদের হোক
তাদের আল্লাহ পাওয়া!
হেফাজত তো বাকী কেন?
সেই তো মুমিন জাত!
পারলে দিবি গুলিই করে
কিরিচ কাটা কাত!

আঁধারের পরে আসে মুগ্ধ সকাল দেশের বুকে সূর্য ডুবে উঠবে আগামীকাল। তোমরা হতাশ হইয়ো না নিরাশ হইয়ো না কে না জানে মুমিন কভু নিরাশ হবে না! এতই কালো মেঘ করেছে এই বুঝি বারি নামে আল্লাহ তো জানে জালিমের জুলুম কোথায় গিয়ে থামে!

আঁধারের পরে আসে মুগ্ধ সকাল
দেশের বুকে সূর্য ডুবে উঠবে আগামীকাল।
তোমরা হতাশ হইয়ো না নিরাশ হইয়ো না
কে না জানে মুমিন কভু নিরাশ হবে না!
এতই কালো মেঘ করেছে এই বুঝি বারি নামে
আল্লাহ তো জানে জালিমের জুলুম কোথায় গিয়ে থামে!

হাত তোল কিছু বল জালিমদেরে হয়তো বা কোন দিন উঠব পেরে! আর কত রক্ত জালিমরা চায় আমরাও আল্লাহ বলি আশায় আশায়..

হাত তোল
কিছু বল
জালিমদেরে
হয়তো বা
কোন দিন
উঠব পেরে!
আর কত
রক্ত
জালিমরা চায়
আমরাও
আল্লাহ বলি
আশায় আশায়..

আমি একজন শিক্ষক। যখন আমি চোখের সামনেই দেখছি এই পঞ্চম শ্রেণির শিশুরা কতটুকুই না বয়স হয়েছে, ফটোকপির দোকান থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্নপ্ত্র ফটোকপি নিয়ে যাচ্ছে! বড় অপমান বোধ করছি আমি। কি মূল্যই রইল, আমি তাদেরে পাঁচটা বছর পড়িয়েছি? কত চিল্লাফাল্লাই না আমি তার পিছনে করেছি! কত শ্রম আমার তার পিছনে খরচ হয়েছে আমি এই মূহুর্তে সব মনে করতে পারছি না। কি দরকার ছিল আমার, তাকে মানুষ করার অতটা টেনশন করার? কি ফল আমি আজ পেলাম! এত নাম্বার পেয়ে তারা কি করবে আমি বুঝি না। তবে কেন আমাকে ৫টা বছর বেতন দেওয়া হল? কেন আমাকে মানুষ গড়ার কারিগর বলা হল? আমার কি মূল্যই দেওয়া হল? অবশেষে কি তারা শিক্ষার আসল উদ্দেশ্য হাসিল করতে পারবে? আর তারা পারবে, আমার কষ্টগুলোর সম্মান দিতে??

আমি একজন শিক্ষক। যখন আমি চোখের সামনেই দেখছি এই পঞ্চম শ্রেণির শিশুরা কতটুকুই না বয়স হয়েছে, ফটোকপির দোকান থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্নপ্ত্র ফটোকপি নিয়ে যাচ্ছে! বড় অপমান বোধ করছি আমি। কি মূল্যই রইল, আমি তাদেরে পাঁচটা বছর পড়িয়েছি? কত চিল্লাফাল্লাই না আমি তার পিছনে করেছি! কত শ্রম আমার তার পিছনে খরচ হয়েছে আমি এই মূহুর্তে সব মনে করতে পারছি না। কি দরকার ছিল আমার, তাকে মানুষ করার অতটা টেনশন করার? কি ফল আমি আজ পেলাম!

এত নাম্বার পেয়ে তারা কি করবে আমি বুঝি না। তবে কেন আমাকে ৫টা বছর বেতন দেওয়া হল? কেন আমাকে মানুষ গড়ার কারিগর বলা হল? আমার কি মূল্যই দেওয়া হল? অবশেষে কি তারা শিক্ষার আসল উদ্দেশ্য হাসিল করতে পারবে? আর তারা পারবে, আমার কষ্টগুলোর সম্মান দিতে??

জোসনা রাতে বাগানের চেয়ারটায় দেখতে গিয়েছিলাম। নাহ, মা নেই সেখানে! এক দৌড়ে ঘরের বারান্দায় এসে দেখি, যে চৌকিতে বসে মা কুরআন পড়তেন, মা নেই সেখানে! ঘরে এসে ঘরের কোণের শীতল পাটিটা আজও বিছানো; কিন্তু মা নেই সেখানে! আমার মা আর কোথাও নেই রে! আমি তো আর মাকে দেখতে পাব না। মা! মা! মা গো, মা! রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগীরা!!!

জোসনা রাতে বাগানের চেয়ারটায় দেখতে গিয়েছিলাম।
নাহ, মা নেই সেখানে!
এক দৌড়ে ঘরের বারান্দায় এসে দেখি, যে চৌকিতে বসে মা কুরআন পড়তেন, মা নেই সেখানে!
ঘরে এসে ঘরের কোণের শীতল পাটিটা আজও বিছানো; কিন্তু মা নেই সেখানে!

আমার মা আর কোথাও নেই রে! আমি তো আর মাকে
দেখতে পাব না। মা! মা! মা গো, মা!
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগীরা!!!

সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

শিশুদের জীবনটা গড়তে পড়াই বাজার করতে নারি তিন বেলা খাই! হে আমার সরকার একটু দেখো মাজলুম খাতাতে আমারে লেখো! দিব কি তাদেরে বাকী আর কি? নিজেই বাঁচতে আজি খাদ্য খুঁজি! পুরাটা উজার করি শিশুরা আমার মৃত্যু ক্ষুধা থাকে প্রাণ যার যার। আমরণ মাস্টার না হোক দাবী কুলায় শরীর যদি গড়ার চাবী!

শিশুদের জীবনটা
গড়তে পড়াই
বাজার করতে নারি
তিন বেলা খাই!
হে আমার সরকার
একটু দেখো
মাজলুম খাতাতে
আমারে লেখো!
দিব কি তাদেরে
বাকী আর কি?
নিজেই বাঁচতে আজি
খাদ্য খুঁজি!
পুরাটা উজার করি
শিশুরা আমার
মৃত্যু ক্ষুধা থাকে
প্রাণ যার যার।
আমরণ মাস্টার
না হোক দাবী
কুলায় শরীর যদি
গড়ার চাবী!

এই বার আবার নৌকায় ভোট দিমু। পাঁচ বছর আগে থেকে আওয়ামী সরকার কইতাছে আপনাদের বেতন বাড়ামু আলাদা বেতন কাঠামো করমু প্রাইমারী শিক্ষকদের সম্মান সবার উপরে দিমু! ১০ এবং ১১ গ্রেডে বেতন দেয়ার দাবীটাও বহুদিন ধরে হ্যাং হইয়া আছে। এক মেয়াদ গেল। আরেক মেয়াদ চলতাছে। আমাদের মনের আশা পূর্ণ হবে আগামী মেয়াদে। এইবার কঠিনভাবে তারা হাছা কথা কইতাছে। এইবার আর বক্কর চক্কর করত না। তাই অন্য যে কোন দল নির্বাচনে না যাক, আওয়ামীলীগ তো নৌকা নিয়া দাঁড়াইতাছে! নৌকায় একটা ভোট দিয়া দিমু। হাছা কথার ভাত নাই..

এই বার আবার নৌকায় ভোট দিমু। পাঁচ বছর আগে থেকে আওয়ামী সরকার কইতাছে আপনাদের বেতন বাড়ামু আলাদা বেতন কাঠামো করমু প্রাইমারী শিক্ষকদের সম্মান সবার উপরে দিমু! ১০ এবং ১১ গ্রেডে বেতন দেয়ার দাবীটাও বহুদিন ধরে হ্যাং হইয়া আছে। এক মেয়াদ গেল। আরেক মেয়াদ চলতাছে। আমাদের মনের আশা পূর্ণ হবে আগামী মেয়াদে। এইবার কঠিনভাবে তারা হাছা কথা কইতাছে। এইবার আর বক্কর চক্কর করত না। তাই অন্য যে কোন দল নির্বাচনে না যাক, আওয়ামীলীগ তো নৌকা নিয়া দাঁড়াইতাছে! নৌকায় একটা ভোট দিয়া দিমু।

হাছা কথার ভাত নাই..

ধরে নিলাম নৌকা ছাড়া নির্বাচনের সাগর পাড় হওয়া যাইব না। দেশের স্থল পথের রাস্তার যা অবস্থা তাতে তো নৌকা ছাড়া উপায় দেখি না। কিন্তু বিরোধীদের আন্দোলনের বন্যা চলতাছে। সামনে শুনতাছি অবরোধের নার্গিস আইতাছে! সম্ভতঃ সতর্ক সংকেত ১০। এমন ক্ষণে নৌকা লইয়া পানিতে নামাটা কি আমার ঠিক হইব? মহা ভাবনায় পড়লাম। বাঁচবার হাল ধরি কেমনে, নৌকার পালই তো ধরতে সাহস লাগে না। ব্যাপারটা আগে দাড়িপাল্লা দিয়া মাইপ্পা লই। আগে অন্ততঃ ধান খাইয়া বাঁচি। বাঁইচ্চা থাকলে আরো কত চিন্তা করা যাবে!

ধরে নিলাম নৌকা ছাড়া নির্বাচনের সাগর পাড় হওয়া যাইব না। দেশের স্থল পথের রাস্তার যা অবস্থা তাতে তো নৌকা ছাড়া উপায় দেখি না। কিন্তু বিরোধীদের আন্দোলনের বন্যা চলতাছে। সামনে শুনতাছি অবরোধের নার্গিস আইতাছে! সম্ভতঃ সতর্ক সংকেত ১০। এমন ক্ষণে নৌকা লইয়া পানিতে নামাটা কি আমার ঠিক হইব? মহা ভাবনায় পড়লাম। বাঁচবার হাল ধরি কেমনে, নৌকার পালই তো ধরতে সাহস লাগে না।

ব্যাপারটা আগে দাড়িপাল্লা দিয়া মাইপ্পা লই। আগে অন্ততঃ ধান খাইয়া বাঁচি। বাঁইচ্চা থাকলে আরো কত চিন্তা করা যাবে!

তারেক যদি খালাস পেল সেটাও দূর্নীতির দেশে এলে জেলে যাবে সেটা কি নয় ভীতির? ফাঁসির রায়ের ভীরে তারেক খালাস দেশে এলে টের পাবে কোথাকার বাঁশ!

তারেক যদি খালাস পেল
সেটাও দূর্নীতির
দেশে এলে জেলে যাবে
সেটা কি নয় ভীতির?
ফাঁসির রায়ের ভীরে
তারেক খালাস
দেশে এলে টের পাবে
কোথাকার বাঁশ!

ঘুম আসছে আসুক ঘুম যাব না ভাল বাসছে বাসুক লাভ খাব না। কাছে টানছে টানুক দাম নিব না প্রিয় মানছে মানুক দুখ দিব না। কাছে ডাকছে ডাকুক আমিও রাজি খাব আঁকছে আঁকুক শুরুটা আজি।

ঘুম আসছে আসুক
ঘুম যাব না
ভাল বাসছে বাসুক
লাভ খাব না।
কাছে টানছে টানুক
দাম নিব না
প্রিয় মানছে মানুক
দুখ দিব না।
কাছে ডাকছে ডাকুক
আমিও রাজি
খাব আঁকছে আঁকুক
শুরুটা আজি।

সকালের সূর্যটা উঠি উঠি ভাব হিম হিম গা আমার শীতের স্বভাব।

সকালের সূর্যটা
উঠি উঠি ভাব
হিম হিম গা আমার
শীতের স্বভাব।
ইদানিং সূর্যটা
কমে দিল তাপ
শেষ রাতে ভোগেছি
লেপের অভাব।
৫ হাত ৬ হাত
বিশাল আকার
নতুন লেপটা লাগে
আড়াই হাজার।
সন্ধ্যায় ডুব দেই
কি যে আরাম!
ভুলে গেছি সরকার
করে রাম রাম।
কখন আঁধার গেল
ফুটল আলো?
ঘুঁচতে দেশের কালো
তেষ্টা জ্বালো!

এরশাদ একটা ফটকাবাজ কখন কি যে কয় ছোট-বড় সবাই জানে কি তার পরিচয়!

এরশাদ একটা ফটকাবাজ
কখন কি যে কয়
ছোট-বড় সবাই জানে
কি তার পরিচয়!
কখন কাকে ভালবাসে
কখন মোলাকাত
ক্ষণে পতিতাদের সাথে
মিলায় নীতি হাত।
এই বেটা সেই বেটা
স্বৈরাচারী জোশ
কুরআন পুরে মানুষ মরে
তলে তলে খোঁশ।
ক্ষণে চাটে বুবুর তলে
ক্ষণে তেঁতুলায়
এই হালারা বাংলাদেশটাই
চেটেচুটে খায়!
জ্ঞানী গুণী সবাই বুঝে
কুকুর কি যে খায়
বিবেকই নাই, তবে তারে
মানুষ বলা যায়?

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

আমার দেশের জনগণরে খুন করল কে? ঐ খুনিরে এখনই ধরে ভারত পাঠায় দে... আমার বোনের বোরকা কাড়ল কে? ঐ লম্পট আওয়ামীলীগার কুত্তা পিটানী দে... রাস্তা ঠিক না কইরা চুরি করল কে? কালা বিলাই হলুদ কুত্তা গণধোলাই দে... প্রশাসনরে নিজের জন্য ব্যবহার করছে কে? তাদের একটা একটা ধরে পাড়ামাটি দে...

আমার দেশের জনগণরে খুন করল কে?
ঐ খুনিরে এখনই ধরে
ভারত পাঠায় দে...

আমার বোনের বোরকা কাড়ল কে?
ঐ লম্পট আওয়ামীলীগার
কুত্তা পিটানী দে...

রাস্তা ঠিক না কইরা চুরি করল কে?
কালা বিলাই হলুদ কুত্তা
গণধোলাই দে...

প্রশাসনরে নিজের জন্য ব্যবহার করছে কে?
তাদের একটা একটা ধরে
পাড়ামাটি দে...

আমি একটা যোয়ান পোলা। অথচ পাঁচ কিমি পথ আসতেই কোমড় আমার নড়চড়ে উঠল। যদি কিছু হয় তাহলে কি সরকার আমার সামনের জীবন পরিচালনার ভার নিবে? নয়তো এই রাস্তাগুলো ঠিক করে না কেন? আমি জানতে চাই! আমার মত আরো সব নাগরিক জানতে চায়! জানতে চাই, গত পাঁচ বছরে কি কামটা করা হয়েছিল মানুষ খুন ছাড়া, আর জামাত শিবির ইসলাম মুসলিমের বিরোধীতা ছাড়া? কত ক্ষতিই না হয়ে গেল এই কয় দিনে! তারপরও আবার ক্ষমতায় আসতে মন চায়? শরম কি একটু আছে? আমার তো অবাক লাগে এত বেহায়া মানুষ কি করে হয়!

আমি একটা যোয়ান পোলা। অথচ পাঁচ কিমি পথ আসতেই কোমড় আমার নড়চড়ে উঠল। যদি কিছু হয় তাহলে কি সরকার আমার সামনের জীবন পরিচালনার ভার নিবে? নয়তো এই রাস্তাগুলো ঠিক করে না কেন?

আমি জানতে চাই! আমার মত আরো সব নাগরিক জানতে চায়!

জানতে চাই, গত পাঁচ বছরে কি কামটা করা হয়েছিল মানুষ খুন ছাড়া, আর জামাত শিবির ইসলাম মুসলিমের বিরোধীতা ছাড়া? কত ক্ষতিই না হয়ে গেল এই কয় দিনে! তারপরও আবার ক্ষমতায় আসতে মন চায়? শরম কি একটু আছে? আমার তো অবাক লাগে এত বেহায়া মানুষ কি করে হয়!

হরতালের কারণে আমার জেএসসি পরীক্ষা পিছিয়েছে। পরীক্ষা কতই দিতে পারব। কিন্তু দেশ একবার হাত ছাড়া হয়ে গেলে আর পাব না... তাই পরীক্ষার চিন্তা করি না। আগে দেশ বাঁচুক; তার পর পরীক্ষা দিব। বড় শান্তিতে পরীক্ষা দিব। আল্লাহ যেন আমাদের দেশ থেকে অশান্তি দূর করে দেন। আমিন...

হরতালের কারণে আমার জেএসসি পরীক্ষা পিছিয়েছে।
পরীক্ষা কতই দিতে পারব। কিন্তু দেশ একবার হাত ছাড়া হয়ে গেলে আর পাব না...

তাই পরীক্ষার চিন্তা করি না। আগে দেশ বাঁচুক; তার পর পরীক্ষা দিব।
বড় শান্তিতে পরীক্ষা দিব। আল্লাহ যেন আমাদের দেশ থেকে অশান্তি দূর করে দেন।
আমিন...

আমেরিকান রাডার দিয়ে যাদের চরিত্রে খুঁদ পাওয়া যায় নি, চল্লিশ বছর পর এসে তাদের চরিত্র নষ্ট করানোর চেষ্টা করে তারপর তাদের বিচার করা হচ্ছে। কিন্তু যারা চোখের সামনেই এমন কান্ড চার বছর ধরে করেই চলেছে, এমন নষ্ট সোনার চরিত্রে গড়া পিচ্ছিলীগ, যুবকলীগ, ধর্শকলীগেদের বিরুদ্ধে জ্যান্ত বিচার করার শক্তি কি প্রধান মন্ত্রীর নেই? আর থাকবেই বা কিভাবে? উনার কথার ধরন, আর সত্যতা কি আপনারা বাজারে বিকিকিনি হবে??? দেখেন তো প্রধানমন্ত্রী এসব কি কয়!!!! আমার তো আর শরমে আর দেশে থাকতে পারতাছি না।

আমেরিকান রাডার দিয়ে যাদের চরিত্রে খুঁদ পাওয়া যায় নি, চল্লিশ বছর পর এসে তাদের চরিত্র নষ্ট করানোর চেষ্টা করে তারপর তাদের বিচার করা হচ্ছে। কিন্তু যারা চোখের সামনেই এমন কান্ড চার বছর ধরে করেই চলেছে, এমন নষ্ট সোনার চরিত্রে গড়া পিচ্ছিলীগ, যুবকলীগ, ধর্শকলীগেদের বিরুদ্ধে জ্যান্ত বিচার করার শক্তি কি প্রধান মন্ত্রীর নেই? আর থাকবেই বা কিভাবে? উনার কথার ধরন, আর সত্যতা কি আপনারা বাজারে বিকিকিনি হবে??? দেখেন তো প্রধানমন্ত্রী এসব কি কয়!!!! আমার তো আর শরমে আর দেশে থাকতে পারতাছি না।

আমার মন ভাল না; সরকারই জুলুম করে দেখে দেখে বিরোধী নেতাদের জেলের মধ্যে ভরে। আমার মন ভাল না; সরকারই মিথ্যা বলে বেড়ায় যদি ক্ষেত খায় আমার তাইলে কি আর চলে? আমার মন ভাল না; সরকারই বন্দুক ছোড়ে জনগণ আমি ভালবাসা চায় না, ভোট ছাড়া পাস জোরে। আমার মন ভাল না; সরকারই সিং কাটে আশায় আছি, আল্লাহ একদিন ফেলবে তারে বাটে...!

আমার মন ভাল না; সরকারই জুলুম করে
দেখে দেখে বিরোধী নেতাদের জেলের মধ্যে ভরে।
আমার মন ভাল না; সরকারই মিথ্যা বলে
বেড়ায় যদি ক্ষেত খায় আমার তাইলে কি আর চলে?
আমার মন ভাল না; সরকারই বন্দুক ছোড়ে
জনগণ আমি ভালবাসা চায় না, ভোট ছাড়া পাস জোরে।
আমার মন ভাল না; সরকারই সিং কাটে
আশায় আছি, আল্লাহ একদিন ফেলবে তারে বাটে...!

মাস্টার আমি মাস্টার পড়ানোই কাজ যার! পড়াইতে পড়াইতে প্রাণটা জুড়াই ক্ষুধার জ্বালা খাক; নামটা কুড়াই! মাস্টার আমি মাস্টার ইজ্জতই ধন আমার দাবীতে নাই সরকারী মন। চাহিদা কিসের তবে ছোটদের স্যার সচিবেরা ছিল কবে ছোট আবার?

মাস্টার আমি মাস্টার
পড়ানোই কাজ যার!
পড়াইতে পড়াইতে
প্রাণটা জুড়াই
ক্ষুধার জ্বালা খাক;
নামটা কুড়াই!
মাস্টার আমি মাস্টার
ইজ্জতই ধন
আমার দাবীতে নাই
সরকারী মন।
চাহিদা কিসের তবে
ছোটদের স্যার
সচিবেরা ছিল কবে
ছোট আবার?

পেয়াজ নিয়া ঘরে বহুত গন্ডগোল। আর মিঠাঁই নিয়ে কাপঝাপ আর নাই। তেলের অভাবে কড়াইটা প্রায় পুড়ে গেছে। কি করি বলুন তো? সোনার গহনা কত দিন হল হাতাই না! ইলিশ ভাঁজার গন্ধ নাকে লাগে না বলে আমার ঠান্ডা লেগেই থাকে..

পেয়াজ নিয়া ঘরে বহুত গন্ডগোল। আর মিঠাঁই নিয়ে কাপঝাপ আর নাই। তেলের অভাবে কড়াইটা প্রায় পুড়ে গেছে। কি করি বলুন তো? সোনার গহনা কত দিন হল হাতাই না! ইলিশ ভাঁজার গন্ধ নাকে লাগে না বলে আমার ঠান্ডা লেগেই থাকে..

ভোট দিবে না জনগণ বুক ধরফর ইদানিং শুনেছি হাসিনার গায়ে এল জ্বর। কত আর নিরাপত্তা নিব চোখে নাই ঘুম মগজটা উথলায় যদি ফোটে ধাম ধুম। শান্তি? না, অশান্তি চাই ১৪তে জোট নির্বাচনের খবর নাই নৌকায় ভোট! বিরোধীরা সবাই মরুক বাহিনীরা মার! মার মার মার!!! নিরাপত্তা আমারে দে ক্ষমতা আবার!

ভোট দিবে না জনগণ
বুক ধরফর
ইদানিং শুনেছি হাসিনার
গায়ে এল জ্বর।
কত আর নিরাপত্তা নিব
চোখে নাই ঘুম
মগজটা উথলায় যদি
ফোটে ধাম ধুম।
শান্তি? না, অশান্তি চাই
১৪তে জোট
নির্বাচনের খবর নাই
নৌকায় ভোট!
বিরোধীরা সবাই মরুক
বাহিনীরা মার!
মার মার মার!!!
নিরাপত্তা আমারে দে
ক্ষমতা আবার!

হাসিনা তোর মরণ এলে কাঁদবে কে তা শুনি কি লাভ হল দেশ জুড়িয়া লীগের বীজ তো বুনি? তোর দলে কে আছে শুনি কুরআন পড়তে জানে নবীর পথে পথ চলিবে আল্লাহ রাসুল মানে? তোর বাবারও জানাজাটা নসিব হয়নি মোটে তুইও কভু জয় পাবি না গণতন্ত্রী ভোটে!

হাসিনা তোর মরণ এলে
কাঁদবে কে তা শুনি
কি লাভ হল দেশ জুড়িয়া
লীগের বীজ তো বুনি?
তোর দলে কে আছে শুনি
কুরআন পড়তে জানে
নবীর পথে পথ চলিবে
আল্লাহ রাসুল মানে?
তোর বাবারও জানাজাটা
নসিব হয়নি মোটে
তুইও কভু জয় পাবি না
গণতন্ত্রী ভোটে!

প্রধানমন্ত্রীত্ব আমারই খাক আমি তো শান্তি চাই

প্রধানমন্ত্রীত্ব আমারই খাক
আমি তো শান্তি চাই
আমি যা বলি সেটাই সত্য
কোনই ভ্রান্তি নাই!
যেভাবেই হোক ক্ষমতা আমার
ছাড়ব সহজে অত?
দেখি ভোগাভাগী কথা বলেটলে
বিরোধীরা হয়নি নত!
সোনার ছেলেদের দিয়ে
বাহিনী সাজিয়েছি
যতটাই লাগে বাধ্য বানিয়েছি
তালগাছ আমারই রবে;

-আমি বলি, হে রে জালিম
স্বৈরাচার রয়েছে কবে?

মুসলিম বলে স্বপ্নটাও মুসলিম নিয়ে দেখি মুসলিম সদা শান্তিপ্রিয় করে যাই লেখালেখি।

মুসলিম বলে স্বপ্নটাও
মুসলিম নিয়ে দেখি
মুসলিম সদা শান্তিপ্রিয়
করে যাই লেখালেখি।
মুসলিম আমি আকাশের বুকে
কালিমা উড়ে উড়ে
সদাই ভাবি বিজয় নিশান
না জানি কতটা দূরে!
মুসলিম বলে শুভকামনা
করি ভাল চাই সবে
মুসলিম নামে মুসলিম কামে
অপবাদ কেন রবে?
মুসলিম বলে আল্লাহর আইন
গড়তে মনটা জাগে
মরার সময় মরবে তুমি
মুসলিম হইয়ো আগে!

আই লাভ ফেসবুক। আর বন্ধুদের। ফেসবুকে আমি খবর দেখি দেশ কিভাবে চলছে। কি হচ্ছে! ফেসবুককে আমি আমার একটা চাহিদা মনে করি। সারাক্ষণ আমি কেন ফেসবুকে এমন অবান্তর প্রশ্ন মনে আসার সুযোগ নেই। এখন ফজরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করে মোবাইলে অনলাইন হলাম। আসসালামু আলাইকুম! কেমন আছেন?

আই লাভ ফেসবুক। আর বন্ধুদের।
ফেসবুকে আমি খবর দেখি দেশ কিভাবে চলছে। কি হচ্ছে!
ফেসবুককে আমি আমার একটা চাহিদা মনে করি।
সারাক্ষণ আমি কেন ফেসবুকে এমন অবান্তর প্রশ্ন মনে আসার সুযোগ নেই।

এখন ফজরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করে মোবাইলে অনলাইন হলাম।

আসসালামু আলাইকুম! কেমন আছেন?

মানে হইল আপনিও সুন্দর আমিও সুন্দর। যেহেতু আল্লাহ সুন্দর। আর আপনি আমি তো আল্লাহকেই ভালবাসি। এমনকি আপনার আমার সব কাজ কেবল তাঁর ভালবাসাকে কেন্দ্র করে। এটাই সত্য। আশা করি আমরা জান্নাত পাব। আমিন!

মানে হইল আপনিও সুন্দর আমিও সুন্দর। যেহেতু আল্লাহ সুন্দর। আর আপনি আমি তো আল্লাহকেই ভালবাসি। এমনকি আপনার আমার সব কাজ কেবল তাঁর ভালবাসাকে কেন্দ্র করে। এটাই সত্য। আশা করি আমরা জান্নাত পাব। আমিন!

আমি আর আপনি গাঁয়ের মানুষ। কি আর করা! শহরের মানুষের দাম অনেক বেশি। অনেক দিন ধরে চ্যাট করছি। অথচ বন্ধু লিষ্টে নাই।

আমি আর আপনি গাঁয়ের মানুষ। কি আর করা! শহরের মানুষের দাম অনেক বেশি।
অনেক দিন ধরে চ্যাট করছি। অথচ বন্ধু লিষ্টে নাই।

-ফেসবুকেই তো, আমি আপনাকে বন্ধু লিস্টে রাখতে চাই!-
-আমি আননৌন কাউকে বন্ধু করি না।

আমি বুঝলাম না, এত দিন পরে আননৌন থাকলাম কেমনে?
ঠিক আছে, আমি সারাজীবনই আননৌন থাকতে চাই। পরিচয় হওয়ার চেয়ে

(আননৌন থাকা অনেক ভাল। একেবারে অনর্থকই তার কাছে
আমার হাজার হাজার বন্ধু লিস্টে রেখেছি। আসলে সামাজিক যোগাযোগ ফেসবুক
সবার জন্য সামাজিক না। কারো কারো জন্য পারিবারিক বটে)

ইনু তো এখনও বহুত পডর পডর করতাছে। বাংলাদেশে কিন্তু ডিসেম্বরেও কালবৈশাখী ঝড় হয়! আমি বুঝি না এই ইনু কোন মুখে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে চাইবে?

ইনু তো এখনও বহুত পডর পডর করতাছে।
বাংলাদেশে কিন্তু ডিসেম্বরেও কালবৈশাখী ঝড় হয়!
আমি বুঝি না এই ইনু কোন মুখে
আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে চাইবে?

যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামায়াতে আদায় করে নিয়মিত কুরআন-হাদীস অধ্যয়ন করা হয় তাহলে তো পুরাই শিবির-জামায়াত! আসুন আমরা কুরআনের বন্ধু হই! আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। আর বলি আমার জীবন আমার মরণ সব এক আল্লাহর জন্য নিবেদিত! আমিন!

যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামায়াতে আদায় করে নিয়মিত কুরআন-হাদীস অধ্যয়ন করা হয় তাহলে তো পুরাই শিবির-জামায়াত!

আসুন আমরা কুরআনের বন্ধু হই! আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। আর বলি আমার জীবন আমার মরণ সব এক আল্লাহর জন্য নিবেদিত! আমিন!

সীকাকুন্ডে এখন র‍্যাব, পুলিশ আর বিজিবি একসাথে সকলে মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে শিবির তাদেরে শুধু ধমকি দিলে আশা করি শিবিরের সাথে আল্লাহর ফেরেস্তা বদরের মত অবিকল আছে আর শিবিরই জিতবে মুসলিম বীরের মত! আমরা তো জেহাদের ময়দানে নেই শুধু দোয়া করি হে আল্লাহ, যে যেখানে যেভাবে জেহাদ করছে সাহায্য করো তাদেরে বিজয়ী ধরি...

সীকাকুন্ডে এখন র‍্যাব, পুলিশ আর বিজিবি একসাথে সকলে মিলে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে শিবির তাদেরে শুধু ধমকি দিলে
আশা করি শিবিরের সাথে আল্লাহর ফেরেস্তা বদরের মত
অবিকল আছে আর শিবিরই জিতবে মুসলিম বীরের মত!
আমরা তো জেহাদের ময়দানে নেই শুধু দোয়া করি
হে আল্লাহ, যে যেখানে যেভাবে জেহাদ করছে সাহায্য করো তাদেরে বিজয়ী ধরি...

আপনি টিচার কেন?

আপনি টিচার কেন?
প্রশ্নটা আমি পাব এমনটা চিন্তা করিনি। তবে আমার দ্বারা অন্ততঃ আমার স্কুলের শিশুরা আমার মত আদর্শে অনেকটা বড় হবে এমনটা আমি আশা করি।

০ আমি আমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ও আস্থা রাখি। শিশুরাও তার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ও আস্থা রাখতে শিখবে। কখনো তাঁর সাথে বেয়াদবী করবে না।
০ আমি মিথ্যা বলি না; শিশুরাও আমার থেকে মিথ্যা আর মিথ্যাবাদীকে ঘৃণা করতে শিখবে।
০ আমি কাউকে ইচ্ছা করে কষ্ট দেই না; শিশুরাই আমার থেকে কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকতে এবং যারা ভালবাসা দেয় তাদেরকে ভালবাসতে শিখবে।
০ আমি মানুষকে ধার দিতে চেষ্টা করি যাতে তার বিপদের সময় উপকারে আসে। শিশুরাই আমার থেকে অভাবগ্রস্থকে উপকার করতে শিখবে।
০ আমি আমার সারা দিন-রাত একটা নিমমানুবর্তীতার উপর চালিত করি। শিশুরাও আমার থেকে নিজেদেরকে নিয়মের মধ্যে চালিত করতে শিখবে।
০ ........ইত্যাদি।

 আমি অন্য চাকরীর চেয়ে একজন শিক্ষক হিসেবে আমি নিজে গর্ববোধ করি। তবে প্রাইমারী/হাইস্কুল/কলেজ যেটাই হোক। ট্রাই করব হাই স্কুলের জন্য। আমি ছোট বলে কলেজে যাওয়ার নিয়ত নাই। আমার চাকরী আমার ইচ্ছা আমার মন এখানেই..

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

হরতালেও ইস্কুল আমরা বন্ধ করি না আমরা নাকি ঐ হরতালের আওতায় পড়ি না! গ্রাম/শহুরে শিক্ষকেরা কিভাবে এক হয় গায়ের শিক্ষক আছি তাইতো বেতনও কম হয়। হরতাল দূরে থাক বন্ধেও যাই নৈমিত্তিক ছুটিও না ঠিকঠাক পাই! আজকেও রেডি আছি ইস্কুলে যাব হৃদয় প্রাণটা ভরে শিশুরে পড়াব!

হরতালেও ইস্কুল আমরা বন্ধ করি না
আমরা নাকি ঐ হরতালের আওতায় পড়ি না!
গ্রাম/শহুরে শিক্ষকেরা কিভাবে এক হয়
গায়ের শিক্ষক আছি তাইতো বেতনও কম হয়।
হরতাল দূরে থাক বন্ধেও যাই
নৈমিত্তিক ছুটিও না ঠিকঠাক পাই!
আজকেও রেডি আছি ইস্কুলে যাব
হৃদয় প্রাণটা ভরে শিশুরে পড়াব!

আমার দেশের জনগণরে খুন করল কে? ঐ খুনিরে এখনই ধরে ভারত পাঠায় দে...

আমার দেশের জনগণরে খুন করল কে?
ঐ খুনিরে এখনই ধরে
ভারত পাঠায় দে...

আমার বোনের বোরকা কাড়ল কে?
ঐ লম্পট আওয়ামীলীগার
কুত্তা পিটানী দে...

রাস্তা ঠিক না কইরা চুরি করল কে?
কালা বিলাই হলুদ কুত্তা
গণধোলাই দে...

প্রশাসনরে নিজের জন্য ব্যবহার করছে কে?
তাদের একটা একটা ধরে
পাড়ামাটি দে...

একটু দাঁড়ান! দোকানের সামনে দিয়া জামায়াতের মিছিল যাচ্ছে... আমি নারায়ে তাকবীরের সাথে কয়েকবার আল্লাহু আকবার বলে আল্লাহর নামের বড়ত্ব প্রকাশ করে আসি! হুংকার দিয়ে আসি জালিমদেরে...

একটু দাঁড়ান!
দোকানের সামনে দিয়া জামায়াতের মিছিল যাচ্ছে...
আমি নারায়ে তাকবীরের সাথে কয়েকবার আল্লাহু আকবার বলে
আল্লাহর নামের বড়ত্ব প্রকাশ করে আসি! হুংকার দিয়ে আসি জালিমদেরে...

ফেসবুকিং বড় না; বড় আমার আল্লাহ!
আল্লাহর জন্য আমি একটু মিছিল দিব কেন? আমি তো তাঁর জন্য, তাঁর খুশির জন্য
নিজের প্রাণটাও দিতে প্রস্তুত আছি। আল্লাহ যেন কবুল করে নেন। আমিন!

হরতালেও ইস্কুল আমরা বন্ধ করি না আমরা নাকি ঐ হরতালের আওতায় পড়ি না! গ্রাম/শহুরে শিক্ষকেরা কিভাবে এক হয় গায়ের শিক্ষক আছি তাইতো বেতনও কম হয়। হরতাল দূরে থাক বন্ধেও যাই নৈমিত্তিক ছুটিও না ঠিকঠাক পাই! আজকেও রেডি আছি ইস্কুলে যাব হৃদয় প্রাণটা ভরে শিশুরে পড়াব!

হরতালেও ইস্কুল আমরা বন্ধ করি না
আমরা নাকি ঐ হরতালের আওতায় পড়ি না!
গ্রাম/শহুরে শিক্ষকেরা কিভাবে এক হয়
গায়ের শিক্ষক আছি তাইতো বেতনও কম হয়।
হরতাল দূরে থাক বন্ধেও যাই
নৈমিত্তিক ছুটিও না ঠিকঠাক পাই!
আজকেও রেডি আছি ইস্কুলে যাব
হৃদয় প্রাণটা ভরে শিশুরে পড়াব!

ভাল লাগলে তো আগেই বলতাম! বউ ছাড়া খালি ঘরে বসে থাকার চেয়ে সৈরাচারী সরকারে পতনের জন্য রাজ পথে এসে হরতাল পালন করা বড়ই উপকারী কাজ! বেচেলর ভাইয়েরা কেউ ঘরে বসে থাকবেন না! আল্লাহ হয়তো অচিরেই আপনার বিয়ের ব্যবস্থা করবেন। দুনিয়াতে বউয়ের দেখা না পেলেও জান্নাতে ঠিক ই দেখা হয়ে যাবে.. আমিন!

ভাল লাগলে তো আগেই বলতাম!
বউ ছাড়া খালি ঘরে বসে থাকার চেয়ে
সৈরাচারী সরকারে পতনের জন্য
রাজ পথে এসে হরতাল পালন করা
বড়ই উপকারী কাজ!

বেচেলর ভাইয়েরা কেউ ঘরে বসে থাকবেন না!
আল্লাহ হয়তো অচিরেই আপনার বিয়ের ব্যবস্থা করবেন।
দুনিয়াতে বউয়ের দেখা না পেলেও
জান্নাতে ঠিক ই দেখা হয়ে যাবে.. আমিন!

-বেঁচে থাকলে কুত্তালীগার জাতির জনক বঙ্গবন্ধু সাংবাদিকতা করতেন -ক্রীকেটে ছক্কা হাঁকায়া ২৩৩ রান করতেন আর গীনিচ বুকে নিজের নামটা নিজের হাতেই লেখতেন -পদ্মাসেতু উদ্বোধন কইরা আসমানে স্থাপন করতেন -রাস্তাঘাট সোনা দিয়া বান্ধায়া দিতেন -সমস্ত খ্রিষ্টান আর হিন্দুদের বিয়া করে উপকার সাধিত করতেন -আর এতটা দিন যদি বেঁচেই থাকতে পারতেন, তবে এখন নিজের হাতে সব আলেমদেরে মেরে শেষ করা চেষ্টা করতেন বৈকি...!

-বেঁচে থাকলে কুত্তালীগার জাতির জনক বঙ্গবন্ধু সাংবাদিকতা করতেন
-ক্রীকেটে ছক্কা হাঁকায়া ২৩৩ রান করতেন আর গীনিচ বুকে নিজের নামটা নিজের হাতেই লেখতেন
-পদ্মাসেতু উদ্বোধন কইরা আসমানে স্থাপন করতেন
-রাস্তাঘাট সোনা দিয়া বান্ধায়া দিতেন
-সমস্ত খ্রিষ্টান আর হিন্দুদের বিয়া করে উপকার সাধিত করতেন
-আর এতটা দিন যদি বেঁচেই থাকতে পারতেন, তবে এখন নিজের হাতে সব আলেমদেরে মেরে শেষ করা চেষ্টা করতেন বৈকি...!

আমি যখন ছাত্র ছিলাম ছাত্রশিবির করি তখনও আমি নামাজ পড়ি কুরআন হাদিস পড়ি! আজও আমি আমার মত আহবান সবে করি তোমরাও এসো আল্লাহর পথে আল্লাহর পথেই মরি..

আমি যখন ছাত্র ছিলাম
ছাত্রশিবির করি
তখনও আমি নামাজ পড়ি
কুরআন হাদিস পড়ি!
আজও আমি আমার মত
আহবান সবে করি
তোমরাও এসো আল্লাহর পথে
আল্লাহর পথেই মরি..

জানার জন্য এক পা বাড়াই হরতাল চলছে বেশ! বাইকটা রেখে বেরিয়েছি চাই হরতাল পরিশেষ! হরতাল আমার হরতাল তোমার সবার বাংলাদেশ এ দেশ নিয়ে ছিনিমিনি খেলায় দিও না করতে শেষ!

জানার জন্য এক পা বাড়াই
হরতাল চলছে বেশ!
বাইকটা রেখে বেরিয়েছি চাই
হরতাল পরিশেষ!
হরতাল আমার হরতাল তোমার
সবার বাংলাদেশ
এ দেশ নিয়ে ছিনিমিনি খেলায়
দিও না করতে শেষ!

সরকার আমায় যে নিরাপত্তা দিল; মন চায় একটু চুমাই!

আমি তো মেলা সুখে আছি
দিন রাত শুধু ঘুমাই
সরকার আমায় যে নিরাপত্তা দিল;
মন চায় একটু চুমাই!
রাস্তা ঘাট আর গ্রাম শহরে
খুনি লম্পট কেউ নাই
ভাল মানুষগুলো সব জেলে ভরা
ভাইয়ের ভালবাসা পেতে কই যাই?
বোনের ইজ্জত দূরেই থাকুক
আমার কথা বলি আমি
শরীরটা যায় যাক যেভাবেই
দাড়ি টুপিটাও কি কম দামী?
কতটুকু সুখ দিয়েছে আসলে
মুসলিম নামী এ সরকার
আবার আবার বিরক্তিকর সুখ
কতটুকু আর দরকার???

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

জামায়াত মানে ইসলামের পক্ষের সৈন্য। জামায়াত বাদ দিয়ে হাসিনা কেন কোন ফেরাউনও কোনদিন পৃথিবীতে টিকতে পারে না। আমি আশা করি খুব শীঘ্রই আল্লাহ এই আওয়ামী জালিমকে সমূলে নিস্তেজ করে দিবেন। আমিন!

জামায়াত মানে ইসলামের পক্ষের সৈন্য।
জামায়াত বাদ দিয়ে হাসিনা কেন কোন
ফেরাউনও কোনদিন পৃথিবীতে টিকতে
পারে না।

আমি আশা করি খুব শীঘ্রই আল্লাহ এই
আওয়ামী জালিমকে সমূলে নিস্তেজ করে
দিবেন। আমিন!

যে আওয়ামীলীগ সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে দিতে পারল, আপনারা মনে করেন তাদের এই আচরণে আল্লাহ আওয়ামীলীগের উপর খুশি হয়ে তাদেরকে আবার এই বাংলার ক্ষমতায় আনবেন? -এই আওয়ামীলীগ বাংলার ষোল কোটি মানুষের দ্বারা অভিশপ্ত। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তারা সত্য মিথ্যা বুঝে না। আর কোন দিন আওয়ামীলীগ সত্যের দিকে ফিরেও আসবে না। সুতরাং আপনিও এই জালিম আওয়ামীলীগকে জাহান্নামের আস্তাকুরে নিক্ষেপ করতে করতে শাহাদাতের অমীয় সুধা পানের ইচ্ছা পোষণ করুন। আল্লাহ চাহে তো, আমরা সবাই বাংলাকে ইসলামের শত্রুমুক্ত করতে পারব। আর জান্নাতে একত্রে মিলিত হয়ে আল্লাহর দিদার লাভ করতে পারব। আমিন!

যে আওয়ামীলীগ সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে দিতে পারল, আপনারা মনে করেন তাদের এই আচরণে আল্লাহ আওয়ামীলীগের উপর খুশি হয়ে তাদেরকে আবার এই বাংলার ক্ষমতায় আনবেন?

-এই আওয়ামীলীগ বাংলার ষোল কোটি মানুষের দ্বারা অভিশপ্ত। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তারা সত্য মিথ্যা বুঝে না। আর কোন দিন আওয়ামীলীগ সত্যের দিকে ফিরেও আসবে না। সুতরাং আপনিও এই জালিম আওয়ামীলীগকে জাহান্নামের আস্তাকুরে নিক্ষেপ করতে করতে শাহাদাতের অমীয় সুধা পানের ইচ্ছা পোষণ করুন। আল্লাহ চাহে তো, আমরা সবাই বাংলাকে ইসলামের শত্রুমুক্ত করতে পারব। আর জান্নাতে একত্রে মিলিত হয়ে আল্লাহর দিদার লাভ করতে পারব। আমিন!

ভালবাসি কারে? -এই আওয়ামী বাকশালীরা জুলুম করছে যারে!

ভালবাসি কারে?
-এই আওয়ামী বাকশালীরা
জুলুম করছে যারে!
বন্ধু ভাবি কারে?
-আল্লাহ ও আল্লাহর রাসূল
বন্ধু বলে যারে!
শত্রু জানি কারে?
-মিথ্যা মরে নৌকা ডুবে
ফলবে হাড়ে হাড়ে!

তোমারে ২০% মহার্ঘ ভাতা দিয়েছি না?? দিয়েছি; আর কিন্তু রাজপথে আসা যাবে না! আসলে কিন্তু তোমারে আর ভালবাসব না। তখন কিন্তু আমার পুলিশ বাহিনী তোমারে দেখে আংগুল চুষবে না। মনে রেখো পোলাপানের স্যার এই কথাটা...!

এই তো আর কয়টা দিন!
তোমার ইজ্জত বাড়াব!
না খেয়ে কম খেয়ে আর
থাকতেই না হবে গ!

-কি করবেন শুনি?

১. তোমারে পে স্কেল দিব
২. তোমার জন্য আলাদা পে কমিশন করব
৩. স্কুলের সময় কমিয়ে আনব
৪. স্কুলে টিফিনের সময় তোমারে ফিডার খাওয়াব
৫. তোমাকে স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম দিয়ে রাঙাব
৬. শিশুদের দিয়ে তোমারে সালাম দেওয়ার ব্যবস্থা করব
৭. তোমারে ২০% মহার্ঘ ভাতা দিয়েছি না?? দিয়েছি; আর কিন্তু রাজপথে আসা যাবে না! আসলে কিন্তু তোমারে আর ভালবাসব না। তখন কিন্তু আমার পুলিশ বাহিনী তোমারে দেখে আংগুল চুষবে না। মনে রেখো পোলাপানের স্যার এই কথাটা...!

অনেক বছর ধরে যারা বাকশালের বাবারে, আর বাকশালের মাইয়ারে ভাল বাসতে বাসতে ক্লান্ত তারা আজ থেকে আমার একটা কথায় একটু ট্রাই করে দেখতে পারেন; -প্রতিদিন একটা করে আয়াত সরাসরি কুরআন থেকে তিলাওয়াত করবেন এবং আয়াতটির ঠিক অর্থসহ ব্যাখ্যাটাও বুঝে পড়বেন একান্তই জীবন সুন্দর করে সাজানোর জন্য। -আজ থেকে আর কাউকে বিরোধী ভাববেন না। কাউকে ছোট মনে করবেন না। কারো সাথে রেষারেষীও করবেন না। -ছোট বড় সবাইকে সম্মান করতে শুরু করবে। শরীরে যত রাগ আর হিংসা হোক, কোন অবস্থায়ই আলেমকে তো দূরে থাক কোন শিক্ষিত মানুষকেও অসম্মান করবে না। কোন ভাবেই তাদের সাথে বেয়াদবী করা যাবে না। -তোমার শরীরে আজ থেকে শালীন পোষাক পড়বে। এবং কোন বখাটের ধারে কাছেও ঘেঁষবে না... দেখবে তুমিও। আর তোমার সব কিছুতেই তুমি পবিত্রতা টের পাবে। আল্লাহ হয় তো তোমাকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন...

অনেক বছর ধরে যারা বাকশালের বাবারে, আর বাকশালের মাইয়ারে ভাল বাসতে বাসতে ক্লান্ত তারা আজ থেকে আমার একটা কথায় একটু ট্রাই করে দেখতে পারেন;
-প্রতিদিন একটা করে আয়াত সরাসরি কুরআন থেকে তিলাওয়াত করবেন এবং আয়াতটির ঠিক অর্থসহ ব্যাখ্যাটাও বুঝে পড়বেন একান্তই জীবন সুন্দর করে সাজানোর জন্য।
-আজ থেকে আর কাউকে বিরোধী ভাববেন না। কাউকে ছোট মনে করবেন না। কারো সাথে রেষারেষীও করবেন না।
-ছোট বড় সবাইকে সম্মান করতে শুরু করবে। শরীরে যত রাগ আর হিংসা হোক, কোন অবস্থায়ই আলেমকে তো দূরে থাক কোন শিক্ষিত মানুষকেও অসম্মান করবে না। কোন ভাবেই তাদের সাথে বেয়াদবী করা যাবে না।
-তোমার শরীরে আজ থেকে শালীন পোষাক পড়বে। এবং কোন বখাটের ধারে কাছেও ঘেঁষবে না...

দেখবে তুমিও। আর তোমার সব কিছুতেই তুমি পবিত্রতা টের পাবে। আল্লাহ হয় তো তোমাকে তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন...