শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩

কুরআন মানলে জামাত-শিবির আর না মানলে আওয়ামীলীগ! এই জনগণ পুরাই জানে কে কারে মানছে ঠিক! নারায়ে তাকবীর আল্লাহু আকবার সব মিছিলে থাকে না জয় বাংলা মুখে যত আল্লাহ বলুক আসলে হৃদয়ে আল্লাহ থাকে না!

কুরআন মানলে জামাত-শিবির
আর না মানলে আওয়ামীলীগ!
এই জনগণ পুরাই জানে
কে কারে মানছে ঠিক!
নারায়ে তাকবীর আল্লাহু আকবার
সব মিছিলে থাকে না
জয় বাংলা মুখে যত আল্লাহ বলুক
আসলে হৃদয়ে আল্লাহ থাকে না!

এসো করি ছাত্রশিবির মুখে বলি নারায়ে তাকবীর!

এসো করি ইসলামী ছাত্রশিবির
আর মুখে বলি নারায়ে তাকবীর!

ব্রেকিং নিউজ! এই সরকারকে আর বিশ্বাস করা যাচ্ছে না। যতই হোক এই চরিত্রহীন সরকার দিয়ে আর বাংলাদেশের উন্নয়ন সম্ভব না! আর কিছুতেই আর মানা যায় না, মানতে পারি না!!!

ব্রেকিং নিউজ!
এই সরকারকে আর বিশ্বাস করা যাচ্ছে না।
যতই হোক এই চরিত্রহীন সরকার দিয়ে আর বাংলাদেশের উন্নয়ন সম্ভব না!
আর কিছুতেই আর মানা যায় না, মানতে পারি না!!!

যাঁরা দাবী দাওয়া নিয়া রাজপথে মিছিল করছে তাঁদের বুকে যে কুলাঙ্গারগুলো গুলি করে নিরপরাধ নিরস্ত্র মানুষগুলোর জীবন প্রদ্বীপ নিভিয়ে দিয়ে পরপারে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ, তুমি কি তাদেরকে খুব বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে??? আসলে তাঁরা মরেনি; তাঁরা আল্লাহর কাছে চলে গেছে। খুব কাছে। আল্লাহ তুমি যেন আমাকেও তাঁদের দলে সামিল করে নিও!

যাঁরা দাবী দাওয়া নিয়া রাজপথে মিছিল করছে তাঁদের বুকে যে কুলাঙ্গারগুলো গুলি করে নিরপরাধ নিরস্ত্র মানুষগুলোর জীবন প্রদ্বীপ নিভিয়ে দিয়ে পরপারে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ, তুমি কি তাদেরকে খুব বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে???

আসলে তাঁরা মরেনি; তাঁরা আল্লাহর কাছে চলে গেছে। খুব কাছে। আল্লাহ তুমি যেন আমাকেও তাঁদের দলে সামিল করে নিও!

আওয়ামীলীগ পছন্দ করা মানে হচ্ছে স্বইচ্ছায় স্বজ্ঞানে সুস্থমস্তিস্কে নিজে আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করে সরাসরি ইসলামের বিরোদ্ধে অবস্থান নেওয়া। ¥ সত্য হলে ডান পাশে 'স' লিখুন € মিথ্যা হলে ডান পাশে 'মি' লিখুন

আওয়ামীলীগ পছন্দ করা মানে হচ্ছে স্বইচ্ছায় স্বজ্ঞানে সুস্থমস্তিস্কে নিজে আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করে সরাসরি ইসলামের বিরোদ্ধে অবস্থান নেওয়া।
¥ সত্য হলে ডান পাশে 'স' লিখুন
€ মিথ্যা হলে ডান পাশে 'মি' লিখুন

তারা তো র্যাব আর্মি বিজিবি পুলিশসহ বিফল। বিজয় হবে জনগণ তোমাদের! আন্দোলনে মনোবল হারিয়ো না! আল্লাহ মাজলুমের ফরিয়াদ কবুল করেন! নিঃসন্দেহে তোমরা সাহসী সৈনিক; ¥ কথায় কথায় ওরা গুলি করে মারছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো! ¥ কথায় কথায় ওরা মিথ্যা কথা বলছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো! ¥ কথায় কথায় দেশকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো!

তারা তো র্যাব আর্মি বিজিবি পুলিশসহ বিফল। বিজয় হবে জনগণ তোমাদের! আন্দোলনে মনোবল হারিয়ো না! আল্লাহ মাজলুমের ফরিয়াদ কবুল করেন!

নিঃসন্দেহে তোমরা সাহসী সৈনিক;
¥ কথায় কথায় ওরা গুলি করে মারছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো!
¥ কথায় কথায় ওরা মিথ্যা কথা বলছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো!
¥ কথায় কথায় দেশকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তোমরা প্রতিবাদ করেই যাচ্ছো!

এবার চিন্তা করেন! পুলিশি প্রহরায় গাড়ি চলে অথচ যাত্রী নাই! তাও ভাংচুর হয়ে যায়! এবার যামু কই?

এবার চিন্তা করেন!
পুলিশি প্রহরায় গাড়ি চলে
অথচ যাত্রী নাই!
তাও ভাংচুর হয়ে যায়!
এবার যামু কই?

রাতের আঁধার ঘোচে চাঁদের আলোয় জামাত শিবির জ্বলে আওয়ামী কালোয়!

রাতের আঁধার ঘোচে চাঁদের আলোয়
জামাত শিবির জ্বলে আওয়ামী কালোয়!

পুরা দেশকে শান্ত করে দিতে এক জামাত-শিবিরই যথেষ্ট! বিশ্বাস না হলে, হাসিনা তুই বাহিনী ছেড়ে রাজপথে এসে দেখ!

পুরা দেশকে শান্ত করে দিতে এক জামাত-শিবিরই যথেষ্ট!
বিশ্বাস না হলে, হাসিনা তুই বাহিনী ছেড়ে রাজপথে এসে দেখ!

এটা কোন Election নয়, এটি একটি নির্লজ্জ Selection

এটা কোন Election নয়, এটি একটি নির্লজ্জ Selection

সকাল বেলা আল্লাহ নামে গান গেয়ে যাই মধুর তানে ঐ কুরআনের আহবানে ছুটে চলছে আমার মন এসো তুমি আমি আমরা মিলে চাই প্রভুর খুঁশি মন!

সকাল বেলা আল্লাহ নামে
গান গেয়ে যাই মধুর তানে
ঐ কুরআনের আহবানে
ছুটে চলছে আমার মন
এসো তুমি আমি আমরা মিলে
চাই প্রভুর খুঁশি মন!

তফাত্‍টা তো ওখানেই বুঝি, যখন হাসিনা শিবির-জামাত ঠেকানোর জন্য লগি-বৈঠা নিয়ে ঢাকা আসার আহবান করে; বেগম খালেদা জিয়া মাজলুম জামাত-শিবিরের সাথে পরামর্শ করে আওয়ামী খুনিদের ঠেকাতে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা আসার আহবান করেছে! ব্যাপারটা বুঝতে পারলেন? এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কার পক্ষ নিবেন!

তফাত্‍টা তো ওখানেই বুঝি, যখন হাসিনা শিবির-জামাত ঠেকানোর জন্য লগি-বৈঠা নিয়ে ঢাকা আসার আহবান করে; বেগম খালেদা জিয়া মাজলুম জামাত-শিবিরের সাথে পরামর্শ করে আওয়ামী খুনিদের ঠেকাতে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা আসার আহবান করেছে!

ব্যাপারটা বুঝতে পারলেন? এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কার পক্ষ নিবেন!

হাসিনার আমলে যত লোকের চাকরি বিশেষ ভাবে হয়েছে, আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত এবং জেলে ভরে রাখতাম! সবাই দোয়া করতে থাকেন, যেন আমি তাড়াতাড়ি প্রধানমন্ত্রী হয়ে যাই!

হাসিনার আমলে যত লোকের চাকরি বিশেষ ভাবে হয়েছে, আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত এবং জেলে ভরে রাখতাম! সবাই দোয়া করতে থাকেন, যেন আমি তাড়াতাড়ি প্রধানমন্ত্রী হয়ে যাই!

এটা কেমনে সম্ভব যে, বিরোধী দলের নেতাদের মামলা দিয়ে জেলে ভরে গণতন্ত্রী আন্দোলন থেকে ফিরাতে পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুলিশ মারা? উহ! শুনেই গায়ের লোম দাঁড়িয়ে যায়! আওয়ামী জানোয়ারদের দ্বারা আসলেই সব সম্ভব। এক কুত্তা মন্ত্রী তো বলেই ফেলেছে, হাসিনা যাহা চান তাহাই হয়। ধিক্কার তোদের মত বেজন্মাদের। ধ্বংশ তোদের জন্য। আমার প্রতিবাদের ভাষা নাই! তাই সংক্ষেপে বলি, আবার আসুক ১৫ আগষ্ট! বারবার আসুক! আমিন!

এটা কেমনে সম্ভব যে, বিরোধী দলের নেতাদের মামলা দিয়ে জেলে ভরে গণতন্ত্রী আন্দোলন থেকে ফিরাতে পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুলিশ মারা?

উহ! শুনেই গায়ের লোম দাঁড়িয়ে যায়! আওয়ামী জানোয়ারদের দ্বারা আসলেই সব সম্ভব। এক কুত্তা মন্ত্রী তো বলেই ফেলেছে, হাসিনা যাহা চান তাহাই হয়। ধিক্কার তোদের মত বেজন্মাদের। ধ্বংশ তোদের জন্য। আমার প্রতিবাদের ভাষা নাই! তাই সংক্ষেপে বলি, আবার আসুক ১৫ আগষ্ট! বারবার আসুক! আমিন!

১৮ দলীয় জোটের সকল নেতা কর্মী যদি একসাথে জাগ্রত হন রাজপথে নামেন তবে শেখ হাসিনা পালানোর পথ পাবে না।

১৮ দলীয় জোটের সকল নেতা কর্মী যদি একসাথে জাগ্রত হন
রাজপথে নামেন তবে শেখ হাসিনা পালানোর পথ পাবে না।

ছাত্রশিবির আর জামায়াতে ইসলামী কুরআনের আইনে চলার চেষ্টা করে। তারা বৈধ অবরোধ করে বৈধ হরতাল করে যা সংবিধান মোতাবেক অবৈধ সরকারকে উত্‍খাতের জন্য। কিন্তু তারা মানুষ পিটিয়ে বা আগুন লাগিয়ে পুরিয়ে মারতে পারে না। এ শিক্ষা তাঁরা কুরআন থেকে পায়নি। যত জন মানুষ এই পর্যন্ত মারা হয়েছে, খুঁজে বের করলে দেখা যাবে প্রতিটি খুনই কোন অমানুষ করেছে; জামাত শিবিরে কেউ তা করেনি! জামাত শিবির কেয়ামত পর্যন্ত বেঁচে থাক আল্লাহর কাছে এই দোয়া করি। আমিন!

ছাত্রশিবির আর জামায়াতে ইসলামী কুরআনের আইনে চলার চেষ্টা করে। তারা বৈধ অবরোধ করে বৈধ হরতাল করে যা সংবিধান মোতাবেক অবৈধ সরকারকে উত্‍খাতের জন্য। কিন্তু তারা মানুষ পিটিয়ে বা আগুন লাগিয়ে পুরিয়ে মারতে পারে না। এ শিক্ষা তাঁরা কুরআন থেকে পায়নি। যত জন মানুষ এই পর্যন্ত মারা হয়েছে, খুঁজে বের করলে দেখা যাবে প্রতিটি খুনই কোন অমানুষ করেছে; জামাত শিবিরে কেউ তা করেনি! জামাত শিবির কেয়ামত পর্যন্ত বেঁচে থাক আল্লাহর কাছে এই দোয়া করি। আমিন!

আমি যার তার স্ট্যাটাসে লাইক করি না কেন জানেন? যে স্টেটাস আমার আল্লাহর সন্তোষ্টি থাকে না, আমি সেই লেখা এরিয়ে যাই! আল্লাহ যেন আমার লাইক কবুল করেন! আমিন। একটা লাইকও যদি কবুল হয়ে যায়, আমার জীবন স্বার্থক!

আমি যার তার স্ট্যাটাসে লাইক করি না কেন জানেন?
যে স্টেটাস আমার আল্লাহর সন্তোষ্টি থাকে না, আমি সেই লেখা এরিয়ে যাই! আল্লাহ যেন আমার লাইক কবুল করেন! আমিন। একটা লাইকও যদি কবুল হয়ে যায়, আমার জীবন স্বার্থক!

-আমি অসুস্থ। অনেক রাত। সবাই ঘুমিয়ে গেছে। আমার মা ঘুমায় নি। দেখি আমার পাশে বসা। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত পা টিপে দিচ্ছে। -আমি বাজার থেকে ফিরি খুব দেরি করে। মা ডাক দিতেই সাথে সাথে ঘরের দরজা খুলে দেন। আমাকে ভাত দেন। বড় মাছটা দেন। আমি খাই। তারপর মা খান। আমি ঘুমাই। তারপর মা ঘুমান। ¤ আমার সেই মা কই? আমার চোখে তো পানি। আজ আমার মা কই?

-আমি অসুস্থ। অনেক রাত। সবাই ঘুমিয়ে গেছে। আমার মা ঘুমায় নি। দেখি আমার পাশে বসা। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত পা টিপে দিচ্ছে।

-আমি বাজার থেকে ফিরি খুব দেরি করে। মা ডাক দিতেই সাথে সাথে ঘরের দরজা খুলে দেন। আমাকে ভাত দেন। বড় মাছটা দেন। আমি খাই। তারপর মা খান। আমি ঘুমাই। তারপর মা ঘুমান।

¤ আমার সেই মা কই? আমার চোখে তো পানি। আজ আমার মা কই?

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার মুসলিমত্ব চাই না। বাংলার মুসলিমদের শরীর থেকে রক্ত ঝরানো বন্ধ করা হোক! আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার আল্লাহ প্রেম চাই না। বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করা হোক! আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার কাপড় পড়া চাই না। বাংলার মুসলিম নারীদের পর্দা নিয়া কটাক্ষ বন্ধ করা হোক! আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার প্রধানমন্ত্রীত্ব চাই না। বাংলার জনগণের শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দেয়া হোক!

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার মুসলিমত্ব চাই না। বাংলার মুসলিমদের শরীর থেকে রক্ত ঝরানো বন্ধ করা হোক!

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার আল্লাহ প্রেম চাই না। বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করা হোক!

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার কাপড় পড়া চাই না। বাংলার মুসলিম নারীদের পর্দা নিয়া কটাক্ষ বন্ধ করা হোক!

আমি প্রধানমন্ত্রী দাবীদার হাসিনার প্রধানমন্ত্রীত্ব চাই না। বাংলার জনগণের শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দেয়া হোক!

ডরাইছে ইসি লাগাইছে সিসি নির্রবাচন রাখ রে দিও না অস্ত্র গায়ে দাও বস্ত্র আমায় বাঁচাও রে!

ডরাইছে ইসি
লাগাইছে সিসি
নির্রবাচন রাখ রে
দিও না অস্ত্র
গায়ে দাও বস্ত্র
আমায় বাঁচাও রে!

হায়, একটা বার যদি ইসলাম কায়েম হত! মনটা খুঁশিতে ভরে থাকত! হে আল্লাহ, তোমার দ্বীনের বিজয় দেখতে চাই!

হায়, একটা বার যদি ইসলাম কায়েম হত!
মনটা খুঁশিতে ভরে থাকত!
হে আল্লাহ, তোমার দ্বীনের বিজয় দেখতে চাই!

বিএসএফ পুলিশলীগ আর আওয়ামীলীগের মাঝে কোনই পার্থক্য নাই। আওয়ামীলীগ, পুলিশলীগও বাংলার মানুষ মারে আর বিএসএফও বাংলার মানুষই মারে! তাহলে কেমনে বুঝি তাদের কেউ আমাদেরে ভালবাসে???

বিএসএফ পুলিশলীগ আর আওয়ামীলীগের মাঝে কোনই পার্থক্য নাই।
আওয়ামীলীগ, পুলিশলীগও বাংলার মানুষ মারে আর বিএসএফও বাংলার মানুষই মারে!
তাহলে কেমনে বুঝি তাদের কেউ আমাদেরে ভালবাসে???

অনেকে বলছে, বোবাদের নাকি শত্রু নাই। তাই তাবলীগের বেশে মার্চ ফর ডেমোক্র্যাসীতে ঢাকায় আসার পরমর্শ দিচ্ছেন। তাতে তাদেরে দেখে নাকি লিগাররা সালাম দিবে! কিন্তু আমি তো জানি অন্যভাবে, তা হল আওয়ামীলীগের কোন বন্ধু নাই। তারা বোবাদেরও ছাড় দেয় না। যা পায় লুটে পুটে নেয়... আর ১৫ আগষ্টে সব হারিয়ে পরপারে বিশ্রাম নেয়। এত ক্ষণ শুধু খাই খাই করে যায়। কোনই নিস্তার নাই। হায় আফসোস আওয়ামীলীগ!!!

অনেকে বলছে, বোবাদের নাকি শত্রু নাই। তাই তাবলীগের বেশে মার্চ ফর ডেমোক্র্যাসীতে ঢাকায় আসার পরমর্শ দিচ্ছেন। তাতে তাদেরে দেখে নাকি লিগাররা সালাম দিবে!

কিন্তু আমি তো জানি অন্যভাবে, তা হল আওয়ামীলীগের কোন বন্ধু নাই। তারা বোবাদেরও ছাড় দেয় না। যা পায় লুটে পুটে নেয়... আর ১৫ আগষ্টে সব হারিয়ে পরপারে বিশ্রাম নেয়। এত ক্ষণ শুধু খাই খাই করে যায়। কোনই নিস্তার নাই। হায় আফসোস আওয়ামীলীগ!!!

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

চোখ ছলছল কেন হবে? বুঝতেই পারি না কাদের মোল্লাহর ফাঁসিই হোক পরোয়ানা জারি না। এক মোল্লা মরলে মরুক কি আর অনুতাপ নিষ্পাপ মেরে কি দরকারে করতেই যাব পাপ? কেন তাঁকে হাত বাড়িয়ে কিল ঘুঁষি খোঁচা মারি কাদের মোল্লা অপরাধী না অপরাধ টুপি দাড়ি! ফাঁসি হবে? ফাঁসি হবে??? ছেদ করে উঠে বুক কেন জানিরে কেঁদেই উঠছি নয় তা মোর উতসুক!

চোখ ছলছল কেন হবে?
বুঝতেই পারি না
কাদের মোল্লাহর ফাঁসিই হোক
পরোয়ানা জারি না।
এক মোল্লা মরলে মরুক
কি আর অনুতাপ
নিষ্পাপ মেরে কি দরকারে
করতেই যাব পাপ?
কেন তাঁকে হাত বাড়িয়ে
কিল ঘুঁষি খোঁচা মারি
কাদের মোল্লা অপরাধী না
অপরাধ টুপি দাড়ি!
ফাঁসি হবে? ফাঁসি হবে???
ছেদ করে উঠে বুক
কেন জানিরে কেঁদেই উঠছি
নয় তা মোর উতসুক!

কলমি শাক আর তোলা হল না! -গোসল করতে ঘর থেকে টিউবওয়েলের দিকে যাচ্ছি। ছোট বোনটা ধরল পুকুর পাড় থেকে কয়টা কলমি শাক নিয়ে আসতে। একটা করে শাক তুলছি। ৭-৮টা কলমি ডোগা আমার বাম হাতে জমা করছি। হঠাত্‍ ধুরুত ধুরুত আওয়াজ করে একটা কারফু মাছ দেখছি পুকুর পাড়ে একেবারে সাইটে হালকা পানিতে কলমি গাছের নিচে এসে বসল। আমি দৌড়ে গিয়ে ডান হাতে ধরতে লাগলাম। দেখলাম মেলা বড়। মাছটা ইচ্ছা করলে চলে যেতে পারত। আমার বুদ্ধিতে কুলায়নি, বাম হাতের কলমিগুলো রেখে দুই হাতে জোরে মাছটা ধরি। যাক, তা আর প্রয়োজন পড়েনি। মাছটা পাড়ে তোলার পর বেশ নাড়াচাড়া করল। কিন্তু ততক্ষণে সে আমার ডান হাতের কব্জির শক্ত বন্ধনে। আর কলমি তোলা হল না। সন্তোষ্ট থাকলাম আলহামদু লিল্লাহ! বাড়ি এসে বললাম, এই নে তোর কলমি!

কলমি শাক আর তোলা হল না!
-গোসল করতে ঘর থেকে টিউবওয়েলের দিকে যাচ্ছি। ছোট বোনটা ধরল পুকুর পাড় থেকে কয়টা কলমি শাক নিয়ে আসতে। একটা করে শাক তুলছি। ৭-৮টা কলমি ডোগা আমার বাম হাতে জমা করছি। হঠাত্‍ ধুরুত ধুরুত আওয়াজ করে একটা কারফু মাছ দেখছি পুকুর পাড়ে একেবারে সাইটে হালকা পানিতে কলমি গাছের নিচে এসে বসল। আমি দৌড়ে গিয়ে ডান হাতে ধরতে লাগলাম। দেখলাম মেলা বড়। মাছটা ইচ্ছা করলে চলে যেতে পারত। আমার বুদ্ধিতে কুলায়নি, বাম হাতের কলমিগুলো রেখে দুই হাতে জোরে মাছটা ধরি। যাক, তা আর প্রয়োজন পড়েনি। মাছটা পাড়ে তোলার পর বেশ নাড়াচাড়া করল। কিন্তু ততক্ষণে সে আমার ডান হাতের কব্জির শক্ত বন্ধনে।

আর কলমি তোলা হল না। সন্তোষ্ট থাকলাম আলহামদু লিল্লাহ! বাড়ি এসে বললাম, এই নে তোর কলমি!

আমি দেখতে চাই না কাদের মোল্লার লাশ দেখতে চাই না ফাঁসির দড়ি আল্লাহ যদি শহীদই করবেন সেটাই ভাল আমরা তো যাচ্ছি লড়ি। এতটা লম্বা জীবন পেয়ে তুমি যদি আজ শহীদ হয়ে মরতে পারো বাংলাদেশ জাগবে ইসলামের তরে আল্লাহ তোমার কাছে আরো!

আমি দেখতে চাই না কাদের মোল্লার লাশ
দেখতে চাই না ফাঁসির দড়ি
আল্লাহ যদি শহীদই করবেন সেটাই ভাল
আমরা তো যাচ্ছি লড়ি।
এতটা লম্বা জীবন পেয়ে তুমি যদি আজ
শহীদ হয়ে মরতে পারো
বাংলাদেশ জাগবে ইসলামের তরে
আল্লাহ তোমার কাছে আরো!

আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখছি। বিশ্বাস করছি কিছুতেই একজন নিরপরাধ গণতন্ত্রী বাংলাদেশের ষোল কোটি মানুষের সামনে ফাঁসিতে ঝুলতে পারেন না! সেই আল্লাহ আজও আছে অবিকল যেই আল্লাহ ইব্রাহীম (আঃ) কে আগুনের কুন্ডলীতেও শান্তিময় অবস্থানে রেখেছিলেন! আমিন!

আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখছি।
বিশ্বাস করছি কিছুতেই একজন নিরপরাধ
গণতন্ত্রী বাংলাদেশের ষোল কোটি মানুষের সামনে
ফাঁসিতে ঝুলতে পারেন না!
সেই আল্লাহ আজও আছে অবিকল
যেই আল্লাহ ইব্রাহীম (আঃ) কে আগুনের কুন্ডলীতেও
শান্তিময় অবস্থানে রেখেছিলেন!
আমিন!

খালি হাতে মিছিল মিটিং খালি হাতেই ধুমধাম; জানো কি তুমি জানো কি? খালি হাতে আসেনি কো ইসলাম!

খালি হাতে মিছিল মিটিং
খালি হাতেই ধুমধাম;
জানো কি তুমি জানো কি?
খালি হাতে আসেনি কো ইসলাম!

...এরই নাম শিবির! শিবির বেঁচে থাক কেয়ামত পর্যন্ত.. শিবির নাকি আজ এক পুলিশ লীগের পা ভেঙ্গে দিয়েছে। আর এক জনের মাখা দেখলাম ফাঁটিয়ে দিয়েছে। আপনি দেখেন নি? সকাল থেকেই তো খবরে দেখাচ্ছে! আসল কথাটা হল, কমা না বসিয়ে দাড়ি দেওয়া উচিত্‍ ছিল! আপনারা কি বলেন? ইদানিং বাংলায় যে নিয়ম বেরিয়েছে তাতে কমা'র প্রচলন উঠেই গেছে। আশা করি সবাই সকল কমায় দাড়ি বসিয়ে বাক্যগুলো পুরা করবেন!

...এরই নাম শিবির! শিবির বেঁচে থাক কেয়ামত পর্যন্ত..
শিবির নাকি আজ এক পুলিশ লীগের পা ভেঙ্গে দিয়েছে। আর এক জনের মাখা দেখলাম ফাঁটিয়ে দিয়েছে। আপনি দেখেন নি? সকাল থেকেই তো খবরে দেখাচ্ছে!
আসল কথাটা হল, কমা না বসিয়ে দাড়ি দেওয়া উচিত্‍ ছিল! আপনারা কি বলেন? ইদানিং বাংলায় যে নিয়ম বেরিয়েছে তাতে কমা'র প্রচলন উঠেই গেছে। আশা করি সবাই সকল কমায় দাড়ি বসিয়ে বাক্যগুলো পুরা করবেন!

তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো! হে আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার কাজ যেভাবে তরান্বিত হবে সেভাবেই তুমি কাজ করো। যদি ফাঁসি দিতেই হয় তবে কাল যেন সোনালী সুদিনের সূর্য উদিত হয়! আবার যেন হয় মিলন মেলা যেথায় রাজপথে তোমায় কুরআন নিয়ে করব খেলা আবার যেন দিতে পারি দ্বীন দাওয়াতের কাজ আর যেন না আসে দেশে আওয়ামীলীগের সাঁঝ!তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো! হে আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার কাজ যেভাবে তরান্বিত হবে সেভাবেই তুমি কাজ করো। যদি ফাঁসি দিতেই হয় তবে কাল যেন সোনালী সুদিনের সূর্য উদিত হয়! আবার যেন হয় মিলন মেলা যেথায় রাজপথে তোমায় কুরআন নিয়ে করব খেলা আবার যেন দিতে পারি দ্বীন দাওয়াতের কাজ আর যেন না আসে দেশে আওয়ামীলীগের সাঁঝ!

তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো!

হে আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার কাজ যেভাবে তরান্বিত হবে সেভাবেই তুমি কাজ করো। যদি ফাঁসি দিতেই হয় তবে কাল যেন সোনালী সুদিনের সূর্য উদিত হয়!

আবার যেন হয় মিলন মেলা
যেথায় রাজপথে তোমায় কুরআন নিয়ে করব খেলা
আবার যেন দিতে পারি দ্বীন দাওয়াতের কাজ
আর যেন না আসে দেশে আওয়ামীলীগের সাঁঝ!

আকাশের চাঁদটি ঐ হাসে হাসে সুমধুর সুখবর ভেসে আসে! চারদিকে আলোরণ ফাঁসি ফাঁসি আমার হৃদয় যেন হাসি হাসি! কত অন্যায় অপরাধ হয়েছিল অবশেষে আল্লাহই পথটা দিল! পাপ মুছিবে গো শহীদ করে জান্নাত পিয়ে দাও হৃদয় ভরে। সেই দিন এলরে আজ সেই দিন আজ বুঝি ঘুচিবে সংগ্রামী ঋণ! দ্বীনের বিজয় দেখা আজও হয় নাই; ও মুজাহিদেরা কোন ভয় নাই!

আকাশের চাঁদটি ঐ হাসে হাসে
সুমধুর সুখবর ভেসে আসে!
চারদিকে আলোরণ ফাঁসি ফাঁসি
আমার হৃদয় যেন হাসি হাসি!
কত অন্যায় অপরাধ হয়েছিল
অবশেষে আল্লাহই পথটা দিল!
পাপ মুছিবে গো শহীদ করে
জান্নাত পিয়ে দাও হৃদয় ভরে।
সেই দিন এলরে আজ সেই দিন
আজ বুঝি ঘুচিবে সংগ্রামী ঋণ!
দ্বীনের বিজয় দেখা আজও হয় নাই;
ও মুজাহিদেরা কোন ভয় নাই!

ফাঁসি হয়েই যাবে! আজই হবে! এমন যায়গা থেকে যখন কাদের মোল্লার কিছু হচ্ছে না, ইনশাআল্লাহ আর কিছু হবে না! হে আল্লাহ, আমার এমন আশা ছিল তুমি আমাদের আশা নিরাশা হতাশায় ঢালতে পার না! আলহামদু লিল্লাহ! আর দেরি না; এবার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া..

ফাঁসি হয়েই যাবে! আজই হবে!
এমন যায়গা থেকে যখন কাদের মোল্লার কিছু হচ্ছে না,
ইনশাআল্লাহ আর কিছু হবে না!
হে আল্লাহ, আমার এমন আশা ছিল
তুমি আমাদের আশা নিরাশা হতাশায় ঢালতে পার না!
আলহামদু লিল্লাহ!
আর দেরি না; এবার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া..

তারা কোন বিবৃতি দিবে না! কারণ বিএনপি, চোরমোনাই, এরশাদসহ যা আছে সব বাম। ডানপন্থী কেবল তারা যাঁরা আল্লাহর যমীনে কুরআনের বিধান কায়েম করতে চায়। কাদের মোল্লার ফাঁসিতে তাদের কিচ্ছু যায় আসে না। তাদের বিবৃতির প্রয়োজনও নেই। আল্লাহ হলেন কৌশুলীদের সেরা কৌশুলী!

তারা কোন বিবৃতি দিবে না! কারণ বিএনপি, চোরমোনাই, এরশাদসহ যা আছে সব বাম। ডানপন্থী কেবল তারা যাঁরা আল্লাহর যমীনে কুরআনের বিধান কায়েম করতে চায়। কাদের মোল্লার ফাঁসিতে তাদের কিচ্ছু যায় আসে না।

তাদের বিবৃতির প্রয়োজনও নেই। আল্লাহ হলেন কৌশুলীদের সেরা কৌশুলী!

ধান না কেটে খাব কি? ৩ বোঝা ধানের মুড়ি নতুন রশি দিয়ে শক্ত করে বেঁধে আমি একা একা মাথায় করে নিয়ে আসলাম। একে বারেই নতুন ধান! এই ধান শুকিয়ে চাল করে তার পর ভিজিয়ে গুড়ি কুটে আমার মা চিতই পিঠা তেলের পিঠা এবং পাটি সাপটা পিঠা বানাবেন। যেগুলো আমার পছন্দ। মাত্র আর কয়েকটা দিন! ক্ষেতে আরো অনেকগুলো মুড়ি রয়ে গেছে। চরম রোদ উঠেছে। তাই একটু জিরিয়ে নিচ্ছি! আমাদের ফেমিলিতে যে কয়জন মানুষ আছে তাতে একটা নবান্ন উত্‍সব হয়ে যায়! আর সবাইকে সেই পিঠার অগ্রীম দাওয়াত বলে রাখলাম..

ধান না কেটে খাব কি?
৩ বোঝা ধানের মুড়ি নতুন রশি দিয়ে
শক্ত করে বেঁধে আমি একা একা মাথায় করে
নিয়ে আসলাম।

একে বারেই নতুন ধান! এই ধান শুকিয়ে
চাল করে তার পর ভিজিয়ে গুড়ি কুটে
আমার মা চিতই পিঠা তেলের পিঠা এবং পাটি সাপটা পিঠা
বানাবেন। যেগুলো আমার পছন্দ।

মাত্র আর কয়েকটা দিন!
ক্ষেতে আরো অনেকগুলো মুড়ি রয়ে গেছে।
চরম রোদ উঠেছে। তাই একটু জিরিয়ে নিচ্ছি!
আমাদের ফেমিলিতে যে কয়জন মানুষ আছে
তাতে একটা নবান্ন উত্‍সব হয়ে যায়!
আর সবাইকে সেই পিঠার অগ্রীম দাওয়াত বলে রাখলাম..

আমি দেখছি দুর্ভিক্ষের ফের হাতছানি! মুজিব বেটাও বাংলার মানুষেরে তা উপহার দিয়েছিল। ভুলে গেছি সেই কথা? ভুলি নাই! আবার দেখছি আগুনে পুরে ফেলছে অসংখ্য কারখানা আগুনে পুরছে ব্যবসা প্রতিষ্ঠান পুরছে জিনিষ দামের আগুনে। দুর্ভিক্ষ আগমনের আগাম আলামত! আসুন আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আমাদের দেশটাকে আল্লাহ বাঁচান!

আমি দেখছি দুর্ভিক্ষের ফের হাতছানি!
মুজিব বেটাও বাংলার মানুষেরে তা উপহার দিয়েছিল।
ভুলে গেছি সেই কথা? ভুলি নাই!
আবার দেখছি আগুনে পুরে ফেলছে অসংখ্য কারখানা
আগুনে পুরছে ব্যবসা প্রতিষ্ঠান
পুরছে জিনিষ দামের আগুনে।
দুর্ভিক্ষ আগমনের আগাম আলামত!
আসুন আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন
আমাদের দেশটাকে আল্লাহ বাঁচান!

কাদের মোল্লার ফাঁসি দিতে না পেরে জনজাগরণের এইডস ইমরান নিজেই ফাঁসিতে ঝুলছে! হয়তো আমরা এমন খবর অচিরেই শুনতে পাব। ইসলামের শত্রু ইসলামের বিজয়ে হিংসার আগুনে ধিকিধিকি জ্বলে। জ্বলতে জ্বলতে হিংসুটেরা এভাবেই পুরে পুরে মরবে..

কাদের মোল্লার ফাঁসি দিতে না পেরে জনজাগরণের এইডস ইমরান নিজেই ফাঁসিতে ঝুলছে! হয়তো আমরা এমন খবর অচিরেই শুনতে পাব। ইসলামের শত্রু ইসলামের বিজয়ে হিংসার আগুনে ধিকিধিকি জ্বলে। জ্বলতে জ্বলতে হিংসুটেরা এভাবেই পুরে পুরে মরবে..

পাঁচটা বছর ধরে আশা করে রেখেছি, আওয়ামী সরকার যে হারে জুলুম নিপিড়ন করেছে তাতে দ্বীনের বিজয় অবশ্যম্ভাবী। আমার আশা তখনও জলে ভেসে যায় নি যখন আর একটু পরেই কাদের মোল্লার ফাঁসি হয়ে যাবে! কেন জানি বিশ্বাস হচ্ছিল না। আমার মনটাও একটু বিচলিত ছিল না। ভাবতাম, শহীদ হলে লাভ আর গাজী হলেও লাভ। ঈমানী পরীক্ষায় কাদের মোল্লা পাশ। যেখানে আল্লাহ পাশ করাবেন সেখানে এক ক্ষদে ফেরাউন কি করবে? তাও আবার মহিলা ফেরাউন। আবার তা নাস্তিক ফেরাউন। বড় ফেরাউন তো আস্তিক ছিল, আর আল্লাহকে জানত। কিন্তু এই হারামজাদাটাতো আল্লাহকেই মানে না! আসল কথা হল, নাস্তিক তো নাস্তিকই! আর জীবটাও আরো দুই দিনের জন্য বেড়ে গেল! আমার আশা আরো বেড়ে গেল... আশা করছি আশা আরো বাড়িয়েছি, হয়তো তিনি দ্বীন বিজয় না হওয়া তক বেঁচে থাকবেন! আমিন!

পাঁচটা বছর ধরে আশা করে রেখেছি,
আওয়ামী সরকার যে হারে জুলুম নিপিড়ন করেছে
তাতে দ্বীনের বিজয় অবশ্যম্ভাবী।
আমার আশা তখনও জলে ভেসে যায় নি যখন
আর একটু পরেই কাদের মোল্লার ফাঁসি হয়ে যাবে!
কেন জানি বিশ্বাস হচ্ছিল না। আমার মনটাও একটু বিচলিত
ছিল না। ভাবতাম, শহীদ হলে লাভ আর গাজী হলেও লাভ।
ঈমানী পরীক্ষায় কাদের মোল্লা পাশ।

যেখানে আল্লাহ
পাশ করাবেন সেখানে এক ক্ষদে ফেরাউন কি করবে?
তাও আবার মহিলা ফেরাউন। আবার তা নাস্তিক ফেরাউন।
বড় ফেরাউন তো আস্তিক ছিল, আর আল্লাহকে জানত।
কিন্তু এই হারামজাদাটাতো আল্লাহকেই মানে না!
আসল কথা হল, নাস্তিক তো নাস্তিকই!

আর জীবটাও আরো দুই দিনের জন্য বেড়ে গেল!
আমার আশা আরো বেড়ে গেল...
আশা করছি আশা আরো বাড়িয়েছি, হয়তো তিনি দ্বীন
বিজয় না হওয়া তক বেঁচে থাকবেন! আমিন!

বাংলাদেশের চারপাশে আজরাইল ঘুরতাছে.. কার আত্মাটা কখন হাতে করে নিয়ে জান আল্লাহ জানেন! আসুন, আল্লাহর পথেই চলি আল্লাহর আইনেই চলি আল্লাহর কাছেই সাহায্য চাই! আল্লাহই পারেন আপনার আমার শান্তি দিতে। জান্নাত আর জাহান্নাম তাঁরই তৈরি! আর তাঁর কাছে জাহান্নামের চেয়ে জান্নাত চাওয়াই উত্তম..

বাংলাদেশের চারপাশে আজরাইল ঘুরতাছে..
কার আত্মাটা কখন হাতে করে নিয়ে জান আল্লাহ জানেন!
আসুন, আল্লাহর পথেই চলি আল্লাহর আইনেই চলি আল্লাহর কাছেই সাহায্য চাই!
আল্লাহই পারেন আপনার আমার শান্তি দিতে।
জান্নাত আর জাহান্নাম তাঁরই তৈরি!
আর তাঁর কাছে জাহান্নামের চেয়ে জান্নাত চাওয়াই উত্তম..

বিএনপি যদি বুঝে জামায়াত ছাড়া হাসিনার মোকাবিলা সম্ভব না, তবে যেন ফাঁসি ফাঁসি খেলা নিয়া কিছু কয়। আগে বুঝলে নিজের বাড়িটা হারাইতে হইত না। হয় তো! পোলা দুইটারও করুন দশা হইত না। হয় তো! কি কইতাম দুঃখের কথা? তারা তো বুইঝ্যাও বুঝে না! যদি বিরোধী দলের ১ নাম্বার দল হইয়া যায় জামাত, তবে কি উপায়! কিন্তু তারা এখনও বুঝেন নি যে, জামাত এতদিনে বাংলাদেশের ১নাম্বার দলে উন্নিত হয়ে গেছে! নট বিরোধী দল! যেই আওয়ামীলীগ ৫ বছরে একটার ফাঁসি দিতারল না, সেই আওয়ামীলীগ ক্ষমতাটাও ছাড়ছে না যদি হেরে যাই ডরে! ফাঁসি তো দূরে থাক। এখন বুঝেন তো জামাত কি জিনিষ? স্বয়ং আল্লাহ যাঁদের সাথে আমি মনে করি। তাই একটা কথাই বলি, সময় থাকতে মনা হুঁশিয়ার!

বিএনপি যদি বুঝে জামায়াত ছাড়া হাসিনার মোকাবিলা সম্ভব না, তবে যেন ফাঁসি ফাঁসি খেলা নিয়া কিছু কয়। আগে বুঝলে নিজের বাড়িটা হারাইতে হইত না। হয় তো! পোলা দুইটারও করুন দশা হইত না। হয় তো!

কি কইতাম দুঃখের কথা?
তারা তো বুইঝ্যাও বুঝে না! যদি বিরোধী দলের ১ নাম্বার দল হইয়া যায় জামাত, তবে কি উপায়! কিন্তু তারা এখনও বুঝেন নি যে, জামাত এতদিনে বাংলাদেশের ১নাম্বার দলে উন্নিত হয়ে গেছে! নট বিরোধী দল! যেই আওয়ামীলীগ ৫ বছরে একটার ফাঁসি দিতারল না, সেই আওয়ামীলীগ ক্ষমতাটাও ছাড়ছে না যদি হেরে যাই ডরে! ফাঁসি তো দূরে থাক। এখন বুঝেন তো জামাত কি জিনিষ? স্বয়ং আল্লাহ যাঁদের সাথে আমি মনে করি।

তাই একটা কথাই বলি, সময় থাকতে মনা হুঁশিয়ার!

সবাই দেখি ভালবাসে আমি কেন নাই কোথায় গেলে গো আমি ভালবাসা পাই! হায়রে আমার মনের মানুষ কই কাইন্দা কাইন্দা বুক ভাসাইয়া একলা একলা রই! সবাই কান্দে প্রেমিক প্রেমিক আমি কান্দি আল্লাহ কত ভুলে নাও ভাসাইলাম কত মাঝি মাল্লা! আয় না রে তোরা আয় গান গাই মনিবের নাই নাই নাই ভালবাসা নাই নাই পরীদের!

সবাই দেখি ভালবাসে
আমি কেন নাই
কোথায় গেলে গো আমি
ভালবাসা পাই!
হায়রে আমার মনের
মানুষ কই
কাইন্দা কাইন্দা বুক ভাসাইয়া
একলা একলা রই!
সবাই কান্দে প্রেমিক প্রেমিক
আমি কান্দি আল্লাহ
কত ভুলে নাও ভাসাইলাম
কত মাঝি মাল্লা!
আয় না রে তোরা আয়
গান গাই মনিবের
নাই নাই নাই ভালবাসা
নাই নাই পরীদের!

যার হাতের সামনে যা পাচ্ছে শিবির দেখি তা দিয়েই ভাংচুর করছে! এ তো রাজপথ না; যে এক যুদ্ধক্ষেত্র! দেখি আল্লাহ কাকে বিজয় দেন , আমিন!

যার হাতের সামনে যা পাচ্ছে
শিবির দেখি তা দিয়েই ভাংচুর করছে!
এ তো রাজপথ না;
যে এক যুদ্ধক্ষেত্র!
দেখি আল্লাহ কাকে বিজয় দেন , আমিন!

হায়রে আমার মন মাতানো দেশ হায়রে আমার মন কাঁদানো দেশ কোথায় তোমার মায়া মমতা কোথায় তোমার দলীয়-বিরোধী সমতা???

হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার মন কাঁদানো দেশ
কোথায় তোমার মায়া মমতা
কোথায় তোমার দলীয়-বিরোধী সমতা???

মুখের ভাষা নাই প্রতিবাদটা করি আমার কি কাজ এখন মরি কিবা লড়ি। আল্লাহ আল্লাহ করে মোল্লা চলে যায় মেহমান তো তোমারই হৃদয়টা ভরে যায়! বিপথগামী যারা দিও না কিছু তবে একদিন তুমি দিও ইসলাম এই ভবে! চাওয়া আমি চাই তোমার পৃথিবীতে আল্লাহ আল্লাহ শুধু পক্ষ বিপরীতে!

মুখের ভাষা নাই
প্রতিবাদটা করি
আমার কি কাজ এখন
মরি কিবা লড়ি।
আল্লাহ আল্লাহ করে
মোল্লা চলে যায়
মেহমান তো তোমারই
হৃদয়টা ভরে যায়!
বিপথগামী যারা
দিও না কিছু তবে
একদিন তুমি দিও
ইসলাম এই ভবে!
চাওয়া আমি চাই
তোমার পৃথিবীতে
আল্লাহ আল্লাহ শুধু
পক্ষ বিপরীতে!

শেখের বেটি শেখ চেয়ে চেয়ে দেখ এক মোল্লার ফাঁসি হল লীগার মরছে ব্যাক!

শেখের বেটি শেখ
চেয়ে চেয়ে দেখ
এক মোল্লার ফাঁসি হল
লীগার মরছে ব্যাক!

০ আমার মন ভাল নেই। আপনি কেমন আছেন? -কেমন থাকব বলেন ? কি করে ভাল থাকা যায়! ০ আল্লাহর কাছেই ফরিয়াদ করছি যেন আমাদের মনটা ভাল করে দেন! -আল্লাহ ছাড়া আমাদের আর কেউ যে নেই!

০ আমার মন ভাল নেই। আপনি কেমন আছেন?

-কেমন থাকব বলেন ? কি করে ভাল থাকা যায়!

০ আল্লাহর কাছেই ফরিয়াদ করছি যেন আমাদের মনটা ভাল করে দেন!

-আল্লাহ ছাড়া আমাদের আর কেউ যে নেই!

একজন আমায় ভালবাসে ভালবাসে না সে আমারে দেখে হাসে সে তো হাসে না। আমায় নাকি ভালবাসা ঘৃণা করা যায় তার দিয়ে সে কথা বলে বিনা তারে হায়। আমায় দেখে ঘুঁষি মারে চিমটি কাটে রে আমায় দেখে ভেংচি কাটে মিষ্টি কাটে রে। কে করেরে কে করেরে জাগাই তারে খোঁজ তাহার টানে ভুরি ভোজন পেট ভরে না রোজ!

একজন আমায় ভালবাসে
ভালবাসে না
সে আমারে দেখে হাসে
সে তো হাসে না।
আমায় নাকি ভালবাসা
ঘৃণা করা যায়
তার দিয়ে সে কথা বলে
বিনা তারে হায়।
আমায় দেখে ঘুঁষি মারে
চিমটি কাটে রে
আমায় দেখে ভেংচি কাটে
মিষ্টি কাটে রে।
কে করেরে কে করেরে
জাগাই তারে খোঁজ
তাহার টানে ভুরি ভোজন
পেট ভরে না রোজ!

রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

যে করে হোক মনটা আমার ভাল করে তুলব সকল জ্বালা নির্যাতনও একটু করে ভুলব। চোখের পানি আর বেশি দিন ঝরবে না এখন থেকে আমার প্রিয় একজন ভাইও মরবে না।

যে করে হোক মনটা আমার ভাল করে তুলব
সকল জ্বালা নির্যাতনও একটু করে ভুলব।
চোখের পানি আর বেশি দিন ঝরবে না
এখন থেকে আমার প্রিয় একজন ভাইও মরবে না।

বুলবুলি ছানাটা সখের বশে একটু উড়তে নিল মাটিতে পড়ে গিয়ে আক্কল জ্ঞান কিছু আমায় দিল। রক্তই না ঢেলে যায় না উড়ানো দেশে বিজয় নিশান আমি আছি রাজি শহীদ হইতে আজি দেখনা কি টান!

বুলবুলি ছানাটা
সখের বশে
একটু উড়তে নিল
মাটিতে পড়ে গিয়ে
আক্কল জ্ঞান
কিছু আমায় দিল।
রক্তই না ঢেলে
যায় না উড়ানো
দেশে বিজয় নিশান
আমি আছি রাজি
শহীদ হইতে আজি
দেখনা কি টান!

আল্লাহকে পেতে হলে ভালবাসতে হয় জাহান্নাম পছন্দ যার আওয়ামীলীগ কয়। তুমি আমি কোন দিন মিথ্যা না মানি বাম রাম নিয়া নাই কোন কানাকানি! যদি পারি মানুষের করি উপকার হয়তো আল্লাহ করেন রহম উদার!

আল্লাহকে পেতে হলে ভালবাসতে হয়
জাহান্নাম পছন্দ যার আওয়ামীলীগ কয়।
তুমি আমি কোন দিন মিথ্যা না মানি
বাম রাম নিয়া নাই কোন কানাকানি!
যদি পারি মানুষের করি উপকার
হয়তো আল্লাহ করেন রহম উদার!

কাজ নাই কাম নাই পড়া নাই যার খাওয়ার সময়ও যেন মনে থাকে তার। আমার বন্ধুরা হয় না এমন বেহেস্তি মানুষেরা থাকবে যেমন!

কাজ নাই কাম নাই
পড়া নাই যার
খাওয়ার সময়ও যেন
মনে থাকে তার।
আমার বন্ধুরা
হয় না এমন
বেহেস্তি মানুষেরা
থাকবে যেমন!

ঘুম ঘুম চোখ খোলা ফেসবুক আলোর দেখা পাব আশা একবুক। জালিমটা এখনও বসা জড়োসড়ো দেখব অবশেষে শক্তি কার বড়ো! প্রতিদিন সূর্য সকালেই উঠে আগামী সকালটা শান্তিতে ফুটে!

ঘুম ঘুম চোখ
খোলা ফেসবুক
আলোর দেখা পাব
আশা একবুক।
জালিমটা এখনও
বসা জড়োসড়ো
দেখব অবশেষে
শক্তি কার বড়ো!
প্রতিদিন সূর্য
সকালেই উঠে
আগামী সকালটা
শান্তিতে ফুটে!

দিন কাল ভাল না তাই বাজার করতে পারি না হেথায় হোথায় কত খাব বউ তো আজও বাড়ি না। লাকরি যদি চুলোয় দিলাম বাসন কোসন মাজি রে বউ ছাড়াই জীবন যাবে দেখবে কেমন পাজি রে। বউয়ের কথা মনে পড়ে বিয়ার কথা তুলব না কাজ হবে না হুক্কাহুয়ায় নিরব দুঃখ ভুলব না!

দিন কাল ভাল না তাই
বাজার করতে পারি না
হেথায় হোথায় কত খাব
বউ তো আজও বাড়ি না।
লাকরি যদি চুলোয় দিলাম
বাসন কোসন মাজি রে
বউ ছাড়াই জীবন যাবে
দেখবে কেমন পাজি রে।
বউয়ের কথা মনে পড়ে
বিয়ার কথা তুলব না
কাজ হবে না হুক্কাহুয়ায়
নিরব দুঃখ ভুলব না!

পাতা সব ঝরে যায় মানুষেরা মরে যায় কেউ কারে ফিরে পায়? যায় না সে অজানায়। সবাই তো যাব তায় কত জানি কাছে হায়! বাঁচবে তো কি উপায় ভাল তবে কে ডুবায়?

পাতা সব ঝরে যায়
মানুষেরা মরে যায়
কেউ কারে ফিরে পায়?
যায় না সে অজানায়।
সবাই তো যাব তায়
কত জানি কাছে হায়!
বাঁচবে তো কি উপায়
ভাল তবে কে ডুবায়?

যদি আমি মিথ্যা বলি জীবন বরবাদ তবে যদি সত্য বলি সহসাই পাই স্বাদ।

যদি আমি মিথ্যা বলি
জীবন বরবাদ
তবে যদি সত্য বলি
সহসাই পাই স্বাদ।
সত্য মিথ্যা উভয় যদি
মিশ্রণ হয়ে যায়
দুই পক্ষ টানাটানী
আমায় ছিড়ে খায়।
দিন কাল যাই হোক
সত্ পথে চলি
অন্যায় দেখলেই
ঠাস ঠাস বলি।
পড়েছি ছোট বেলা
এখন পড়াই
সত্যেই মুক্তি মিলে
মিথ্যা ডরাই!
রাজনীতি কিছু না
চরিত্র বড়
সত্যই জীবন্ত
মিথ্যা জড়।

কি কলিজা তোর ভেতরে কি দিয়ে তোর শরীর? কার অপরাধ, রায় হয় কার ভয় পায় ফাঁসি দড়ির? আল্লাহর দিল জীবন যারে মরণ দিবে যারে; আজরাইল আজ পাঠাইয়ো না ফাঁসি দেয় কে তাঁরে??? ইচ্ছা হলে আদর করে তোমার কাছে নিও জালেম খুনি ইতর দিয়ে অসম্মান না করিও!

কি কলিজা তোর ভেতরে
কি দিয়ে তোর শরীর?
কার অপরাধ, রায় হয় কার
ভয় পায় ফাঁসি দড়ির?
আল্লাহর দিল জীবন যারে
মরণ দিবে যারে;
আজরাইল আজ পাঠাইয়ো না
ফাঁসি দেয় কে তাঁরে???
ইচ্ছা হলে আদর করে
তোমার কাছে নিও
জালেম খুনি ইতর দিয়ে
অসম্মান না করিও!

কি কলিজা তোর ভেতরে কি দিয়ে তোর শরীর? কার অপরাধ, রায় হয় কার ভয় পায় ফাঁসি দড়ির? আল্লাহর দিল জীবন যারে মরণ দিবে যারে; আজরাইল আজ পাঠাইয়ো না ফাঁসি দেয় কে তাঁরে??? ইচ্ছা হলে আদর করে তোমার কাছে নিও জালেম খুনি ইতর দিয়ে অসম্মান না করিও!

কি কলিজা তোর ভেতরে
কি দিয়ে তোর শরীর?
কার অপরাধ, রায় হয় কার
ভয় পায় ফাঁসি দড়ির?
আল্লাহর দিল জীবন যারে
মরণ দিবে যারে;
আজরাইল আজ পাঠাইয়ো না
ফাঁসি দেয় কে তাঁরে???
ইচ্ছা হলে আদর করে
তোমার কাছে নিও
জালেম খুনি ইতর দিয়ে
অসম্মান না করিও!

কেন আমায় জাগাইলি না ভুললি সবাই মিলে দেশটা তো প্রায় খেয়েই ফেলল টগর টগর গিলে! একটা খাদক এত্ত খাওয়া কেমনে খাইতে পারে ও আল্লাহ দেখছো মানুষ কেমনে কেমনে মারে? মানুষ মরছে মানুষ কাঁদছে শক্ত হচ্ছে গদি রাজপথেই বইছে দেখছি শহীদ রক্ত নদী! আমি সইছি তোমার বান্দা সইতেই হবে আরো তুমি আল্লহ সইয়ো আরো সইতে যত পারো!

কেন আমায় জাগাইলি না
ভুললি সবাই মিলে
দেশটা তো প্রায় খেয়েই ফেলল
টগর টগর গিলে!
একটা খাদক এত্ত খাওয়া
কেমনে খাইতে পারে
ও আল্লাহ দেখছো মানুষ
কেমনে কেমনে মারে?
মানুষ মরছে মানুষ কাঁদছে
শক্ত হচ্ছে গদি
রাজপথেই বইছে দেখছি
শহীদ রক্ত নদী!
আমি সইছি তোমার বান্দা
সইতেই হবে আরো
তুমি আল্লহ সইয়ো আরো
সইতে যত পারো!


রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

শিবির জামাত তো মরার জন্যই রাজপথে নামে। তারা একশ মরলেও তেমন নাম হয় না। কোন খবর ওয়ালার তেমন কষ্ট হয় না। খবরেও এ সব আসে না। কিন্তু বেইমানরা তো আর মরার জন্য রাজপথে নামে না। তারা নামে মারার জন্য। তাই তাদের দাম অনেক বেশি। তাদের খবর এতি দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই জেনে গেছে আজ বেইমান বিজিবি আওয়ামি মিলে ৩-৪জন ফিনিস। কিন্তু জামাত শিবিরের কোথায় কি ঘটেছে তা অনেকেই জানে না। জানার দরকারও নাই। যাঁকে জানানোর জন্য জামাত শিবির আন্দোলন করে, যাঁকে খুঁশি করার জন্য শিবির জামাত রাজপথে নামে সেই আল্লাহই জানেন শিবির জামাতের কেউ একজন মরেছেন। আর আল্লাহ ঘোষণা করে দিলেন, জান্নাতে তোমার সাথে দেখা হবে! সবাই বলি আমিন!

শিবির জামাত তো মরার জন্যই রাজপথে নামে। তারা একশ মরলেও তেমন নাম হয় না। কোন খবর ওয়ালার তেমন কষ্ট হয় না। খবরেও এ সব আসে না।

কিন্তু বেইমানরা তো আর মরার জন্য রাজপথে নামে না। তারা নামে মারার জন্য। তাই তাদের দাম অনেক বেশি। তাদের খবর এতি দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই জেনে গেছে আজ বেইমান বিজিবি আওয়ামি মিলে ৩-৪জন ফিনিস। কিন্তু জামাত শিবিরের কোথায় কি ঘটেছে তা অনেকেই জানে না। জানার দরকারও নাই। যাঁকে জানানোর জন্য জামাত শিবির আন্দোলন করে, যাঁকে খুঁশি করার জন্য শিবির জামাত রাজপথে নামে সেই আল্লাহই জানেন শিবির জামাতের কেউ একজন মরেছেন। আর আল্লাহ ঘোষণা করে দিলেন, জান্নাতে তোমার সাথে দেখা হবে! সবাই বলি আমিন!

দুই ভাই মোর সহোদর ঠিক শিবির জামাত সবাই ভাই মহাখালীতে গুলি খাইল আমরা সবাই বিচার চাই! একটু আগে ফোন করেছে হয়েছে তেমন কিছু না দোয়া করেন দেশটা বাঁচুক হটবে শিবির পিছু না!

দুই ভাই মোর সহোদর ঠিক
শিবির জামাত সবাই ভাই
মহাখালীতে গুলি খাইল
আমরা সবাই বিচার চাই!
একটু আগে ফোন করেছে
হয়েছে তেমন কিছু না
দোয়া করেন দেশটা বাঁচুক
হটবে শিবির পিছু না!

আমার মা এখনো দুপুরের খাবার খাচ্ছেন না। অথচ সন্ধ্যা হয়েই এল! আমি বললাম, মা, ভাত খেয়ে নেন! মার দিকে চোখ পড়তেই দেখলাম মার দুটি চোখ পানিতে ছলছল টলমল করছে! আমি আর কিছু বললাম না! আমিও যে ভাত প্লেটে নিয়েও খেতে পারলাম না। কিভাবে ভাত খাওয়া যায়! যখন বাড়ি থেকে বাজারের দোকান ঘরগুলো আওয়ামীলীগ কর্মীরা আগুন দিয়ে পুরে দিচ্ছে। দাউ দাউ করে জ্বলছে। বিকট শব্দে পুরো বাজার পুরছে। দুপুর থেকে শুরু হয়েছে.. পুলিশ অন্যায়ের সহযোগিতা করছে। এমন অন্যায় দেখে আর জিনিষ পত্রের ক্ষতি দেখে আমরা ভাল থাকতে পারি না! দোয়া করবেন!

আমার মা এখনো দুপুরের খাবার খাচ্ছেন না। অথচ সন্ধ্যা হয়েই এল! আমি বললাম,
মা, ভাত খেয়ে নেন!
মার দিকে চোখ পড়তেই দেখলাম মার দুটি চোখ পানিতে ছলছল টলমল করছে! আমি আর কিছু বললাম না! আমিও যে ভাত প্লেটে নিয়েও খেতে পারলাম না।

কিভাবে ভাত খাওয়া যায়! যখন বাড়ি থেকে বাজারের দোকান ঘরগুলো আওয়ামীলীগ কর্মীরা আগুন দিয়ে পুরে দিচ্ছে। দাউ দাউ করে জ্বলছে। বিকট শব্দে পুরো বাজার পুরছে। দুপুর থেকে শুরু হয়েছে..

পুলিশ অন্যায়ের সহযোগিতা করছে। এমন অন্যায় দেখে আর জিনিষ পত্রের ক্ষতি দেখে আমরা ভাল থাকতে পারি না! দোয়া করবেন!

বাড়ির পাশে দুই কুকুরকে বিএনপিরা আজ কুপিয়ে মেরেছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। যাকে পাচ্ছে গ্রেফতার করছে। আমি আর আব্বা বাড়ি থেকে চুপিসারে রাতের অন্ধকারে বেরিয়েছি। আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে টর্স আর টর্স। খুব টেনশন লাগছে.. কি হয় না হয়! দোয়া করবেন আল্লাহ যেন অন্তত আওয়ামী বেয়াদবদের দ্বারা লাঞ্চিত না করেন!

বাড়ির পাশে দুই কুকুরকে বিএনপিরা আজ কুপিয়ে মেরেছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। যাকে পাচ্ছে গ্রেফতার করছে। আমি আর আব্বা বাড়ি থেকে চুপিসারে রাতের অন্ধকারে বেরিয়েছি। আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে টর্স আর টর্স। খুব টেনশন লাগছে.. কি হয় না হয়! দোয়া করবেন আল্লাহ যেন অন্তত আওয়ামী বেয়াদবদের দ্বারা লাঞ্চিত না করেন!

সোজা আঙ্গুলে ঘি উঠে না শিক্ষক আমি জানি জানি আমি জানি আরো কিছু বলি কানাকানি! ভেবেছ তুমি মহা লাভ তোমার দাবীটা না মেনে আজ? হয়তো ভুলেছ একজন শিক্ষক সারাদিন কি করে কাজ! কিভাবে হবে মানুষের মত মানুষ তুমি তোমার সন্তান অমার ঘরে খাবার না থাক, গাই তোমাদেরই জয়গান! বড় হয়েছ; ভুলেছ আজি সব উপকার ভালবাসা তোমার দ্বারাই ভেঙ্গে খানখান শিক্ষকের মনোআশা! শিক্ষকের সাথে মশকরা তো? আমার মাঝে নাই আমি বুঝবে সেদিন তোমার ছেলে হয় নি মানুষ দামী!

সোজা আঙ্গুলে ঘি উঠে না
শিক্ষক আমি জানি
জানি আমি জানি আরো
কিছু বলি কানাকানি!
ভেবেছ তুমি মহা লাভ তোমার
দাবীটা না মেনে আজ?
হয়তো ভুলেছ একজন শিক্ষক
সারাদিন কি করে কাজ!
কিভাবে হবে মানুষের মত মানুষ
তুমি তোমার সন্তান
অমার ঘরে খাবার না থাক, গাই
তোমাদেরই জয়গান!
বড় হয়েছ; ভুলেছ আজি সব
উপকার ভালবাসা
তোমার দ্বারাই ভেঙ্গে খানখান
শিক্ষকের মনোআশা!
শিক্ষকের সাথে মশকরা তো?
আমার মাঝে নাই আমি
বুঝবে সেদিন তোমার ছেলে
হয় নি মানুষ দামী!

হাত দুটো আছে বলে সত্‍ কাজ করি সুন্দর মনটায় আল্লাহকে স্মরি। দুই পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাই মুখে শুধু আল্লাহ আল্লাহ গাই। চোখ দিয়ে দেখি আমি পৃথিবী রঙীন বিবেকের মাধ্যমে সাজাই জমিন। সব কটা অঙ্গই নেয়ামত তাঁর গুন গেয়ে যেন পাই বেহেস্ত আবার!

হাত দুটো আছে বলে সত্‍ কাজ করি
সুন্দর মনটায় আল্লাহকে স্মরি।
দুই পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাই
মুখে শুধু আল্লাহ আল্লাহ গাই।
চোখ দিয়ে দেখি আমি পৃথিবী রঙীন
বিবেকের মাধ্যমে সাজাই জমিন।
সব কটা অঙ্গই নেয়ামত তাঁর
গুন গেয়ে যেন পাই বেহেস্ত আবার!

চোরের মন পুলিশ পুলিশ হিসু করে দেয় পুলিশ মন শিবির শিবির প্রাণ কেড়ে নেয়! হাসিনা মন জামাত জামাত যদি ক্ষমতায় আওয়ামীলীগ মিশে যাবে বালুর দানায়!

চোরের মন পুলিশ পুলিশ
হিসু করে দেয়
পুলিশ মন শিবির শিবির
প্রাণ কেড়ে নেয়!
হাসিনা মন জামাত জামাত
যদি ক্ষমতায়
আওয়ামীলীগ মিশে যাবে
বালুর দানায়!

যদি কেউ আমার একটা স্ট্যাটাস বা একটা কমেন্ট অথবা একটা লাইক দেখে বুঝে জামাত শিবির একটা দল যারা কুরআনের সরল পথটা খুঁজছে, তাহলে আমি ধরে নিব আসলেই আমি একজন নাইস ফেসবুকার! তখন আমাকে কেউ এর থেকে দ্বিমত করাতে পারবেন না! কিছুতেই না! তখন আমার ভেতর একটা আস্থা চলে আসবে। তখন আমি প্রাণ খুলে চিত্‍কার করে বলব- সত্যের মৃত্যু নাই মিথ্যার মৃত্যু চাই! শিবির জামাত ভাই ভাই কুরআন গড়া জীবন চাই!

যদি কেউ আমার একটা স্ট্যাটাস বা একটা কমেন্ট অথবা একটা লাইক দেখে বুঝে জামাত শিবির একটা দল যারা কুরআনের সরল পথটা খুঁজছে, তাহলে আমি ধরে নিব আসলেই আমি একজন নাইস ফেসবুকার! তখন আমাকে কেউ এর থেকে দ্বিমত করাতে পারবেন না! কিছুতেই না! তখন আমার ভেতর একটা আস্থা চলে আসবে। তখন আমি প্রাণ খুলে চিত্‍কার করে বলব-
সত্যের মৃত্যু নাই
মিথ্যার মৃত্যু চাই!
শিবির জামাত ভাই ভাই
কুরআন গড়া জীবন চাই!

একদিকে রাত স্তব্ধ নিরব হঠাত্‍ হঠাত্‍ দেখি হায়েনা আজব! এলাকায় এক বড় কুকুর মরে কত কি ভেলকায় আমার ঘরে! হায়রে আমার দেশ সাগর জলে এ বিশৃংখলা তো কেমনে চলে? আমি কি পাগল হব নাকি লীগার! বাংলায় জয় নাই জয় বাংলার!

একদিকে রাত
স্তব্ধ নিরব
হঠাত্‍ হঠাত্‍ দেখি
হায়েনা আজব!
এলাকায় এক বড়
কুকুর মরে
কত কি ভেলকায়
আমার ঘরে!
হায়রে আমার দেশ
সাগর জলে
এ বিশৃংখলা তো
কেমনে চলে?
আমি কি পাগল হব
নাকি লীগার!
বাংলায় জয় নাই
জয় বাংলার!

ততা ভাতে বিলাই বেজার হাছা কথায় কে? ঐ আওয়ামী নাস্তিক মাতা শেখের হাসিনে! যতই তারে চাপাচাপিবে তালগাছ তারে দাও ক্ষমতা তার বাপের দেওয়া বিরোধী মেরে খাও! কুত্তার লেজ সোজা হয় না হাসিনার নাই লাজ নির্বাচনে ভোটের আগে পট্টি লাগান কাজ! সবাই বলে মিথ্যাবাদী বিশ্ববেহায়া তারে রসাতলে যাক দেশটা সবার ক্ষমতা তার বারে!

ততা ভাতে বিলাই বেজার
হাছা কথায় কে?
ঐ আওয়ামী নাস্তিক মাতা
শেখের হাসিনে!
যতই তারে চাপাচাপিবে
তালগাছ তারে দাও
ক্ষমতা তার বাপের দেওয়া
বিরোধী মেরে খাও!
কুত্তার লেজ সোজা হয় না
হাসিনার নাই লাজ
নির্বাচনে ভোটের আগে
পট্টি লাগান কাজ!
সবাই বলে মিথ্যাবাদী
বিশ্ববেহায়া তারে
রসাতলে যাক দেশটা সবার
ক্ষমতা তার বারে!

যে করে হোক মনটা আমার ভাল করে তুলব সকল জ্বালা নির্যাতনও একটু করে ভুলব। চোখের পানি আর বেশি দিন ঝরবে না এখন থেকে আমার প্রিয় একজন ভাইও মরবে না।

যে করে হোক মনটা আমার ভাল করে তুলব
সকল জ্বালা নির্যাতনও একটু করে ভুলব।
চোখের পানি আর বেশি দিন ঝরবে না
এখন থেকে আমার প্রিয় একজন ভাইও মরবে না।