শনিবার, ২২ জুন, ২০১৩

উভয় সংকট!

গরম উঠেছে চরমে
রোদে জ্বলে গা
ঢাকায় যাব এখন আমি?
ভাবছি বসে তা!
বাসে যদি সীট না থাকে
যাত্রী হয়ে খাড়া
গরম কড়াই জ্বলব নাকি
কন্টাক্টরে ভাড়া!
আমার প্রিন্টার প্রিন্ট দিবে না
কাস্টমারের লাইন
এই কি মিয়া, দোকান দিয়া
বসে বাতাস খাইন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন