শনিবার, ২২ জুন, ২০১৩

ওরা মানুষের প্রকাশ্য দুশমন।

BALদের এখনও বাল জ্বালায় নাই। চোখ আছে আলো নাই! কান আছে শোনার শক্তি নাই! দেশ চালায়; কেমনে চালায় বুঝার শক্তি নাই!

কুরআনের আয়াত এখানেই মিলে, 'ওরা বধির বোবা অন্ধ। সুতরাং ওরা কোন দিন ফিরে আসবে না। ওদের অন্তরে রয়েছে বিষ। আল্লাহ এদেরকে মোহর (সীল) মেরে দিয়েছেন।' ওরা মানুষের প্রকাশ্য দুশমন।

প্রমাণ স্বরূপ:
¤ শিবির জামাতের দুই আড়াইশ লোক গুলি করে মারল অথচ তারা দেখে নাই শোনে নাই বুঝে নাই যে এতগুলো প্রাণ শেষ হয়ে গেছে!
¤ হেফাজতের দুই তিন হাজার লোক হত্যা করা হয়েছে। অথচ তারা বলছে কোন গণহত্যা হয় নাই। তারা দেখে নাই শোনে নাই বুঝে নাই যে এতগুলো প্রাণ শেষ হয়ে গেছে!
¤ দেশে আইন নাই বিচার নাই মানবতা নাই ইজ্জত নাই স্বাধীনতা নাই ধর্ম নাই শৃংখলা নাই সীমান্তে পাহারা নাই জনগণের অধিকার নাই নারীর স্বতীত্বের মূল্য নাই। অথচ তারা দেখে নাই শোনে নাই বুঝে নাই যে দেশে এতকিছু এখনও নাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন