শনিবার, ২২ জুন, ২০১৩

আমরা স্কুল কলেজের ছাত্র না কাকা, আমরা ছাত্রলীগ!

রাস্তা দিয়ে হাটছি। কিছু ছেলেপেলে আমার গতিরোধ করল।
-বলল, আমাদের পকেট খরচ দেন চাচা!
-আমি বললাম, তোমরা কে বাবা? তোমাদের বাবা কে? গার্ডিয়ান কে? বাড়ি কোথায়? আর কি কর তোমরা?
-তারা বলল, আমাদের ঐ সব পরিচয় টরিচয় নেই কাকা, আমরা ছাত্রলীগ!
-আমি বললাম, তোমরা ছাত্র! তো তোমাদের পোষাক দেখে তো বুঝতে পারছি না। তোমরা কে কোথায় পড়ছো?
-তারা বলল, এই ছাত্র ঐ ছাত্র না কাকা! এটা ছাত্রলীগ! বুছ্ছেন কাকা? যারা স্কুল কলেজে পড়ে আমরা সেই ছাত্র না। আমাদের আলাদা একটা নামই আছে, ছাত্রলীগ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন