বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

পায় না মন আজ এইটুকু যে সান্ত্বনা তুমি মরলে তোমার ভাই কি কানত না? ভদ্রলোক আজ মরছে সেজে মাস্তানী ক্রসফায়ারে মার! কেন তো খাস পানি? তুমি আমি জানি; কেউ তো জানবে না মরছে দোষী আমি দোষী মানবে না আইন আদালত হুদাই ওসব কিচ্ছু না শেষ করে দেশ একসাথে কেন্ দিচ্ছো না? মানুষ মরে মাজলুমেরা হাসবে না আল্লাহ ছাড়া কাউকে ভালবাসবে না। শহীদ হতে চাইলে কি আর হওয়া যায়? চেষ্টা করি দোয়া দরুদ কওয়া যায়! দুর্বলেরা শক্তি দেখায় ভয় পেয়ে সৎ পথে নও; কার কথা কও কার খেয়ে?

পায় না মন আজ এইটুকু যে সান্ত্বনা
তুমি মরলে তোমার ভাই কি কানত না?
ভদ্রলোক আজ মরছে সেজে মাস্তানী
ক্রসফায়ারে মার! কেন তো খাস পানি?
তুমি আমি জানি; কেউ তো জানবে না
মরছে দোষী আমি দোষী মানবে না
আইন আদালত হুদাই ওসব কিচ্ছু না
শেষ করে দেশ একসাথে কেন্ দিচ্ছো না?
মানুষ মরে মাজলুমেরা হাসবে না
আল্লাহ ছাড়া কাউকে ভালবাসবে না।
শহীদ হতে চাইলে কি আর হওয়া যায়?
চেষ্টা করি দোয়া দরুদ কওয়া যায়!
দুর্বলেরা শক্তি দেখায় ভয় পেয়ে
সৎ পথে নও; কার কথা কও কার খেয়ে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন