রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫

দাড়ি রাখি টুপি পড়ি বড় মুসলিম আমি না? দ্বীনের পথে মেহনত করি স্ত্রী পুত্র দামী না! নফল পড়ি রাতে দিনে রোজাও তো দুচার দিন স্ত্রী ঘরে আল্লাহ নামে আমি শুধী খোদার ঋণ। নামটাও আমার আব্দুল্লাহ মাথার পাগড়ি নামে না সারাক্ষণই আল্লাহ জপি হাতের তসবিহ থামে না! লাইন ধরে যাই চিল্লা দিতাম এক প্লেটে ভাত খিচুড়ি চারপাশে যা ঘটছে ঘটুক নাই করি ডাকাতি চুরি। কুরআন পড়ি জিকির করি আমল করি ফাযায়েল বিশ্ব মুসলিম নির্যাতিত আমি সুখে; খোদার খেল! শুনি বসে বুজুর্গদের কিসসা কত মধুর হয় মসজিদ থেকে মসজিদ যাই কদম কদম নেকি হয়! আমি কোন দল করি না নিরপেক্ষ নিরাপদ যারা দেশে হরতাল ডাকে মানুষ মারে; তারা বদ! বেহেস্তে তো আমিই যাব চিল্লা ছাড়া আমল হয়? মউদুদিরা রাজনীতিতে কেমনে তাদের ম

দাড়ি রাখি টুপি পড়ি
বড় মুসলিম আমি না?
দ্বীনের পথে মেহনত করি
স্ত্রী পুত্র দামী না!
নফল পড়ি রাতে দিনে
রোজাও তো দুচার দিন
স্ত্রী ঘরে আল্লাহ নামে
আমি শুধী খোদার ঋণ।
নামটাও আমার আব্দুল্লাহ
মাথার পাগড়ি নামে না
সারাক্ষণই আল্লাহ জপি
হাতের তসবিহ থামে না!
লাইন ধরে যাই চিল্লা দিতাম
এক প্লেটে ভাত খিচুড়ি
চারপাশে যা ঘটছে ঘটুক
নাই করি ডাকাতি চুরি।
কুরআন পড়ি জিকির করি
আমল করি ফাযায়েল
বিশ্ব মুসলিম নির্যাতিত
আমি সুখে; খোদার খেল!
শুনি বসে বুজুর্গদের
কিসসা কত মধুর হয়
মসজিদ থেকে মসজিদ যাই
কদম কদম নেকি হয়!
আমি কোন দল করি না
নিরপেক্ষ নিরাপদ
যারা দেশে হরতাল ডাকে
মানুষ মারে; তারা বদ!
বেহেস্তে তো আমিই যাব
চিল্লা ছাড়া আমল হয়?
মউদুদিরা রাজনীতিতে
কেমনে তাদের ম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন