পায় না মন আজ এইটুকু যে সান্ত্বনা
তুমি মরলে তোমার ভাই কি কানত না?
ভদ্রলোক আজ মরছে সেজে মাস্তানী
ক্রসফায়ারে মার! কেন তো খাস পানি?
তুমি আমি জানি; কেউ তো জানবে না
মরছে দোষী আমি দোষী মানবে না
আইন আদালত হুদাই ওসব কিচ্ছু না
শেষ করে দেশ একসাথে কেন্ দিচ্ছো না?
মানুষ মরে মাজলুমেরা হাসবে না
আল্লাহ ছাড়া কাউকে ভালবাসবে না।
শহীদ হতে চাইলে কি আর হওয়া যায়?
চেষ্টা করি দোয়া দরুদ কওয়া যায়!
দুর্বলেরা শক্তি দেখায় ভয় পেয়ে
সৎ পথে নও; কার কথা কও কার খেয়ে?
বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫
পায় না মন আজ এইটুকু যে সান্ত্বনা তুমি মরলে তোমার ভাই কি কানত না? ভদ্রলোক আজ মরছে সেজে মাস্তানী ক্রসফায়ারে মার! কেন তো খাস পানি? তুমি আমি জানি; কেউ তো জানবে না মরছে দোষী আমি দোষী মানবে না আইন আদালত হুদাই ওসব কিচ্ছু না শেষ করে দেশ একসাথে কেন্ দিচ্ছো না? মানুষ মরে মাজলুমেরা হাসবে না আল্লাহ ছাড়া কাউকে ভালবাসবে না। শহীদ হতে চাইলে কি আর হওয়া যায়? চেষ্টা করি দোয়া দরুদ কওয়া যায়! দুর্বলেরা শক্তি দেখায় ভয় পেয়ে সৎ পথে নও; কার কথা কও কার খেয়ে?
শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
কবর তোমায় চিনবে না গো কোকো কিবা জয় চিনবে যদি কুরআন দিয়ে গড়ো পরিচয়!
কোকো কিবা জয়
চিনবে যদি কুরআন দিয়ে
গড়ো পরিচয়!
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
বিচার তো মানিই; তাল গাছ কার? কিছুতেই চাই না গাছ হারাবার!
তাল গাছ কার?
কিছুতেই চাই না
গাছ হারাবার!
কে জাগে কে আগে দেশটা দেখে? কে দামী কে নামী কে আর শেখে? কেউ বলে কেউ চলে কে সৎ পথে? কোন্ মাগে কার লাগে কি কার মতে?
দেশটা দেখে?
কে দামী কে নামী
কে আর শেখে?
কেউ বলে কেউ চলে
কে সৎ পথে?
কোন্ মাগে কার লাগে
কি কার মতে?
বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
১। রাষ্ট্র যদি জোরপূর্বক সাধারণ জনগণকে এই আকাশ, এই জমীন, আমাকে, তোমাকে সৃষ্টিকারী মহান আল্লাহর কুরআনের আইন বাদ দিয়ে নিজেদের মনগড়া আইনে চালিত করে তবে তার দায় রাষ্ট্রের। এর দ্বারা যত পাপ হবে তার বোঝা রাষ্ট্রকেই বহন করতে হবে। ২। আর যদি জনগণ নিজে নিজেই কিছু সুবিধা পাবার আশায় তার নিজের সৃষ্টিকারী, লালনকারী, রিজিকদানকারী, তাকে জান্নাত দানকারী, তাকে ক্ষমাকারী বিশ্বভূবনের অধিপতি মহান আল্লাহর আইনকে অবহেলা করে, ছোট্ট মনে করে, তাঁর দেয়া আইনকে পিছনে ফেলে, কটাক্ক করে, আল্লাহর কুরআনকে মিথ্যা মনে করে সাধারণ ও একেবারে নগন্য কিছু স্বার্থের লোভে মানুষের তৈরী আইনে চলে তবে তার এ কাজের দ্বারা যত গুনাহ বা পাপ হবে তার দায়ও তাকে বহন করতে হবে। ৩। বিচার একদিন হবেই। আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নি। দুনিয়ার জীবনে আমার যত কাজ সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ আমাদের সৃষ্টিই করেছেন একমাত্র তাঁর গোলামী/আনুগত্ব করার জন্য।
২। আর যদি জনগণ নিজে নিজেই কিছু সুবিধা পাবার আশায় তার নিজের সৃষ্টিকারী, লালনকারী, রিজিকদানকারী, তাকে জান্নাত দানকারী, তাকে ক্ষমাকারী বিশ্বভূবনের অধিপতি মহান আল্লাহর আইনকে অবহেলা করে, ছোট্ট মনে করে, তাঁর দেয়া আইনকে পিছনে ফেলে, কটাক্ক করে, আল্লাহর কুরআনকে মিথ্যা মনে করে সাধারণ ও একেবারে নগন্য কিছু স্বার্থের লোভে মানুষের তৈরী আইনে চলে তবে তার এ কাজের দ্বারা যত গুনাহ বা পাপ হবে তার দায়ও তাকে বহন করতে হবে।
৩। বিচার একদিন হবেই। আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নি। দুনিয়ার জীবনে আমার যত কাজ সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ আমাদের সৃষ্টিই করেছেন একমাত্র তাঁর গোলামী/আনুগত্ব করার জন্য।
রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
যে জাতিরা শক্তি দেখায় না পড়েই পাস যারা ভাবে শিক্ষক খাবে খড় কুটা জল ঘাস; যে জাতিরা নিজের বেতন দশ গুণ বেশি পায় তারা বানায় ইটের বাড়ি কোরমা পোলাও খায়। যে জাতিরা না পড়েই মন্ত্রী এমপি হয় উল্টাপাল্টা দেশ চালায় আর উল্টাপাল্টা কয়। যে জাতিরা মহাজন আর শিক্ষক কাজের লোক শিক্ষক তাদের উপোস যদি নাই হৃদয়ে শোক। সে জাতি তো চির অমর শিক্ষক থার্ড ক্লাস -তোরা বেশি বেতন নিবি? স্কুলে কি পড়াস? যেই জমানায় সাঙ্গ পাঙ্গ শিক্ষা কি হয় চাষ? শিক্ষক নেতা খাদক হবে আন্দোলনেও বাঁশ!
যে জাতিরা শক্তি দেখায়
না পড়েই পাস
যারা ভাবে শিক্ষক খাবে
খড় কুটা জল ঘাস;
যে জাতিরা নিজের বেতন
দশ গুণ বেশি পায়
তারা বানায় ইটের বাড়ি
কোরমা পোলাও খায়।
যে জাতিরা না পড়েই
মন্ত্রী এমপি হয়
উল্টাপাল্টা দেশ চালায় আর
উল্টাপাল্টা কয়।
যে জাতিরা মহাজন আর
শিক্ষক কাজের লোক
শিক্ষক তাদের উপোস যদি
নাই হৃদয়ে শোক।
সে জাতি তো চির অমর
শিক্ষক থার্ড ক্লাস
-তোরা বেশি বেতন নিবি?
স্কুলে কি পড়াস?
যেই জমানায় সাঙ্গ পাঙ্গ
শিক্ষা কি হয় চাষ?
শিক্ষক নেতা খাদক হবে
আন্দোলনেও বাঁশ!
বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫
যখন আমি ছোট্ট ছিলাম সকাল বেলা শীতের দিনে রোদ পোহাতাম পড়ার খেলা। আয়রে তোরা আয় দেখে যা ইস্কুল আমার! কেমন মজা পড়ছি জাগে নেশা জানার! আয়রে আমার সঙ্গে তোরা কে কে যাবি? গাড়ি ঘোড়া চড়বি ইটে ঘর বানাবি!
যখন আমি ছোট্ট ছিলাম
সকাল বেলা
শীতের দিনে রোদ পোহাতাম
পড়ার খেলা।
আয়রে তোরা আয় দেখে যা
ইস্কুল আমার!
কেমন মজা পড়ছি জাগে
নেশা জানার!
আয়রে আমার সঙ্গে তোরা
কে কে যাবি?
গাড়ি ঘোড়া চড়বি ইটে
ঘর বানাবি!
গাছটা যদি সরকারি হয় ডালপালারা কোম্পানীর? ডালায় বসে কাটছি ডালা দক্ষ আমি দক্ষ বীর!
ডালপালারা কোম্পানীর?
ডালায় বসে কাটছি ডালা
দক্ষ আমি দক্ষ বীর!
রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
দাড়ি রাখি টুপি পড়ি বড় মুসলিম আমি না? দ্বীনের পথে মেহনত করি স্ত্রী পুত্র দামী না! নফল পড়ি রাতে দিনে রোজাও তো দুচার দিন স্ত্রী ঘরে আল্লাহ নামে আমি শুধী খোদার ঋণ। নামটাও আমার আব্দুল্লাহ মাথার পাগড়ি নামে না সারাক্ষণই আল্লাহ জপি হাতের তসবিহ থামে না! লাইন ধরে যাই চিল্লা দিতাম এক প্লেটে ভাত খিচুড়ি চারপাশে যা ঘটছে ঘটুক নাই করি ডাকাতি চুরি। কুরআন পড়ি জিকির করি আমল করি ফাযায়েল বিশ্ব মুসলিম নির্যাতিত আমি সুখে; খোদার খেল! শুনি বসে বুজুর্গদের কিসসা কত মধুর হয় মসজিদ থেকে মসজিদ যাই কদম কদম নেকি হয়! আমি কোন দল করি না নিরপেক্ষ নিরাপদ যারা দেশে হরতাল ডাকে মানুষ মারে; তারা বদ! বেহেস্তে তো আমিই যাব চিল্লা ছাড়া আমল হয়? মউদুদিরা রাজনীতিতে কেমনে তাদের ম
দাড়ি রাখি টুপি পড়ি
বড় মুসলিম আমি না?
দ্বীনের পথে মেহনত করি
স্ত্রী পুত্র দামী না!
নফল পড়ি রাতে দিনে
রোজাও তো দুচার দিন
স্ত্রী ঘরে আল্লাহ নামে
আমি শুধী খোদার ঋণ।
নামটাও আমার আব্দুল্লাহ
মাথার পাগড়ি নামে না
সারাক্ষণই আল্লাহ জপি
হাতের তসবিহ থামে না!
লাইন ধরে যাই চিল্লা দিতাম
এক প্লেটে ভাত খিচুড়ি
চারপাশে যা ঘটছে ঘটুক
নাই করি ডাকাতি চুরি।
কুরআন পড়ি জিকির করি
আমল করি ফাযায়েল
বিশ্ব মুসলিম নির্যাতিত
আমি সুখে; খোদার খেল!
শুনি বসে বুজুর্গদের
কিসসা কত মধুর হয়
মসজিদ থেকে মসজিদ যাই
কদম কদম নেকি হয়!
আমি কোন দল করি না
নিরপেক্ষ নিরাপদ
যারা দেশে হরতাল ডাকে
মানুষ মারে; তারা বদ!
বেহেস্তে তো আমিই যাব
চিল্লা ছাড়া আমল হয়?
মউদুদিরা রাজনীতিতে
কেমনে তাদের ম
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫
আপনি যে দলই করুন না কেন, আমার ফ্রেন্ড লিস্টের এমন কে কে আছেন যারা কারো ভাল কাজ দেখলেই উত্তেজিত হন। মেজাজ খারাপ করেন। গালমন্দ করেন। আমি তাদেরকে আজ একটু বাঁছাই করতে চাই! তারা দয়া করে একটু হাত তুলেন! ০ ধরুন আপনার সাথে এমন কারো দেখা হলো, তিনি আপনাকে সালাম দিলে তাকে আপনি ধর্মীয় গোড়া বা মৌলবাদী ভাবেন। ০ আমি হিন্দুদের কথা টানব না। যেহেতু আমি মুসলিম, সেই হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আপনি হুজুর/মুন্সী বলে ইয়ারকি করেন। ০ আর এমন যারা আছেন যে আপনি এক ধর্মের। কিন্তু অন্য ধর্মের লোকদেরকে অযথাই ধিক্কার, বাজে মন্তব্য করতে থাকেন। ০ অথবা আপনি যে ধর্মেই থাকেন বা না থাকেন ধর্মীয় কাম-কাজ আপনার অসহ্য এমন বন্ধুগণ দয়া করে হাত তুলেন! এখনই আপনার সাথে আমার বুঝাপড়া আছে...
০ ধরুন আপনার সাথে এমন কারো দেখা হলো, তিনি আপনাকে সালাম দিলে তাকে আপনি ধর্মীয় গোড়া বা মৌলবাদী ভাবেন।
০ আমি হিন্দুদের কথা টানব না। যেহেতু আমি মুসলিম, সেই হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আপনি হুজুর/মুন্সী বলে ইয়ারকি করেন।
০ আর এমন যারা আছেন যে আপনি এক ধর্মের। কিন্তু অন্য ধর্মের লোকদেরকে অযথাই ধিক্কার, বাজে মন্তব্য করতে থাকেন।
০ অথবা আপনি যে ধর্মেই থাকেন বা না থাকেন ধর্মীয় কাম-কাজ আপনার অসহ্য এমন বন্ধুগণ দয়া করে হাত তুলেন! এখনই আপনার সাথে আমার বুঝাপড়া আছে...
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
কিছু টিভি চ্যানেলকে দেখলাম যারা- ০ তারা শুধু কিভাবে সংসারে প্যাঁচ লাগাতে হয় তা সারাক্ষণ শিখায় ০ কিভাবে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাতে হয় তা শিখায় ০ স্বামী-স্ত্রীতে কিভাবে ভাঙ্গন ধবারে তা শিখায় ০ ভাই-বোনে কিভাবে ইজি প্রেম কাহিনী ইজি সেক্স কাহিনী গল্প করে তা শিখায় ০ কাকে খুন করে কিভাবে বড় লোক হওয়া যায় তা শিখায় ০ সুখের সংসারে কিভাবে ষড়যন্ত্র করে সংসার ভাঙ্গতে হয় তা শিখায় ০ কোন কোন পদ্ধতি মানুষ খুন করতে হয় তার পদ্ধতি শিখায় -এগুলো আমাদের চ্যানেল নয়। বিদেশী চ্যানেল। যতই হোক বাংলাদেশের মানুষ কখনো এসব আজেবাজে বিদ্যা শিক্ষা দিতে পারে না।
০ তারা শুধু কিভাবে সংসারে প্যাঁচ লাগাতে হয় তা সারাক্ষণ শিখায়
০ কিভাবে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাতে হয় তা শিখায়
০ স্বামী-স্ত্রীতে কিভাবে ভাঙ্গন ধবারে তা শিখায়
০ ভাই-বোনে কিভাবে ইজি প্রেম কাহিনী ইজি সেক্স কাহিনী গল্প করে তা শিখায়
০ কাকে খুন করে কিভাবে বড় লোক হওয়া যায় তা শিখায়
০ সুখের সংসারে কিভাবে ষড়যন্ত্র করে সংসার ভাঙ্গতে হয় তা শিখায়
০ কোন কোন পদ্ধতি মানুষ খুন করতে হয় তার পদ্ধতি শিখায়
-এগুলো আমাদের চ্যানেল নয়। বিদেশী চ্যানেল। যতই হোক বাংলাদেশের মানুষ কখনো এসব আজেবাজে বিদ্যা শিক্ষা দিতে পারে না।
গুড বাই সমিতি! গুড বাই স্যার! ইট ঘর চাই না পোলাও আবার! সরকার দেয় যা খাওয়া দরকার শিক্ষক মরি না খাই সে খাবার!
গুড বাই স্যার!
ইট ঘর চাই না
পোলাও আবার!
সরকার দেয় যা
খাওয়া দরকার
শিক্ষক মরি না
খাই সে খাবার!
অনেক দিন আমি প্রাইমারি গ্রুপে ঢুকিতে পারিনাই। অনেক দিন! নেট প্রচন্ড রকম স্লো আছিল। কিন্তু বেবাক্কের লেখাগুলো পড়তে পারছিলাম। কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি, নতুন বছর নিয়া, নতুন বই নিয়া, নতুন নিয়োগ নিয়া সবাই ব্যস্ত। আমার যে মন ভাল নাই সেটা আমি কা্রে বলি বুঝাই? সহকারীদের মনে ভীষণ দুঃখ। হয়তো কিছু দিন যাবত অনেকেরই মনে নাই। ৯ই মার্চের ঘোষণার আগে আমরা সহকারীরা আর হেড স্যারেরা যখন এক লগে ঢাকা গিয়া আন্দোলন করতে গেলাম, সরকার শুধু হেড স্যারদের আলাদা ডাইকা নিয়া ভালা ভালা খাওয়াইল। আর আমাদেরকে না খাওয়াইয়া ফিরাইয়া দিল। সেটা কি আমার প্রেস্টিজে লাগে নাই? আপনার লাগে নাই? আচ্ছা বাদ দিলাম ঐ কথা। আমরা সহকারীরাই তো মিলিয়া ঝিলিয়া সরকারকে দুঃখ কইব বলিয়া সারা দেশ থেইকা ঢাকা যাইয়া মিটিং কইরা নতুন একটা সমিতি করলাম। ভালা মনে কইরা একজনকে আহবায়ক কইরা দায়-দায়িত্ব সব বুঝিয়া দিলাম। উনি এখন এই সমিতির মালিক। আর কেউ এই সমিতিতে আসতে পারবে না। তাই আমরাও আর যাইনা। এই সমিতি কি কেউ একা সাব-কবলা করে কিনেছে? নাকি বাবার সম্পত্তি হিসেবে ওয়ারিশ পেয়েছে? সহকারীরা জানতে চায়! পে-স্কেল ঘোষণা হয়েই গেল। আজ হইছে? ঘোষণারও অনেক দিন চইলা যাইতাছে! আর সময় খুব বেশি দূরে নাই। কোথায় আমাদের মনের কথার প্রকাশ? আমাদের কথা তো দেখি এই ফেসবুক পর্যন্ত। প্রধানমন্ত্রী কি জানেন আমাদের মনে এত দুঃখ? তিনি কি জানেন আমাদের ভাঙ্গা মন নিয়াই প্রতিদিন ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইস্কুলে শিক্ষার্থীদের পাঠ দান করি? যদি না জানেন তবে জানািবে কে? কিভাবে আগামী জুলাই/১৫ এর মধ্যে আমাদের কাংখিত মর্যাদা পাই? একটু ভাবুন! সময় চইলা যায়! আর এ সুযোগ পাইব না! যেভাবে তফাত বাইড়া যাইতাছে তাতে আমাদের ভবিষ্যত আন্ধাইর। শিক্ষক হইয়াও আমরা কর্মচারী। আর তর সইতাছে না। কে আছো জোয়ান? হও আগুয়ান! হাঁকিছে ভবিষ্যৎ...
দিন যায় কথা থাকে প্রশি পায় সশি ফাঁকে সুখি রা স্বপ্ন আঁকে দুঃখী রা প্রভু ডাকে বেশি খায় প্রশি পাকে সশি দের ঘুষি নাকে
কথা থাকে
প্রশি পায়
সশি ফাঁকে
সুখি রা
স্বপ্ন আঁকে
দুঃখী রা
প্রভু ডাকে
বেশি খায়
প্রশি পাকে
সশি দের
ঘুষি নাকে
শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
মূর্খ চালায় শিক্ষিতদের বোধ আছে আজি কার? ঐ দিন হায় আর পাব কি সুখ শ্বাস টানিবার!
মূর্খ চালায় শিক্ষিতদের
বোধ আছে আজি কার?
ঐ দিন হায় আর পাব কি
সুখ শ্বাস টানিবার!