রবিবার, ৯ মার্চ, ২০১৪

বসন্ত এলো রে গাছেদের জামা নাই শীত যায় যায় চলে খেলাখেলি মানা নাই। রৌদ্র রাঙ্গায় চোখ বৃষ্টিরা হারায়ে ঝিঁঝিদের উল্লাস গরমটা বাড়ায়ে। লিচুর বাগান জুড়ে মৌ উড়ে উড়িয়া শিশুমন চনচন আম শিশু কুড়িয়া।

বসন্ত এলো রে
গাছেদের জামা নাই
শীত যায় যায় চলে
খেলাখেলি মানা নাই।
রৌদ্র রাঙ্গায় চোখ
বৃষ্টিরা হারায়ে
ঝিঁঝিদের উল্লাস
গরমটা বাড়ায়ে।
লিচুর বাগান জুড়ে
মৌ উড়ে উড়িয়া
শিশুমন চনচন
আম শিশু কুড়িয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন