প্রাইমারি মাস্টার
গুন গাই কাজটার
ছাত্রীটা নাম তার জরিনা
মা বাবা মুঃখ
এতগুলো দুঃখ
তাই আমি ইসকুলে পরি না।
গায়ে নাই জামা তোর
কেমনে যে হয় ভোর
জানিরে জানি তোর বেদনা
হাতটা তো বুলিয়ে
হয় তো বা ভুলিয়ে
দেবে যদি বলি তোরে কেঁদনা।
মনে মনে বলিলাম
চোখ বুজে চলিলাম;
জানা নেই পেট ভরে কি দিয়ে
কি করে দেখাই খেল
আমারও যে নাই বেল
টিফিনেও পানি খাই চিবিয়ে।
গুন গাই কাজটার
ছাত্রীটা নাম তার জরিনা
মা বাবা মুঃখ
এতগুলো দুঃখ
তাই আমি ইসকুলে পরি না।
গায়ে নাই জামা তোর
কেমনে যে হয় ভোর
জানিরে জানি তোর বেদনা
হাতটা তো বুলিয়ে
হয় তো বা ভুলিয়ে
দেবে যদি বলি তোরে কেঁদনা।
মনে মনে বলিলাম
চোখ বুজে চলিলাম;
জানা নেই পেট ভরে কি দিয়ে
কি করে দেখাই খেল
আমারও যে নাই বেল
টিফিনেও পানি খাই চিবিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন