সংসারে মাতবরি করি না
গরু-ক্ষেত হাত দিয়ে ধরি না
হাল চাষে ব্যস্ত যে বড় ভাই
আমি নাকি ঘরে শুয়ে বসে খাই
সারা দিন ইসকুল দোকানে
এই দেহে এতো কাজ কি মানে?
আমি কিছু জানি না জানি না
কিনে নাকি তরকারি আনি না
পেট ভরে খাইতেও মন চায়
খেতে বসে পারি না তা লজ্জায়
শরীরে কত কাজ মানাবে
ভেতরের কষ্ট কে জানাবে?
সব কিছু জানে ঐ আল্লাহ
হাশরেও আছে জানি পাল্লা!
গরু-ক্ষেত হাত দিয়ে ধরি না
হাল চাষে ব্যস্ত যে বড় ভাই
আমি নাকি ঘরে শুয়ে বসে খাই
সারা দিন ইসকুল দোকানে
এই দেহে এতো কাজ কি মানে?
আমি কিছু জানি না জানি না
কিনে নাকি তরকারি আনি না
পেট ভরে খাইতেও মন চায়
খেতে বসে পারি না তা লজ্জায়
শরীরে কত কাজ মানাবে
ভেতরের কষ্ট কে জানাবে?
সব কিছু জানে ঐ আল্লাহ
হাশরেও আছে জানি পাল্লা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন