রবিবার, ৯ মার্চ, ২০১৪

আমি যখন প্রাইমারিতে পড়ি; মা বলতেন-ফাইভ পাস পরে কিনে দিব ঘড়ি। এসএসসি পাশ করিয়া কলেজেতে এসে; সাইকেল পাওয়ার স্বপ্নটাও সহসাই গেল ভেসে। এখন সেই প্রাইমারি মাস্টার; মা দিল না, সরকার কি আর দাম দিবে কাজটার? তখন থেকেই গরিব গরিব ভাব; মা বলত, গরিবের নাই বিরাট বিরাট পাপ। বেতনটা আর বাড়ানোর কি দরকার? মায়ের চেয়ে যোগ্যতা কি আছে তোর সরকার???

আমি যখন প্রাইমারিতে পড়ি;
মা বলতেন-ফাইভ পাস পরে কিনে দিব ঘড়ি।
এসএসসি পাশ করিয়া কলেজেতে এসে;
সাইকেল পাওয়ার স্বপ্নটাও সহসাই গেল ভেসে।
এখন সেই প্রাইমারি মাস্টার;
মা দিল না, সরকার কি আর দাম দিবে কাজটার?
তখন থেকেই গরিব গরিব ভাব;
মা বলত, গরিবের নাই বিরাট বিরাট পাপ।
বেতনটা আর বাড়ানোর কি দরকার?
মায়ের চেয়ে যোগ্যতা কি আছে তোর সরকার???

মা নাই সুস্থ্য মন ভাল নাই; আজকের স্বপ্নটা কেমনে সাজাই! মা ভাত খায় না কেউ খাই না হাসি উৎফুল্লতা কাজে পাই না। ও আমার আল্লাহ রহম করো মা আমার সংসারে অনেক বড়!

মা নাই সুস্থ্য
মন ভাল নাই;
আজকের স্বপ্নটা
কেমনে সাজাই!
মা ভাত খায় না
কেউ খাই না
হাসি উৎফুল্লতা
কাজে পাই না।
ও আমার আল্লাহ
রহম করো
মা আমার সংসারে
অনেক বড়!

বাহাদুরী কম কি ধরবে রাজাই; গরীব মানুষেরা স্বপ্ন সাজাই। বাঁশের পাতার সুরে বাঁশরি বাজাই কলার মোর্চা দিয়া তরকারি খাই। সুতায় সেলাই ছাড়া পড়নে জামাই বিয়ার বছর যায় বাজে না সানাই! ডিজিটাল পোলা তো নাই যে কামাই সাজতেই হয় না বউয়ের জামাই!

বাহাদুরী কম কি
ধরবে রাজাই;
গরীব মানুষেরা
স্বপ্ন সাজাই।

বাঁশের পাতার সুরে
বাঁশরি বাজাই
কলার মোর্চা দিয়া
তরকারি খাই।

সুতায় সেলাই ছাড়া
পড়নে জামাই
বিয়ার বছর যায়
বাজে না সানাই!

ডিজিটাল পোলা তো
নাই যে কামাই
সাজতেই হয় না
বউয়ের জামাই!

শিক্ষক বলে-

শিক্ষক বলে- ছাত্র আমার ইসকুল আমার প্রাণ!
মন্ত্রী বলে- কি কবি ক, তোর প্রতি নাই টান!

শিক্ষক বলে- সরকার ও, বেতন বড়ই কম!
মন্ত্রী বলে- ও পন্ডিত, কথা কম একদম!

শিক্ষক বলে- না খেয়ে আর চলে না আমার পা!
মন্ত্রী বলে- পড়াইলে পড়া, মন না চাইলে চলে যা!

লাল লাল কাঁঠালের গাছে ধরে ফুল আম গাছে আম আগে আমের মুকুল। ফুলে ফুলে ভরে আছে জাম্বুরা গাছ ছোট্ট পুকুর নাড়ে বড় বড় মাছ! ক্ষেত ভরা খিরাই আর মিষ্টি কদু আয় আয় খেতে আয় জামাই-বধু! দুই চার পেটে কত যায়রে খাওয়া? তোদের কাছে পেলে বেজায় পাওয়া!

লাল লাল কাঁঠালের গাছে ধরে ফুল
আম গাছে আম আগে আমের মুকুল।
ফুলে ফুলে ভরে আছে জাম্বুরা গাছ
ছোট্ট পুকুর নাড়ে বড় বড় মাছ!
ক্ষেত ভরা খিরাই আর মিষ্টি কদু
আয় আয় খেতে আয় জামাই-বধু!
দুই চার পেটে কত যায়রে খাওয়া?
তোদের কাছে পেলে বেজায় পাওয়া!

সোনার বাংলা গড়তে যদি সোনার ছেলে চাই; প্রধানমন্ত্রী জানেন না যে সহকারীদের বেতন নাই? প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণি স্কেলটা কেনই কম?! সহকারীরা শিক্ষকই তো খেয়াল নাই একদম? পড়া পড়ায় সহকারীরা; মান বাড়াইলা কারে? মনের দুঃখ মনে রেখেই স্বাক্ষরতা হার বাড়ে? বন্ধু আমার সহকারীগণ দিন যায় আসে দিন অবুঝ সরকার জুলুম করছে শুধরিবেই সব ঋণ!

সোনার বাংলা গড়তে যদি
সোনার ছেলে চাই;
প্রধানমন্ত্রী জানেন না যে
সহকারীদের বেতন নাই?
প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণি
স্কেলটা কেনই কম?!
সহকারীরা শিক্ষকই তো
খেয়াল নাই একদম?
পড়া পড়ায় সহকারীরা;
মান বাড়াইলা কারে?
মনের দুঃখ মনে রেখেই
স্বাক্ষরতা হার বাড়ে?
বন্ধু আমার সহকারীগণ
দিন যায় আসে দিন
অবুঝ সরকার জুলুম করছে
শুধরিবেই সব ঋণ!

বসন্ত এলো রে গাছেদের জামা নাই শীত যায় যায় চলে খেলাখেলি মানা নাই। রৌদ্র রাঙ্গায় চোখ বৃষ্টিরা হারায়ে ঝিঁঝিদের উল্লাস গরমটা বাড়ায়ে। লিচুর বাগান জুড়ে মৌ উড়ে উড়িয়া শিশুমন চনচন আম শিশু কুড়িয়া।

বসন্ত এলো রে
গাছেদের জামা নাই
শীত যায় যায় চলে
খেলাখেলি মানা নাই।
রৌদ্র রাঙ্গায় চোখ
বৃষ্টিরা হারায়ে
ঝিঁঝিদের উল্লাস
গরমটা বাড়ায়ে।
লিচুর বাগান জুড়ে
মৌ উড়ে উড়িয়া
শিশুমন চনচন
আম শিশু কুড়িয়া।

বুধবার, ৫ মার্চ, ২০১৪

সংসারে মাতবরি করি না গরু-ক্ষেত

সংসারে মাতবরি করি না
গরু-ক্ষেত হাত দিয়ে ধরি না
হাল চাষে ব্যস্ত যে বড় ভাই
আমি নাকি ঘরে শুয়ে বসে খাই
সারা দিন ইসকুল দোকানে
এই দেহে এতো কাজ কি মানে?
আমি কিছু জানি না জানি না
কিনে নাকি তরকারি আনি না
পেট ভরে খাইতেও মন চায়
খেতে বসে পারি না তা লজ্জায়
শরীরে কত কাজ মানাবে
ভেতরের কষ্ট কে জানাবে?
সব কিছু জানে ঐ আল্লাহ
হাশরেও আছে জানি পাল্লা!

মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪

অনেক দিন পরে ভিন্ন খাওয়া দুই ভাই আবার একসাথে ক্রিকেট খেলছি...!

সেই কবে যে দুই ভাই এক সাথে মিলে মাঠে ফুটবল খেলতাম। ক্রিকেট খেলতাম। খেলতাম দাড়িয়াবান্দা, হাডুডু, কানামাছি, গোল্লাছুট আরো কত কি খেলা! শয়তান কখনো কারো ভাল চায় না। সে সারাক্ষণই ভাল মানুষের পাশ ঘেঁষে থাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য।

[বিশেষ কথাঃ- শয়তান খারাপ মানুষের কাছে যেতে হয় না; কারণ, খারাপ মানুষ এমনিতেই শয়তানের চেয়ে বড় বড় শয়তানি করে থাকে। শয়তানও খারাপ মানুষের শয়তানী দেখে লজ্জা পায়।]

আমাদের দুই ভাইয়ের এত মিল পাশে দাঁড়িয়ে চেয়ে থাকা শয়তানটার পছন্দ হল না। ভেতরে ভেতরে সে তেলে-বেগুনে জ্বলে উঠল। সে বাহারী চক্রান্ত করে আমাদের মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ঝগড়ার কথা বানিয়ে বলেছে। জোর করে আমাদের ভিন্ন করেছে। আমাদের জায়গা-জমি আলাদা করে দিয়েছে। আমাদের নাম পরিবর্তন করে দিয়েছে। আর জোর করেই আমাদের আলাদা খাইতে বাধ্য করেছে। আমরা দুই ভাই খুব শান্ত প্রকৃতির। আমরা সহজ সরল। কোন শয়তানী জানি না। চক্রান্ত বুঝি না। তাই কিছুই বুঝে উঠতে আর কিছু বলতে, করতে পারি নি। শুধু ভুগেই গেলাম। আলাদা থাকলাম অনেক দিন হল। সেই থেকে আর আমার ভাইয়ের পাশে এক সাথে বসে খাইতে পাই না! এক সাথে খেলা করতে পারি না! আজও আমাদের সময় কাটছে ভাই ভাইয়ের কথা স্মরণ করে করে!

কালের চাকা ঘুরতে ঘুরতে আবার সেই ভাইয়ের সাথে একসাথ হয়ে খেলা করার সুযোগ হয়েছে। আবার আমরা দু'ভাই মিলে মাঠে খেলছি। এখন ইন্টারনেটের যুগ। ডিজিটাল যুগ। আগের মানুষ জানত না তলে তলে কে কার ক্ষতি করে চলেছিল। কিন্তু আজ সেই সময় আর নেই। মানুষ আজ সত্য-মিথ্যা বুঝতে শিখেছে। সারা দুনিয়ার মানুষ এবার দেখছে দুই ভাইয়ের মিলন মুহূর্ত।

আমাদের দুই জনের মিল দেখে চিন্তা করবে তারা; আমাদের আলাদা থাকার চক্রান্তের কথা। সেই শত্রুটাকে চিনবে। শত্রু থেকে সবাই এবার দূরে থাকবে। তাকে নিজের কাছে ঘেঁষতে বাধা দিবে। আর দোয়া করবে আমাদের দুই ভাইয়ের স্মৃতিচারণগুলোকে আল্লাহ কবুল করবেন। দুই ভাইয়ের ভালবাসাকে কবুল করবেন। আর দোয়া করবেন, যারা নিজেদের স্বার্থে দুই ভাইয়ের মাঝে মিথ্যা অপবাদে ফাটল ধরায়। সবাই বলবেন, চক্রান্তকারীরা ধ্বংশ হোক!

শনিবার, ১ মার্চ, ২০১৪

প্রাইমারি মাস্টার গুন গাই কাজটার ছাত্রীটা নাম তার জরিনা মা বাবা মুঃখ এতগুলো দুঃখ তাই আমি ইসকুলে পরি না। গায়ে নাই জামা তোর কেমনে যে হয় ভোর জানিরে জানি তোর বেদনা হাতটা তো বুলিয়ে হয় তো বা ভুলিয়ে দেবে যদি বলি তোরে কেঁদনা। মনে মনে বলিলাম চোখ বুজে চলিলাম; জানা নেই পেট ভরে কি দিয়ে কি করে দেখাই খেল আমারও যে নাই বেল টিফিনেও পানি খাই চিবিয়ে।

প্রাইমারি মাস্টার
গুন গাই কাজটার
ছাত্রীটা নাম তার জরিনা
মা বাবা মুঃখ
এতগুলো দুঃখ
তাই আমি ইসকুলে পরি না।
গায়ে নাই জামা তোর
কেমনে যে হয় ভোর
জানিরে জানি তোর বেদনা
হাতটা তো বুলিয়ে
হয় তো বা ভুলিয়ে
দেবে যদি বলি তোরে কেঁদনা।
মনে মনে বলিলাম
চোখ বুজে চলিলাম;
জানা নেই পেট ভরে কি দিয়ে
কি করে দেখাই খেল
আমারও যে নাই বেল
টিফিনেও পানি খাই চিবিয়ে।