আমার মনের আকাশ আজি
কালো মেঘে ঢাকে নি
সবাই বলে বৃষ্টি হবে
রোদের ছবি আঁকে নি।
ভাই বোনেরা বলল ডেকে
কান্না করে কি লাভ বল
বহু দূরের মুসাফির কয়
দিন চলে যায়, সামনে চল!
সত্যি বলতে জীবন থেকে
দুঃখ কত বলব আর
দুঃখ যদি মিশেই থাকে
বলার কওয়ার কি দরকার!
কালো মেঘে ঢাকে নি
সবাই বলে বৃষ্টি হবে
রোদের ছবি আঁকে নি।
ভাই বোনেরা বলল ডেকে
কান্না করে কি লাভ বল
বহু দূরের মুসাফির কয়
দিন চলে যায়, সামনে চল!
সত্যি বলতে জীবন থেকে
দুঃখ কত বলব আর
দুঃখ যদি মিশেই থাকে
বলার কওয়ার কি দরকার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন