শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪

রাগে চোখ লাল নীল জ্বলে মুখের আগে হাত পা চলে। মানুষের ভেতরে মানুষ তো নাই কথায় কথায় দাঁত চোখটা রাঙাই। সালামের মর্ম হারিয়ে গেল অক্ষর মুর্খরা আবার এল। শশুড় রাজাকার দাড়ি রাখিলে মৌলবাদি বলি কেউ সম্মান দিলে। এমন অশুভ কাল হারিয়ে যাক গণতন্ত্রই ফের শান্তি বাড়াক!

রাগে চোখ লাল নীল জ্বলে
মুখের আগে হাত পা চলে।
মানুষের ভেতরে মানুষ তো নাই
কথায় কথায় দাঁত চোখটা রাঙাই।
সালামের মর্ম হারিয়ে গেল
অক্ষর মুর্খরা আবার এল।
শশুড় রাজাকার দাড়ি রাখিলে
মৌলবাদি বলি কেউ সম্মান দিলে।
এমন অশুভ কাল হারিয়ে যাক
গণতন্ত্রই ফের শান্তি বাড়াক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন