কি করি হায়
দেখি না উপায়
বিদ্যুত্ থাকে না
ডিজিটাল BAL
কাম কাজে টাল
ইজ্জত রাখে না।
হুদাই হুদাই
ব্যস্ত বুধাই
দেশ তো চলে না
গতর জ্বলে
ইতর কলে
কেউ যে বলে না।
পরাণ কাঁদে
দুঃখ বাদে
কাঁদি আমিও
ওহো আল্লাহ
মেপে পাল্লায়
শান্তি দিও!
দেখি না উপায়
বিদ্যুত্ থাকে না
ডিজিটাল BAL
কাম কাজে টাল
ইজ্জত রাখে না।
হুদাই হুদাই
ব্যস্ত বুধাই
দেশ তো চলে না
গতর জ্বলে
ইতর কলে
কেউ যে বলে না।
পরাণ কাঁদে
দুঃখ বাদে
কাঁদি আমিও
ওহো আল্লাহ
মেপে পাল্লায়
শান্তি দিও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন