শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪

আমার মনের আকাশ আজি কালো মেঘে ঢাকে নি সবাই বলে বৃষ্টি হবে রোদের ছবি আঁকে নি। ভাই বোনেরা বলল ডেকে কান্না করে কি লাভ বল বহু দূরের মুসাফির কয় দিন চলে যায়, সামনে চল! সত্যি বলতে জীবন থেকে দুঃখ কত বলব আর দুঃখ যদি মিশেই থাকে বলার কওয়ার কি দরকার!

আমার মনের আকাশ আজি
কালো মেঘে ঢাকে নি
সবাই বলে বৃষ্টি হবে
রোদের ছবি আঁকে নি।
ভাই বোনেরা বলল ডেকে
কান্না করে কি লাভ বল
বহু দূরের মুসাফির কয়
দিন চলে যায়, সামনে চল!
সত্যি বলতে জীবন থেকে
দুঃখ কত বলব আর
দুঃখ যদি মিশেই থাকে
বলার কওয়ার কি দরকার!

মাস্টারি করি বাট ইজ্জত নাই ঘেনর ঘেনর চলে পুরা দিনটাই। আয়রে খোকার দল গলাগলি ধরি তোরা আর আমরা এক দুই পড়ি। তোদের আর আমাদের ফারাক তো নাই তোদের মতই মোরা শুধু চিল্লাই। তোরা পোলাপান মোরা তোদের রাখাল সরকার ভাবে মোরা, কি দারুন মাল! কাম কাজে এক্টিভ তোদের মতন পড়ানোর কাজে আর কত না যতন! দিন যায় আসে দিন এমনি চলে... জীবন তো মাস্টারী; খেলার ছলে!

মাস্টারি করি বাট ইজ্জত নাই
ঘেনর ঘেনর চলে পুরা দিনটাই।
আয়রে খোকার দল গলাগলি ধরি
তোরা আর আমরা এক দুই পড়ি।
তোদের আর আমাদের ফারাক তো নাই
তোদের মতই মোরা শুধু চিল্লাই।
তোরা পোলাপান মোরা তোদের রাখাল
সরকার ভাবে মোরা, কি দারুন মাল!
কাম কাজে এক্টিভ তোদের মতন
পড়ানোর কাজে আর কত না যতন!
দিন যায় আসে দিন এমনি চলে...
জীবন তো মাস্টারী; খেলার ছলে!

কি করি হায় দেখি না উপায় বিদ্যুত্‍ থাকে না ডিজিটাল BAL কাম কাজে টাল ইজ্জত রাখে না। হুদাই হুদাই ব্যস্ত বুধাই দেশ তো চলে না গতর জ্বলে ইতর কলে কেউ যে বলে না। পরাণ কাঁদে দুঃখ বাদে কাঁদি আমিও ওহো আল্লাহ মেপে পাল্লায় শান্তি দিও!

কি করি হায়
দেখি না উপায়
বিদ্যুত্‍ থাকে না
ডিজিটাল BAL
কাম কাজে টাল
ইজ্জত রাখে না।
হুদাই হুদাই
ব্যস্ত বুধাই
দেশ তো চলে না
গতর জ্বলে
ইতর কলে
কেউ যে বলে না।
পরাণ কাঁদে
দুঃখ বাদে
কাঁদি আমিও
ওহো আল্লাহ
মেপে পাল্লায়
শান্তি দিও!

রাগে চোখ লাল নীল জ্বলে মুখের আগে হাত পা চলে। মানুষের ভেতরে মানুষ তো নাই কথায় কথায় দাঁত চোখটা রাঙাই। সালামের মর্ম হারিয়ে গেল অক্ষর মুর্খরা আবার এল। শশুড় রাজাকার দাড়ি রাখিলে মৌলবাদি বলি কেউ সম্মান দিলে। এমন অশুভ কাল হারিয়ে যাক গণতন্ত্রই ফের শান্তি বাড়াক!

রাগে চোখ লাল নীল জ্বলে
মুখের আগে হাত পা চলে।
মানুষের ভেতরে মানুষ তো নাই
কথায় কথায় দাঁত চোখটা রাঙাই।
সালামের মর্ম হারিয়ে গেল
অক্ষর মুর্খরা আবার এল।
শশুড় রাজাকার দাড়ি রাখিলে
মৌলবাদি বলি কেউ সম্মান দিলে।
এমন অশুভ কাল হারিয়ে যাক
গণতন্ত্রই ফের শান্তি বাড়াক!

পাতা গাছে দোলে দেখ বাতাসে নীলের ভান্ডার আছে আকাশে। ফুল ফল জল পাই রহমে ভরের সমতা শীত গরমে। কি দারুণ কলরব পাখিয়া আল্লাহ আল্লাহ ডাকিয়া!

পাতা গাছে দোলে দেখ
বাতাসে
নীলের ভান্ডার আছে
আকাশে।
ফুল ফল জল পাই
রহমে
ভরের সমতা শীত
গরমে।
কি দারুণ কলরব
পাখিয়া
আল্লাহ আল্লাহ
ডাকিয়া!