ভাবতেই
চোখে পানি চলে আসছে, আমাদের মাঝে ছেলেরা কেউ বাড়িতে থাকতে পারছে না! কেন?
আমরা কি অন্যায় করেছি যে সরকারের গ্রেফতারের ভয়ে নিজের বাড়ি ছেড়ে নিজের
পরিবার ছেড়ে নিজের সন্তান ছেড়ে নিজের বাবা মা ছেড়ে একাকি যেথায় সেথায়
পালিয়ে বেড়িয়ে রাতটা কোন রকমে কাটিয়ে দেই? কিভাবে তারা বাড়িতে পুরুষহীনে
চুরি ডাকাতি আর পরিমলদের দেশে নিজেরাই নিরাপদ চিত্তে রাত যাপন করতে পারে?
কি করেছিল আমার বুড়া বাবা? তাঁকেও আজ রাত ১টায় ঘর
থেকে বেড়িয়ে একটা নির্মাণাধীন নিরিবিলি বিল্ডিংয়ে মশারি আর বিছানা বিহীন
একাকি রাত কাটাতে হবে? এগুলো কি জনতার উপর নির্যাতন নয়? এগুলো কি জনতার
অধিকার হরণ করা নয়?
-কি বিচার দিব? কাকে বিচার দিব? যে আল্লাহর
খুঁশির জন্য ইমান এনেছি মুসলিম হয়েছি নামাজ পড়ি কুরআন পড়ি তাঁর আদেশ মত
চলতে চাই, সে আল্লাহর উপরই এই রাত ছেড়ে আসলাম। হে আল্লাহ, আমার সব কিছু
তুমিই দেখে রেখো...