বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

বিবেকহীন শাসকের দেশতো চলছে!

বিবেকহীন শাসকের দেশতো চলছে!
শত শত খুন করে হৃদয় কি গলছে?
তারপরও নৌকায় ভোট দিও ভাইজান!
আলেমের ফাঁসির দড়ি সবে মিলে দেই টান!
এই টান সেই টান চেচাচ্ছো খুব!
মুমিন মুসলিমেরা এতই বেকুব?

আল্লাহর চেয়ে বেশি কে আর আপন?

রাজনীতি করি না
হালাল কামাই
মিথ্যা বলতে হবে?
তাও টান নাই!
এই নেতা কর্মীরা
চোরই সকল
কুরান হাদীস মানে
তারাই কেবল।
মারতেই পারে না
কোন এক প্রাণ
আল্লাহর পথে তবু
হবে কুরবান।
যেথায় হেথায় তুমি
সময় না দিও
সত্যকে ভালবাসি
দেখো আমিও..
শান্তিকামীদের সাথে
তুমিও আস
সব থেকে এই পথ
বেশি ভালবাস!
মিথ্যার ছড়াছড়ি;
ভেঙ্গে গেছে মন?
আল্লাহর চেয়ে বেশি
কে আর আপন?

যেথায় হেথায় তুমি সময় না দিও

যেথায় হেথায় তুমি
সময় না দিও
সত্যকে ভালবাসি
দেখো আমিও..
শান্তিকামীদের সাথে
তুমিও আস
সব থেকে এই পথ
বেশি ভালবাস!
মিথ্যার ছড়াছড়ি;
ভেঙ্গে গেছে মন?
আল্লাহর চেয়ে বেশি
কে আর আপন?

সবার আগে সালাম দিলে কুশল ভাল হয়

সবার আগে সালাম দিলে
কুশল ভাল হয়
নিরাপদই ভাববে তোমায়
কেটে যাবে ভয়।
আজ থেকে শপথ কর
হাই হেলো বাদ
মুসলিম বড় শান্তি প্রিয়
জব্বর সংবাদ!

এখনই সময়! বিয়ে করে নাও

এখনই সময়!
বিয়ে করে নাও
লাখো লাখো শিবিরের
বীজ বুনে দাও!
শিবির জামাত ছাড়া
কেউ বুঝে না
সংগ্রাম না করিয়া
দ্বীন আসে না।
যখন যা দরকার
করে ফেলো তাই
নিজে না পারি তবে
বাবাকে জানাই!

ফয়সালা দাবী পেয়েই; স্কুল ভালবাসার...

মনের ব্যাথা মনেই থাকে
বুঝল না সরকার
আমাদেরও সংসার আছে
টাকা পয়সা দরকার!
আমরা নাকি কিপটা থাকি
ব্যয়ের হিসাব কড়া
বুঝতে চায় না জীবনের কত
চলছে আজি খরা!
এই বার যদি মানবেই না
দাবী বড় আশার
ফয়সালা দাবী পেয়েই;
স্কুল ভালবাসার...

সুন্দরী নারীরা আমার আগে!

চাকরী করতে যাব?
মহিলা কোটা!
হাজার বছর ধরে হয় নি যেটা।
চাকরী হয় না হয় না
খারাপই মন
আর কবে হবে মনের আশা পূরণ!
আমি কি হতাশ হব
নাকি মূর্ছাই
অলরেডি কম খাই
কম ঘুম যাই!
আমার কি দোষ?
আল্লাহ মহান দিল যার যা লাগে
সুন্দরী নারীরা আমার আগে!

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

আমি ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি -তাতে কার কি?

আমি ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি
-তাতে কার কি?

আমি সৎ আদর্শ চরিত্রবান লোককে ভোট দিতে চাই
-তাকে কার কি?
আমি ইসলামী জিন্দেগী কাটাতে চাই
-তাতে কার কি?
আমি সকাল সন্ধ্যা কুরআন হাদিস অধ্যয়ন করতে চাই
-তাতে কার কি?
আমি প্রতেকটা মুসলিমকে সালাম দিতে চাই
-তাতে কার কি?
আমি অন্যের অধিকার হরণকারীকে ঘৃণা করতে চাই
-তাতে কার কি?
আমি আল্লাহর জন্য কাউকে ভালবাসতে চাই
-তাতে কার কি?

ডরাইছে রে ডরাইছে হাম্বা গরু ডরাইছে রাজপথে না খাড়াইছে ক্ষমতা টাইম বাড়াইছে চুপি চুপি ভাগাইছে শিবির জামাত আগাইছে পুলিশলীগার লাগাইছে আম জনতা জাগাইছে মাজলুমদের রাগাইছে বেন্দা হাতে দাঁড়াইছে সামনে যা পায় মারাইছে...

ডরাইছে রে ডরাইছে
হাম্বা গরু ডরাইছে
রাজপথে না খাড়াইছে
ক্ষমতা টাইম বাড়াইছে
চুপি চুপি ভাগাইছে
শিবির জামাত আগাইছে
পুলিশলীগার লাগাইছে
আম জনতা জাগাইছে
মাজলুমদের রাগাইছে
বেন্দা হাতে দাঁড়াইছে
সামনে যা পায় মারাইছে...

আর মাত্র ২ ঘন্টা পরই ২৫ অক্টোবর! সবাই এই দোয়াটা পড়তে থাকুন, "লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জোয়ালিমীন"। আর রাজপথে নামার প্রস্তুতি নিতে থাকুন। মুখে মুখে আর মনে মনে এই কালিমা জোরে জোরে উচ্চারণ করতে করতে নামবেন "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ!" আর মনে মনে আশ পোষণ করতে থাকবেন, আল্লাহ অচিরেই ইসলামের বিজয় আনবেন। আমিন!

আর মাত্র ২ ঘন্টা পরই ২৫ অক্টোবর! সবাই এই দোয়াটা পড়তে থাকুন, "লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জোয়ালিমীন"। আর রাজপথে নামার প্রস্তুতি নিতে থাকুন। মুখে মুখে আর মনে মনে এই কালিমা জোরে জোরে উচ্চারণ করতে করতে নামবেন "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ!" আর মনে মনে আশ পোষণ করতে থাকবেন, আল্লাহ অচিরেই ইসলামের বিজয় আনবেন। আমিন!

বন্ধু আমার লাইকও আমার যেথায় সত্য বলে কমেন্ট করে জানিয়ে দিব মিথ্যায় নাহি চলে। ভাইও আমার বোনও আমার আল্লাহর জন্যে যদি তুমি কেন বন্ধুও না হয়ে নিরব নিরবধী?

বন্ধু আমার লাইকও আমার
যেথায় সত্য বলে
কমেন্ট করে জানিয়ে দিব
মিথ্যায় নাহি চলে।
ভাইও আমার বোনও আমার
আল্লাহর জন্যে যদি
তুমি কেন বন্ধুও না হয়ে
নিরব নিরবধী?

ভাবতেই চোখে পানি চলে আসছে, আমাদের মাঝে ছেলেরা কেউ বাড়িতে থাকতে পারছে না!

ভাবতেই চোখে পানি চলে আসছে, আমাদের মাঝে ছেলেরা কেউ বাড়িতে থাকতে পারছে না! কেন? আমরা কি অন্যায় করেছি যে সরকারের গ্রেফতারের ভয়ে নিজের বাড়ি ছেড়ে নিজের পরিবার ছেড়ে নিজের সন্তান ছেড়ে নিজের বাবা মা ছেড়ে একাকি যেথায় সেথায় পালিয়ে বেড়িয়ে রাতটা কোন রকমে কাটিয়ে দেই? কিভাবে তারা বাড়িতে পুরুষহীনে চুরি ডাকাতি আর পরিমলদের দেশে নিজেরাই নিরাপদ চিত্তে রাত যাপন করতে পারে? কি করেছিল আমার বুড়া বাবা? তাঁকেও আজ রাত ১টায় ঘর থেকে বেড়িয়ে একটা নির্মাণাধীন নিরিবিলি বিল্ডিংয়ে মশারি আর বিছানা বিহীন একাকি রাত কাটাতে হবে? এগুলো কি জনতার উপর নির্যাতন নয়? এগুলো কি জনতার অধিকার হরণ করা নয়?

-কি বিচার দিব? কাকে বিচার দিব? যে আল্লাহর খুঁশির জন্য ইমান এনেছি মুসলিম হয়েছি নামাজ পড়ি কুরআন পড়ি তাঁর আদেশ মত চলতে চাই, সে আল্লাহর উপরই এই রাত ছেড়ে আসলাম। হে আল্লাহ, আমার সব কিছু তুমিই দেখে রেখো...

মরলে শহীদ বাঁচলে গাজী প্রতিরোধ গড়া চাই!

লগি বৈঠা আবার দেখি
জয়জয়কার জয়
মুমিন তবুও রাজপথেই
আল্লাহু আকবার কয়!
পুরা শহর পুরা দেশই
এদিক ওদিক চায়
কখন কে যে কান্ড করে
টেনশন বয়ে যায়!
আবার পাড়ে যে করেছে
২৮ অক্টোবরে
মুমিন হৃদয় আল্লাহ আল্লাহ
চোখের পানি ঝরে!
খালি হাতে বার বার মরা
ধৈর্যের কিছু নাই
মরলে শহীদ বাঁচলে গাজী
প্রতিরোধ গড়া চাই!

সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

পুরাই ফাঁকা মাঠ কেমনে খেলি? তারপরও সাবধান! দেখেই চলি!!

বৃষ্টির তালে তালে চিন্তা করি
পঁচিশ অক্টোবরে কোন্টা ধরি!
লগি বৈঠার বদলে নিব বৈঠা লগি
নাকি বাঁশের বেন্দায় স্টাইলটা ডগি?
সে যাহাই লই মাইর হবেই হবে
বাকশাল বাংলাদেশে টিকছে কবে?
সেই যে অক্টোবর আবার এল!
নাস্তিক কুকুরেরা কই যে গেল?
পুরাই ফাঁকা মাঠ কেমনে খেলি?
তারপরও সাবধান! দেখেই চলি!!

শরীর কুলালে করতাম আমি মানুষ পোলাপান!

কম কাম কইরা যদি আমি
ভাত খাইব কম
বেতন কমে পড়াতেই পাড়ি
আধা ঘন্টা কম!
আমাদেরে দেখেই সরকার করে
ছিঃ ছিঃ প্রাইমারী মাস্টার!
পোলাপান পড়াতে লাগে আবার
চক বোর্ড ডাস্টার?
দুই চারটা স্কুল হয় তো বা
বিস্কুট টিস্কুট পায়
সারা বাংলা পায় ফুটায়া
নেতারাই খাইয়ালায়।
সব জমিদার এই খান থেকেই
এ বি সি ডি শিখেছে
আজ ঠ্যাংয়ের জোড় হয়েছে
প্রাইমারীদের ফিকেছে!
আহঃ কত যে দুঃখ কোথায়
শিক্ষকের সম্মান
যদি বলি বেতন বাড়াও
রাজপথেই যায় প্রাণ!
সরকার আমায় দেখতে নারি
আমার কিসের টান?
শরীর কুলালে করতাম আমি
মানুষ পোলাপান!

রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

এবার আমি যুদ্ধে যাব ২৫ অক্টোবরে আমি আমার আল্লাহর পথে নাস্তিক নরোবরে। বিজয় হবে বিজয় হবে সেদিন নয়তো দূরে চেয়ে দেখো ঐ কালিমার নিষাণ উড়ে উড়ে!

এবার আমি যুদ্ধে যাব
২৫ অক্টোবরে
আমি আমার আল্লাহর পথে
নাস্তিক নরোবরে।
বিজয় হবে বিজয় হবে
সেদিন নয়তো দূরে
চেয়ে দেখো ঐ কালিমার
নিষাণ উড়ে উড়ে!

আমার দেশের শ্ত্রু ওরে কলিজা গেছে বেড়ে? দেখ না চেয়ে রাজপথে ঐ শিবির আসছে তেড়ে! ভয়ে কি তোর ভীত হৃদয় গায়ে বিধল কাটা? সাথে আসছে ঐ দেখ্ না মহিলারা হাতে ঝাটা!

আমার দেশের শ্ত্রু ওরে
কলিজা গেছে বেড়ে?
দেখ না চেয়ে রাজপথে ঐ
শিবির আসছে তেড়ে!
ভয়ে কি তোর ভীত হৃদয়
গায়ে বিধল কাটা?
সাথে আসছে ঐ দেখ্ না
মহিলারা হাতে ঝাটা!

আয়রে আমার সোনার ছেলের দল লগি বৈঠায় কাজ হবে না; দাদার দেশেই চল...!

আয়রে আমার সোনার ছেলের দল
লগি বৈঠায় কাজ হবে না;
দাদার দেশেই চল...!

কোথায় আছিস কুত্তা লীগার
কোথায় বিলাই চোর?
দৌড়ে পালা দৌড়ে পালা
হওয়ার আগে ভোর...!

আমাদের দাবী বুঝি আর পূরণ হবে না! যেখানে সরকারেরই ভাত নাই নাই অবস্থা সেখানে আমাদের প্রাইমারী পন্ডিতদের কি আর বেতন বাড়ে! সেই গরীব গরীবই থাকতে হবে; আর বুঝি জীবনে বড় লোক হওয়ার স্বাদ জিহ্বায় পাবে না............

আমাদের দাবী বুঝি আর পূরণ হবে না!
যেখানে সরকারেরই ভাত নাই নাই অবস্থা
সেখানে আমাদের প্রাইমারী পন্ডিতদের কি
আর বেতন বাড়ে!

সেই গরীব গরীবই থাকতে হবে;
আর বুঝি জীবনে বড় লোক হওয়ার স্বাদ
জিহ্বায় পাবে না............

...হ্যাঁ ঠিকই বলেছেন, খালেদা জিয়া আজ খুব শক্ত কথা বলেছেন।। এমন শক্ত কথা তো কতই শুনেছি। আমিও তো শুনেছি! এই ধরেন- ০ তুমুল আন্দোলন গড়ে তোলা হবে! ০ হাসিনার পতন করা হবে ০ দেশবাসীকে একত্রিত করা হবে ০ ইত্যাদি!...... -কিন্তু কথাগুলো যতটা শক্ত; মুখ তো ততটা শক্ত না। নয় তো পাঁচ বছর ধরে শিবির জামাত এতটা মাজলুম হত না! কি বলেন, ঠিক না?????

...হ্যাঁ ঠিকই বলেছেন, খালেদা জিয়া আজ খুব শক্ত কথা বলেছেন।।
এমন শক্ত কথা তো কতই শুনেছি। আমিও তো শুনেছি!
এই ধরেন-
০ তুমুল আন্দোলন গড়ে তোলা হবে!
০ হাসিনার পতন করা হবে
০ দেশবাসীকে একত্রিত করা হবে
০ ইত্যাদি!......

-কিন্তু কথাগুলো যতটা শক্ত; মুখ তো ততটা শক্ত না।
নয় তো পাঁচ বছর ধরে শিবির জামাত এতটা মাজলুম হত না!
কি বলেন, ঠিক না?????

আমি তো আশা করে বসে আছি, আগামী এক মাসের মাঝে আবার প্রাণ প্রিয় সাঈদীর সাথে পল্টনে একটা তাফসীর মাহফীলে একত্রিত হব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন...

আমি তো আশা করে বসে আছি, আগামী এক মাসের মাঝে
আবার প্রাণ প্রিয় সাঈদীর সাথে পল্টনে একটা তাফসীর মাহফীলে
একত্রিত হব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে
দান করেন। আমিন...

বাপ মায়ের প্রতি আমার তেমন একটা খেয়াল নেই ভাই বোনের প্রতিও তেমন খেয়াল নেই; কিন্তু জামাত শিবির নিয়া, তাদের উপর অত্যাচার নিয়া রাজনৈতিকভাবে তাদের অবস্থান নিয়া আমার মাথায় এত কিছু খেলে কেন বুঝি না। আমার মনে হয় আল্লাহর ভালবাসা থেকে এমনটা হতে পারে। আল্লাহ আমাদের মুসলিমদের আবার এক ময়দানে কাজ করার তৌফিক দান করুন। আমিন...

বাপ মায়ের প্রতি আমার তেমন একটা খেয়াল নেই
ভাই বোনের প্রতিও তেমন খেয়াল নেই;
কিন্তু জামাত শিবির নিয়া, তাদের উপর অত্যাচার নিয়া
রাজনৈতিকভাবে তাদের অবস্থান নিয়া আমার মাথায়
এত কিছু খেলে কেন বুঝি না।

আমার মনে হয় আল্লাহর ভালবাসা থেকে এমনটা
হতে পারে। আল্লাহ আমাদের মুসলিমদের আবার
এক ময়দানে কাজ করার তৌফিক দান করুন।
আমিন...

ওমা মাশি দেখি খালি গ্রেফতারই করে? এই মাত্র করল ৫০ জনেরও বেশি! তাও খালি শিবির জামাত। আমি তো বুঝলাম না শিবির জামাত তারে কি করল? কাহিনী কি তাহলে? ক্ষমতা তার রয়েই গেল? না না! তা হতে পারে না। বাকশাল বাঁচতে পারে না! বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ... হে আল্লাহ, সাহায্য করো......

ওমা মাশি দেখি খালি গ্রেফতারই করে?
এই মাত্র করল ৫০ জনেরও বেশি!
তাও খালি শিবির জামাত।
আমি তো বুঝলাম না শিবির জামাত তারে কি করল?

কাহিনী কি তাহলে? ক্ষমতা তার রয়েই গেল?
না না! তা হতে পারে না। বাকশাল বাঁচতে পারে না!

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ...
হে আল্লাহ, সাহায্য করো......

আওয়ামীলীগ কারে কয় শুনবা নাকি? ভিত্তিপ্রস্তর করে শুধুই বাকি! এমন বেলাজা দেখি কেমনে থাকি? কেমনে বেহায়া সরকার লুকায়া রাখি? পোড়া কপাল পোড়া কপাল পোড়া কপালের চাবি রাখল না রাখল না দাদা রাখল না দিদি...

আওয়ামীলীগ কারে কয়
শুনবা নাকি?
ভিত্তিপ্রস্তর করে
শুধুই বাকি!
এমন বেলাজা দেখি
কেমনে থাকি?
কেমনে বেহায়া সরকার
লুকায়া রাখি?

পোড়া কপাল পোড়া কপাল
পোড়া কপালের চাবি
রাখল না রাখল না দাদা
রাখল না দিদি...

যদি কোন আওয়ামীলীগকে দেখে মানুষের মত লাগে তবে মনে করবেন আপনার জানায় বহুত ভুল আছে। ভাল করে জানেন মানুষ আর আওয়ামীলীগের মাঝে ফারাক-তফাত। আল্লাহ আমাদের জানায়-বুঝায় গভীর জ্ঞান দান করুন আর তা মেনে জীবনে আমল করার তৌফিক দান করুন। আশা করা যায় যে আমরা সঠিক পথেই জান্নাতের দিকে যাব। আমিন...

যদি কোন আওয়ামীলীগকে দেখে মানুষের মত লাগে
তবে মনে করবেন আপনার জানায় বহুত ভুল আছে।
ভাল করে জানেন মানুষ আর আওয়ামীলীগের মাঝে
ফারাক-তফাত।

আল্লাহ আমাদের জানায়-বুঝায় গভীর জ্ঞান দান করুন
আর তা মেনে জীবনে আমল করার তৌফিক দান করুন।
আশা করা যায় যে আমরা সঠিক পথেই জান্নাতের দিকে
যাব। আমিন...

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

উল্টা শুধু আওয়ামীলীগ

বাঁদর ঘুমায় দিনের বেলা
উপরে থাকে ঠ্যাং
নির্বাচনে বারবার হেরে
জিহ্বাটা নাড়ে কেন্ ?
কোথায় মাথা কি আর কথা
বিবেকের তার ছেড়া
সে দিনও পেল চোরচুপাধি
জনতার হাতে ন্যাড়া!
সকল সৃষ্টির গতিধারায়
নাই তিল গরমিল
বাঁদর উল্টা বাঁদর সত্য
আওয়ামী বানানো খিল।

বিষয়: রাজনীতি

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

সাঈদীহীন তাফসীর মাসফীলগুলোতে বেশির ভাগই হাসিনাদের চামচামী লক্ষ্য করা যায়। কারণ যারা আল্লাহর বাণী প্রচার করেন তাদের বেশির ভাগই এখন নির্যাতনের শিকার! কবে যে প্রিয় সাঈদীর মুখে কুরআনের তাফসীর শুনব!

সাঈদীহীন তাফসীর মাসফীলগুলোতে বেশির ভাগই হাসিনাদের চামচামী লক্ষ্য করা যায়। কারণ যারা আল্লাহর বাণী প্রচার করেন তাদের বেশির ভাগই এখন নির্যাতনের শিকার! কবে যে প্রিয় সাঈদীর মুখে কুরআনের তাফসীর শুনব!

একটা জব্বর খবর দেই! আগামী ২২ তারিখ থেকে নাকি বিম্পি শিবির আর জামাত শিবির মিল্লা আওয়ামীলীগেরে কয়েক দিন যাবত গিল্লা খাইবে। আওয়ামীলীগ ছত্রলীগ ভন্ডলীগ ডগলীগ ফক্সলীগ মাংকীলীগরা নাকি পাঁচ পাঁচটা বছর ধইরা বিম্পি জামাত আর শিবার জামাতগরে নিয়া ঢোক গিলেছিল। তাই তো আজ এই নির্যাতিতদের মাজে প্রচুর আমেজ উদ্বিপনা দেখতে পাচ্ছি। অবস্থা দেখে মনে হয় সিডর নার্গিসের পরে এবার শিবিরজামাতের ১১ নাম্বার শতর্ক সংকেত ছড়াচ্ছে। আমি শান্তি চাই বলিয়া জানাইতাছি, আপনি যদি কোন একটুও আওয়ামীলীগ পছন্দকারী হয়ে থাকেন তবে ভগবানের একটা মুর্তি পকেটে লইয়া বঙ্গের দিকে নিজেকে আত্মগোপনে নির্বাসন দেন। নয়তো হাদিস মোতাবেক কেয়ামত শুক্রবারেই ঘটব!

একটা জব্বর খবর দেই! আগামী ২২ তারিখ থেকে নাকি বিম্পি শিবির আর জামাত শিবির মিল্লা আওয়ামীলীগেরে কয়েক দিন যাবত গিল্লা খাইবে। আওয়ামীলীগ ছত্রলীগ ভন্ডলীগ ডগলীগ ফক্সলীগ মাংকীলীগরা নাকি পাঁচ পাঁচটা বছর ধইরা বিম্পি জামাত আর শিবার জামাতগরে নিয়া ঢোক গিলেছিল। তাই তো আজ এই নির্যাতিতদের মাজে প্রচুর আমেজ উদ্বিপনা দেখতে পাচ্ছি। অবস্থা দেখে মনে হয় সিডর নার্গিসের পরে এবার শিবিরজামাতের ১১ নাম্বার শতর্ক সংকেত ছড়াচ্ছে।

আমি শান্তি চাই বলিয়া জানাইতাছি, আপনি যদি কোন একটুও আওয়ামীলীগ পছন্দকারী হয়ে থাকেন তবে ভগবানের একটা মুর্তি পকেটে লইয়া বঙ্গের দিকে নিজেকে আত্মগোপনে নির্বাসন দেন। নয়তো হাদিস মোতাবেক কেয়ামত শুক্রবারেই ঘটব!

চোখে পানি টলমল করছে সাঈদীর সাথে আপনার দেখা হয়েছে শুনে

চোখে পানি টলমল করছে সাঈদীর সাথে আপনার দেখা হয়েছে শুনে। জানি না উনার ঈদ কেমন গেল, তবে আমার কোন ঈদ যেন খেয়ালে থাকে না যখন থেকে সাঈদী আর আমার মত মুক্ত নাই! আমি যে কত দিন দেখি না ঐ প্রিয় মুখখানি। হে আল্লাহ, আবার আমাদের তাফসীর মাহফীলে ফিরিয়ে তাও আমাদের প্রিয় সাঈদীকে। তোমারও তো প্রিয়! তবে কেন জালেম দ্বারা সাঈদীকে বেইজ্জতি করছো? কই এই ঈদেও তো এক সাথে ঈদ করতে পারলাম না!

ফেসবুক মানে...

ফেসবুক মানে হল সময়টা বেশি চাওয়া
বহুদূরে বন্ধুকে সহজেই কাছে পাওয়া।
ফেসবুক মানে হল চার্জার সাথে থাকা
ভালবাসা কম হলে বউ চোখ করে বাঁকা।
ফেসবুক মানে হল ফেসবুকে ঘুম যাওয়া
জীবনের সব ভাবা উদাসীন নাওয়া খাওয়া।
ফেসবুক মানে হল ইতরামী ইতরের
ফেসবুক মানে হল সংবাদ ভিতরের।
ফেসবুক মানে হল দিন নাই রাত নাই
সামাজিক রাষ্ট্রীয় সব কিছু কাছে পাই।
ফেসবুক মানে হল মুমিনের দাওয়া কাজ
বাতিলের মিথ্যায় সীমাহীন ভরা লাজ!

ভাল মানুষের সাথে করো প্রেম প্রীতি!

আমার বাগানে হাঁট
কে আছো নবীন
তুমিও কি চাও তবে
আল্লাহর দ্বীন?
আমার বন্ধু সকল
মিছে মিছে নয়
আমরা সবাই করি
আল্লাহকে ভয়।
তুমিও যদি খুঁজো
সত্যের পথ
শুনবে না মানুষের
কোন মতামত।
কুরআন জীবনের
আইন রীতিনীতি
ভাল মানুষের সাথে
করো প্রেম প্রীতি!

খাদক সরকার ৫ বছরে কিছুই দিল না

খাদক সরকার ৫ বছরে
কিছুই দিল না
নিজেই খেলি ৫টা বছর
জনমের মত খা।
আমার দেশের আমার শাসন
বাবার শাসন না
নিজের কিছু না থাকলে তো
বাবার দেশেই যা।
পোদ্দারীটা এখানে কেন
সেখানেই কর
মরার তরে কুরকুরানী?
ওখানেই মর!