সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

যা করছে আল্লাহয়, সরকারের মাথায় একটা বাড়ি দিলাম। বেতন বাড়াইতে জন্ম থেকে আন্দোলন করতাছি। অথচ তা কানে যায় না। আবার স্কুল টাইম নাকি বাড়াইল এক ঘন্টা? বিদ্যালয়ে বেঞ্চ নাই, বিল্ডিং নাই, ঠিকমত উপকরণ নাই, ডিগ্রী পাশে নিয়োগ দিয়া ডিগ্রী পাশের বেতন নাই, সরকারী মর্যাদা নাই, স্কুলে দপ্তরী নাই, অফিস সহকারী নাই! খালি স্কুল কর! ভালা কইরা পড়াও! -আমাগো বলদ পাইছো, না? ঠিক আছে! তোমার মত অবুঝ সরকারের কথাও ঠিক আছে, আর আমার কথাও ঠিক আছে। ঘুম থেকে উঠে খাই আর না খাই, কাপড় পড়ি আর না পড়ি; কোন রকমে স্কুলে যাইয়া খিচাদা থাকমু। তোমার BAL এর ডিজিটালী জাহান্নামে যাক। আমি বাঁচলে তো তোমার গুন গাইব, নাকি! ঠিক আছে। আমি যদি কুলাইতে পারি তাইলে ৯টার আগে স্কুলে যামু। আর সাড়ে ৪টার পরে ঘরে আমু। আর ঘরে আইসা ভাত না পাইলে তোমারে চিবাইয়া খামু। আর রাগে ক্ষোভে বকা দিমু।

যা করছে আল্লাহয়, সরকারের মাথায় একটা বাড়ি দিলাম। বেতন বাড়াইতে জন্ম থেকে আন্দোলন করতাছি। অথচ তা কানে যায় না। আবার স্কুল টাইম নাকি বাড়াইল এক ঘন্টা? বিদ্যালয়ে বেঞ্চ নাই, বিল্ডিং নাই, ঠিকমত উপকরণ নাই, ডিগ্রী পাশে নিয়োগ দিয়া ডিগ্রী পাশের বেতন নাই, সরকারী মর্যাদা নাই, স্কুলে দপ্তরী নাই, অফিস সহকারী নাই! খালি স্কুল কর! ভালা কইরা পড়াও!

-আমাগো বলদ পাইছো, না?
ঠিক আছে! তোমার মত অবুঝ সরকারের কথাও ঠিক আছে, আর আমার কথাও ঠিক আছে। ঘুম থেকে উঠে খাই আর না খাই, কাপড় পড়ি আর না পড়ি; কোন রকমে স্কুলে যাইয়া খিচাদা থাকমু। তোমার BAL এর ডিজিটালী জাহান্নামে যাক। আমি বাঁচলে তো তোমার গুন গাইব, নাকি! ঠিক আছে। আমি যদি কুলাইতে পারি তাইলে ৯টার আগে স্কুলে যামু। আর সাড়ে ৪টার পরে ঘরে আমু। আর ঘরে আইসা ভাত না পাইলে তোমারে চিবাইয়া খামু। আর রাগে ক্ষোভে বকা দিমু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন