ভোটের দিনের আগ্রহ মোর
এক্কেবারেই নাই
এক জীবনে দুই বারই ভোট
দেওয়ার সুযোগ পাই।
প্রথম বারেই খুশি মনে
দিয়েছিলাম ভোট
দ্বিতীয় বার কেন্দ্রে গিয়ে
মনে পেলাম চোট!
বললাম, ভাই সামনে কেনো?
একটু আড়াল চাই!
ভোট আমানত; অন্যের ভোট
দেখার সুযোগ নাই!
আপনার ভোট আপনি দিবেন,
আমার সামনে দেন!
গোপন কক্ষে এসে বললেন
ইয়া বড়ো ম্যান।
ভাবছি আমি, ভোট না দিয়ে
কেমন করে যাই!
মনের যত্তো ঘৃণা ছিলো
সীলেই তা মাখাই।
দোয়া করি, আল্লাহ আল্লাহ
প্রভু হে আমার!
দেখলে কেমন করে নিলো
ভোটের অধিকার!
আমার ভোটে, সবার ভোটে
সত্যের হবে জয়;
ভোটটা আমার মৌলিক হোক
ভোট দেওয়ার সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন