মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

গেজেট যদি প্রকাশ করে আমার বেতন দ্বিগুণ বাড়ে -আমি কি আর বসে থাকতে পারি? বাজার থেকে মিষ্টি নিয়া শীতের কাপড় গায়ে দিয়া -এক দৌড়ে চলে যাচ্ছি বাড়ি!

গেজেট যদি প্রকাশ করে
আমার বেতন দ্বিগুণ বাড়ে
-আমি কি আর বসে থাকতে পারি?
বাজার থেকে মিষ্টি নিয়া
শীতের কাপড় গায়ে দিয়া
-এক দৌড়ে চলে যাচ্ছি বাড়ি!

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ভোটের জন্য দাঁড়াইছিলাম ভোট বুঝেছি পেলাম না ভোট ছাড়াই পাশ করিলাম তৃপ্তি ঢেকুর খেলাম না। এ্যাম্বুলেন্সটা জ্যামে রেখে ছুটছি বেজায় পোঁ-পোঁতে লাজ শরমের খ্যাতা ছিড়েই শপথ নিলাম লাইভ শোতে। আমি বেজায় গরীব দুঃখীর ভাই; দরদ আমার চুয়াই পড়ে মা-বাপ কোথা পাই???

ভোটের জন্য দাঁড়াইছিলাম
ভোট বুঝেছি পেলাম না
ভোট ছাড়াই পাশ করিলাম
তৃপ্তি ঢেকুর খেলাম না।
এ্যাম্বুলেন্সটা জ্যামে রেখে
ছুটছি বেজায় পোঁ-পোঁতে
লাজ শরমের খ্যাতা ছিড়েই
শপথ নিলাম লাইভ শোতে।

আমি বেজায় গরীব দুঃখীর ভাই;
দরদ আমার চুয়াই পড়ে
মা-বাপ কোথা পাই???

শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

শিক্ষক মনে কোন দুঃখ নাই; ইস্কুল আছে আমিও আছি মানুষ গড়েই খাই! নয়া স্কেলের খবর জানার টান; বেতন বাড়ুক না বাড়ুক তাতে মনে নাই অভিমান!

শিক্ষক মনে কোন দুঃখ নাই;
ইস্কুল আছে আমিও আছি
মানুষ গড়েই খাই!
নয়া স্কেলের খবর জানার টান;
বেতন বাড়ুক না বাড়ুক তাতে
মনে নাই অভিমান!

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

আমি আছি তুমি আছ কিছু বন্ধু নাই ফেসবুক চালিয়েই তারা গিয়েছে হারাই। আবার আসুক আবার আসুক আগের মত চাই! ফেসবুক যারাই চালাই সবাই ভাই-ভাই।

আমি আছি তুমি আছ
কিছু বন্ধু নাই
ফেসবুক চালিয়েই তারা
গিয়েছে হারাই।
আবার আসুক আবার আসুক
আগের মত চাই!
ফেসবুক যারাই চালাই
সবাই ভাই-ভাই।

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

ভেবেই দেখ, আমার আমি; আমিই আমার!

আমার যখন অসুখ হবে
দুঃখ আমার
মরণ হলে আমিই যাব;
কেউ যাবে আর?
পেটের ক্ষুধায় আমিই জ্বলি
ভাত না খেলে
আমার চোখে আমিই দেখি
চোখটা মেলে
বিচারদিনে দোষী হলে
জ্বলব আমি
আমি মানে আমি একাই;
আমার নামই!
ঐ বিপদে আমার পাপের
কে ভাগীদার?
ভেবেই দেখ, আমার আমি;
আমিই আমার!

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

ভেবে ভেবে দিন হয়ে যায় পাড়; ঘুমের ভারেই রাত জাগি না চোখ মেলি না আর। কেমন করে স্বপ্ন মাখি গায়? আমার দেহ আমার নহে; স্বপ্ন দেখা দায়!

ভেবে ভেবে দিন হয়ে যায় পাড়;
ঘুমের ভারেই রাত জাগি না
চোখ মেলি না আর।

কেমন করে স্বপ্ন মাখি গায়?
আমার দেহ আমার নহে;
স্বপ্ন দেখা দায়!

একটা কথা বলি তোমায় এই ক্ষণে আমি তোমার মুখেই, বোধয় নই মনে রাস্তাতে ঐ হাটি পড়ি পিচ্ছিলে; তুমিই না টেনে তুলে দিচ্ছিলে? গাছে তখন ঝুলছে কতক বান্দরী নাচছে তারা ঠেংয়ের নিচে কান ধরি!

একটা কথা বলি তোমায় এই ক্ষণে
আমি তোমার মুখেই, বোধয় নই মনে

রাস্তাতে ঐ হাটি পড়ি পিচ্ছিলে;
তুমিই না টেনে তুলে দিচ্ছিলে?

গাছে তখন ঝুলছে কতক বান্দরী
নাচছে তারা ঠেংয়ের নিচে কান ধরি!

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

কাদের মুখে হাসি আজি খিলখিলে মানবতা থাকে নারে খালবিলে পদে পদে চলছে বড় কারসাজি সত্য জিতে জিতবেই রে তাঁর বাজি। অন্ধকারে স্তব্ধ আমার দুই আঁখি দিনের আলো ফুটবেই রে; কই বাকি?

কাদের মুখে হাসি আজি
খিলখিলে
মানবতা থাকে নারে
খালবিলে
পদে পদে চলছে বড়
কারসাজি
সত্য জিতে জিতবেই রে
তাঁর বাজি।
অন্ধকারে স্তব্ধ আমার
দুই আঁখি
দিনের আলো ফুটবেই রে;
কই বাকি?