বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

কারা কারা মিথ্যা বলতে পারেন? অভ্যাস করেন সত্য বলা; মিথ্যা বলা ছাড়েন! যে জন সদা মিথ্যা কথা কয়; মিথ্যাবাদীর কাছ থেকে লোক দূরে দূরেই রয়। মিথ্যা হল সকল পাপের মা; মিথ্যা আনে বিপদ ডেকে বাঁচতেই পারে না।

কারা কারা মিথ্যা বলতে পারেন?
অভ্যাস করেন সত্য বলা;
মিথ্যা বলা ছাড়েন!
যে জন সদা মিথ্যা কথা কয়;
মিথ্যাবাদীর কাছ থেকে লোক
দূরে দূরেই রয়।
মিথ্যা হল সকল পাপের মা;
মিথ্যা আনে বিপদ ডেকে
বাঁচতেই পারে না।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

প্রাইমারির ঐ মাস্টারেরা বাসি পান্তা খায় পুরান পঁচা খাবার পেটে শুধুই বুডবুডায়। সরকার বলে, নতুন জামা মানায় রে তোর গায়? খাস বা না খাস পড়ে থাকবি ইস্কুল সীমানায়! আমি তুমি এত্তো বড়! চিন্তা করা যায়? যা খাই-পড়ি কেউ তা কভু স্বপ্নেও নাহি খায়! পড়ায় তারা প্রাইমারিতে, সম্মান আবার চায় স্কেল বাড়ানোর আন্দোলনে মাস্টারও নাকি যায়! তাদের দাবি শুনবি না কেউ, চিল্লাক নিরালায়; আমরা কি আর পা রেখেছি ইস্কুল বারান্দায়? --------------------------- একদিন হয়তো শুনব মাস্টার যাকাত-ফেতরা খায় চোখ বেয়ে তার অশ্রু ঝরে কেউ তা টের না পায়।

প্রাইমারির ঐ মাস্টারেরা বাসি পান্তা খায়
পুরান পঁচা খাবার পেটে শুধুই বুডবুডায়।
সরকার বলে, নতুন জামা মানায় রে তোর গায়?
খাস বা না খাস পড়ে থাকবি ইস্কুল সীমানায়!
আমি তুমি এত্তো বড়! চিন্তা করা যায়?
যা খাই-পড়ি কেউ তা কভু স্বপ্নেও নাহি খায়!
পড়ায় তারা প্রাইমারিতে, সম্মান আবার চায়
স্কেল বাড়ানোর আন্দোলনে মাস্টারও নাকি যায়!
তাদের দাবি শুনবি না কেউ, চিল্লাক নিরালায়;
আমরা কি আর পা রেখেছি ইস্কুল বারান্দায়?
---------------------------
একদিন হয়তো শুনব মাস্টার যাকাত-ফেতরা খায়
চোখ বেয়ে তার অশ্রু ঝরে কেউ তা টের না পায়।

শনিবার, ১ আগস্ট, ২০১৫

অনলাইনে জিডি করার নিয়ম কানুন জেনে নিন

ডায়েরি (জিডি) করতে এখন আর থানায় গিয়ে আবেদনপত্র লিখতে হবে না। ঘরে বসে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আপনি নিজেই করতে পারেন সাধারণ ডায়েরি। আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন । শুরুতে শুধু ঢাকা মেট্রোপলিটনের সব থানার আওতায় বসবাসকারীরা এ সুযোগ পাচ্ছেন। পাসপোর্ট, ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ কোনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ ডায়েরি করা যাবে। এ ছাড়া বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ অনলাইনে করার সুযোগ রয়েছে।131105-TASHFIN_BD_FACEBOOKPOLICE
যেভাবে জিডি করবেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট http://www.dmp.gov.bd ঠিকানায় প্রবেশের পর প্রধান পৃষ্ঠার ব্যানারের নিচেই দেখতে পাবেন Citizen Help Request নামের একটি ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে চলে আসবে আলাদা একটি পাতা। পাতার শুরুতেই অনলাইনে সাধারণ ডায়েরি নিয়ে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। নিচের অংশে রয়েছে তথ্য দেওয়ার তালিকা। এই তালিকা থেকে আপনি যে ধরনের সাধারণ ডায়েরি করতে চান তা নির্বাচন করুন। নির্বাচনের মাধ্যমে পরবর্তী পাতায় আপনি পাবেন ডায়েরি করার ফরম। ফরম পূরণের শুরুতে আপনি যে থানায় ডায়েরিটি করবেন তা নির্বাচন করতে হবে। এরপর আপনার নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট তথ্যাবলি পূরণ করে Submit বাটনটি ক্লিক করলেই সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে আপনার তথ্য। স্বয়ংক্রিয়ভাবে আপনি একটি শনাক্তকরণ নম্বর ও থানা থেকে কবে ডায়েরি সংক্রান্ত সত্যায়িত কাগজটি সংগ্রহ করবেন তার সময় জানতে পারবেন। নম্বরটি সংরক্ষণ করুন। কারণ থানা থেকে আপনার সাধারণ ডায়েরির সত্যায়িত কপিটি সংগ্রহ করতে পরে নম্বরটির প্রয়োজন পড়বে।
তথ্য ও পরামর্শ
অনলাইনে সাধারণ ডায়েরি সংক্রান্ত যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য bangladesh@police.gov.bd ঠিকানায় মেইল পাঠাতে পারেন। অথবা ফ্যাক্স করতে পারেন ০২-৯৫৫৮৮১৮ নম্বরে।