সোমবার, ২০ জুলাই, ২০১৫

মানুষ হয়ে মানুষের বাচ্চা কেমন কইরা ধরে? শিম্পাঞ্জীও জানে সন্তান কেমনে আদর করে! আমরা মানুষ; নাই জ্ঞান হুঁশ মনুষ্য বোধ নাই সৃষ্টির সেরা মানুষ হবার শিক্ষা কোথা পাই?

মানুষ হয়ে মানুষের বাচ্চা
কেমন কইরা ধরে?
শিম্পাঞ্জীও জানে সন্তান
কেমনে আদর করে!
আমরা মানুষ; নাই জ্ঞান হুঁশ
মনুষ্য বোধ নাই
সৃষ্টির সেরা মানুষ হবার
শিক্ষা কোথা পাই?

বুধবার, ১৫ জুলাই, ২০১৫

রাত যাক আঁধারও পাপ মুছে যাক নতুন সূর্য দেখি সকালে অবাক! হে প্রভু আল্লাহ কবুল কর আমার চেয়ে দেশ মানুষ বড়!

রাত যাক আঁধারও
পাপ মুছে যাক
নতুন সূর্য দেখি
সকালে অবাক!
হে প্রভু আল্লাহ
কবুল কর
আমার চেয়ে দেশ
মানুষ বড়!

রবিবার, ১২ জুলাই, ২০১৫

কত আঁধারে রাত কাটে গো; আলোয় ভরা দিন আর নাই! ছোট্ট রাজন আলোতে মরে আঁধারে বড় কোথায় যাই? বিবেক দেখিছে আটাশ তারিখ মৃত্যু যেন কত কাছে পাঁচ মেতেও দেখেছে দুচোখ বিবেক ছাড়া সবই আছে!

কত আঁধারে রাত কাটে গো;
আলোয় ভরা দিন আর নাই!
ছোট্ট রাজন আলোতে মরে
আঁধারে বড় কোথায় যাই?
বিবেক দেখিছে আটাশ তারিখ
মৃত্যু যেন কত কাছে
পাঁচ মেতেও দেখেছে দুচোখ
বিবেক ছাড়া সবই আছে!

শনিবার, ১১ জুলাই, ২০১৫

বিদ্যুৎ নাই বাতাস নাই -কেমনে ঘুমাই? এই রাতে কেমনে যে -সেহরিটা খাই! কেমন আছি জনগণ -কে নেয় খবর? আমি দুঃখে তুমি সুখে -মিল তো জবর!

বিদ্যুৎ নাই
বাতাস নাই
-কেমনে ঘুমাই?
এই রাতে
কেমনে যে
-সেহরিটা খাই!
কেমন আছি
জনগণ
-কে নেয় খবর?
আমি দুঃখে
তুমি সুখে
-মিল তো জবর!

রবিবার, ৫ জুলাই, ২০১৫

বেয়াদবরা সাহস কোথা পায়? আল্লাহর নামে যে যা বলে যায়। কার আঁচলে শান্ত তাদের বাস? ইসলাম নিয়া কিসের উপহাস? যেথায় যারা বেয়াদবদের পাস; মাথায় বাড়ি দিবিরে ঠাস ঠাস!

বেয়াদবরা সাহস কোথা পায়?
আল্লাহর নামে যা তা বলে যায়।
কার আঁচলে শান্ত তাদের বাস?
ইসলাম নিয়া কিসের উপহাস?
যেথায় যারা বেয়াদবদের পাস;
মাথায় বাড়ি দিবিরে ঠাস ঠাস!

বেতন বাড়ার স্বপ্ন দেখাও জুলাই মাসে বেতন দিবে এমন যেন মনটা হাসে। বেতন বাড়ার স্বপ্ন দেখাও করব বাড়ি বেতন যদি বাড়বে বউয়ের কিনব শাড়ি। বেতন বাড়ার স্বপ্ন দেখাও এই কামনা ভাই-বোনেরে দিব এবার ঈদের জামা। বেতন যদি বাড়ে তাতে সুখ আমারই মা-বাবারে যেনো খুশি করতে পারি। বেতন বেশি দিবে এবার কারে কারে? কত দেশি কৈ শিং ওঠে মোর বাজারে!

বেতন বাড়ার স্বপ্ন দেখাও
জুলাই মাসে
বেতন দিবে এমন
যেন মনটা হাসে।
বেতন বাড়ার স্বপ্ন দেখাও
করব বাড়ি
বেতন যদি বাড়বে বউয়ের
কিনব শাড়ি।
বেতন বাড়ার স্বপ্ন দেখাও
এই কামনা
ভাই-বোনেরে দিব এবার
ঈদের জামা।
বেতন যদি বাড়ে তাতে
সুখ আমারই
মা-বাবারে যেনো খুশি
করতে পারি।
বেতন বেশি দিবে এবার
কারে কারে?
কত দেশি কৈ শিং ওঠে
মোর বাজারে!

শনিবার, ৪ জুলাই, ২০১৫

পীর-মুরিদি মুর্খরা করে আল্লাহর গোলাম আল্লাহকে ডরে হিসাব হবে এই দুনিয়া পরে মুক্তি; যারা মুসলিম হয়ে মরে।

পীর-মুরিদি মুর্খরা করে
আল্লাহর গোলাম আল্লাহকে ডরে
হিসাব হবে এই দুনিয়া পরে
মুক্তি; যারা মুসলিম হয়ে মরে।