বুধবার, ২০ মে, ২০১৫

নয়া অতিথি নতুন ঘরে! নয়াদিগন্ত আলোকিত করুক‚ বড় মেহমান; সমাদর কি করি? আল্লাহই তাঁর হৃদয় মন ভরুক!

নয়া অতিথি নতুন ঘরে!
নয়াদিগন্ত আলোকিত করুক‚
বড় মেহমান; সমাদর কি করি?
আল্লাহই তাঁর হৃদয় মন ভরুক!

শনিবার, ৯ মে, ২০১৫

মাস্টারদের বেতন নাকি বাড়বে না? শিক্ষক নাকি না খেয়ে আর পারবে না? সামনে আছে আম কাঁঠালের দিন! বন্ধ দিনে রিক্সা চালাও শুধরিয়ে দাও ঋণ! বর্ষার দিনে বৃষ্টি নামে থামছে না মাস্টার এত পড়ায় তবুও ঘামছে না। মাস্টার বাড়ি ইটের দেয়াল মানায় না সরকারও তাই স্কেল দিবে তা জানায় না।

মাস্টারদের বেতন নাকি বাড়বে না?
শিক্ষক নাকি না খেয়ে আর পারবে না?
সামনে আছে আম কাঁঠালের দিন!
বন্ধ দিনে রিক্সা চালাও শুধরিয়ে দাও ঋণ!
বর্ষার দিনে বৃষ্টি নামে থামছে না
মাস্টার এত পড়ায় তবুও ঘামছে না।
মাস্টার বাড়ি ইটের দেয়াল মানায় না
সরকারও তাই স্কেল দিবে তা জানায় না।

বুধবার, ৬ মে, ২০১৫

বাঘের গর্ভে বাঘই জন্মে অবিকল বাঘের মত মানুষের ঘরে মানুষ জন্মে হায়েনাও জন্মে কত! মানুষের ভেতর মানুষ আজি বিবেকবোধ আর নাই পরের লজ্জা দেখেই আমি লজ্জায় মরে যাই!

বাঘের গর্ভে বাঘই জন্মে
অবিকল বাঘের মত
মানুষের ঘরে মানুষ জন্মে
হায়েনাও জন্মে কত!
মানুষের ভেতর মানুষ আজি
বিবেকবোধ আর নাই
পরের লজ্জা দেখেই আমি
লজ্জায় মরে যাই!

রবিবার, ৩ মে, ২০১৫

আওয়ামীলীগ করেন‚ বিএনপি করেন‚ জামায়াত করেন আর জাতীয় পার্টি করেন; দুনিয়াতে আপনি যেই দলের সাথে সংশ্লিষ্ট থাকবেন যে দলের সাথে আনাগোনা করবেন ঘুরাঘুরি করবেন সেই দলের সাথেই কেয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। শুধু রাজনৈতিক দল নয়‚ আপনি দুনিয়ায় যাদের সাথে উঠাবসা করবেন যাদের সাথে চলাফেরা করবেন যাদের সাথে লেনদেন করবেন কেয়ামতে তাদের সাথেই আপনার হাশর হিসাব হবে। সুতরাং আপনি আপনার দল বাছাই করে সেভাবেই দুনিয়ার জীবন গঠন করুন পরকালে যে দলের সাথে দাঁড়িয়ে জান্নাতে যেতে পারেন। কিভাবে বুঝবেন সেই দল কোনটা? কুরআন হাদীস সামনে নিয়ে বসেন! সরল সঠিক পথ পেয়ে যাবেন! এই দুনিয়া আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্যও না। যদি কেউ মনে করেন দুনিয়ায় সব আমোদ করে যাবেন আর পরকালে মুক্তির দরকার নেই তবে তার জন্য এই উপদেশ প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথ দান করুন। আমিন।

আওয়ামীলীগ করেন‚ বিএনপি করেন‚ জামায়াত করেন আর জাতীয় পার্টি করেন; দুনিয়াতে আপনি যেই দলের সাথে সংশ্লিষ্ট থাকবেন যে দলের সাথে আনাগোনা করবেন ঘুরাঘুরি করবেন সেই দলের সাথেই কেয়ামতের ময়দানে দলবদ্ধ হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। শুধু রাজনৈতিক দল নয়‚ আপনি দুনিয়ায় যাদের সাথে উঠাবসা করবেন যাদের সাথে  চলাফেরা করবেন যাদের সাথে লেনদেন করবেন কেয়ামতে তাদের সাথেই আপনার হাশর হিসাব হবে।

সুতরাং আপনি আপনার দল বাছাই করে সেভাবেই দুনিয়ার জীবন গঠন করুন পরকালে যে দলের সাথে দাঁড়িয়ে জান্নাতে যেতে পারেন। কিভাবে বুঝবেন সেই দল কোনটা? কুরআন হাদীস সামনে নিয়ে বসেন! সরল সঠিক পথ পেয়ে যাবেন!

এই দুনিয়া আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্যও না। যদি কেউ মনে করেন দুনিয়ায় সব আমোদ করে যাবেন আর পরকালে মুক্তির দরকার নেই তবে তার জন্য এই উপদেশ প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথ দান করুন। আমিন।