শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

বাইকটা আমি ঢাকনা রাখি বৃষ্টি হলে টাংকি ভরা তেল থাকিলে এমনি চলে।



বাইকটা আমি ঢাকনা রাখি
বৃষ্টি হলে
টাংকি ভরা তেল থাকিলে
এমনি চলে।
শান্ত পানির বিল থাকিলে
পথের ধারে
ঝিঝি হাওয়া দোলায় আমার
মন আমারে।
ফুরফুরে মন বিকেল বেলা
প্রাণ জুড়িয়ে
কেউ বলে যে সঙ্গে করে
নাও ঘুরিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন