সেই দিনই তো আব্বা ছিল সাথে
ছোট্ট বলে ধরল আমার হাতে।
সোমবারের ঐ ছিল সে দিন হাট
বাজার মোরে বসল কত পাট!
আমায় নিয়ে এক্কেবারে মাঝে
ইলিশ ছিল অনেক সাজে সাজে।
দুই হাতে মোর দুইটা বড় বড়
আব্বা বলে ধর বাবা ধর!
সেই যে ধরা; আজও ইলিশ নাই
স্বপ্নেও না ইলিশ খেতে পাই!
ছোট্ট বলে ধরল আমার হাতে।
সোমবারের ঐ ছিল সে দিন হাট
বাজার মোরে বসল কত পাট!
আমায় নিয়ে এক্কেবারে মাঝে
ইলিশ ছিল অনেক সাজে সাজে।
দুই হাতে মোর দুইটা বড় বড়
আব্বা বলে ধর বাবা ধর!
সেই যে ধরা; আজও ইলিশ নাই
স্বপ্নেও না ইলিশ খেতে পাই!