শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

সেই দিনই তো আব্বা ছিল সাথে ছোট্ট বলে ধরল আমার হাতে।

সেই দিনই তো আব্বা ছিল সাথে
ছোট্ট বলে ধরল আমার হাতে।
সোমবারের ঐ ছিল সে দিন হাট
বাজার মোরে বসল কত পাট!
আমায় নিয়ে এক্কেবারে মাঝে
ইলিশ ছিল অনেক সাজে সাজে।
দুই হাতে মোর দুইটা বড় বড়
আব্বা বলে ধর বাবা ধর!
সেই যে ধরা; আজও ইলিশ নাই
স্বপ্নেও না ইলিশ খেতে পাই!

জোনাক জ্বলে কেমন করে চার্জ দিয়েছে কে?

জোনাক জ্বলে কেমন করে
চার্জ দিয়েছে কে?
কে রাঙালো ময়না টিয়া
লাল-নীল কালিতে?
কে বানালো নীল চাদরে
আকাশ এত বড়?
কে জানালো সবার আগে
পড় এবং পড়!

বাইকটা আমি ঢাকনা রাখি বৃষ্টি হলে টাংকি ভরা তেল থাকিলে এমনি চলে।



বাইকটা আমি ঢাকনা রাখি
বৃষ্টি হলে
টাংকি ভরা তেল থাকিলে
এমনি চলে।
শান্ত পানির বিল থাকিলে
পথের ধারে
ঝিঝি হাওয়া দোলায় আমার
মন আমারে।
ফুরফুরে মন বিকেল বেলা
প্রাণ জুড়িয়ে
কেউ বলে যে সঙ্গে করে
নাও ঘুরিয়ে।

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

জোনাক জ্বলে কেমন করে চার্জ দিয়েছে কে? কে রাঙালো ময়না টিয়া লাল-নীল কালিতে? কে বানালো নীল চাদরে আকাশ এত বড়? কে জানালো সবার আগে পড় এবং পড়!

জোনাক জ্বলে কেমন করে
চার্জ দিয়েছে কে?
কে রাঙালো ময়না টিয়া
লাল-নীল কালিতে?
কে বানালো নীল চাদরে
আকাশ এত বড়?
কে জানালো সবার আগে
পড় এবং পড়!

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

যদি বেতন বাড়ে তবে ঘর বানাব খড়ের চালা ফেলে তাতে টিন লাগাব। যদি বেতন বাড়ে মাকে দিব শাড়ি দুলহানেরা জানবে বিয়া করতে পারি। যদি বেতন বাড়ে তবে মাছ কিনিব মাছের বুনা করে স্কুলে টিফিন নিব। যদি বেতন বাড়ে বন্ধে ঘুরতে যাব পাড়ার দোস্ত মিয়ার বিয়ার দাওয়াত খাব। যদি বেতন বাড়ে নেটের পেকেজ নিব বিশ্ববাসীর সকল সুখ আর দুখ শুনিব। যদি বেতন বাড়ে কিনব নতুন জামা ভাগ্নে ভাগ্নি বুঝবে আমি কেমন মামা!

যদি বেতন বাড়ে তবে ঘর বানাব
খড়ের চালা ফেলে তাতে টিন লাগাব।
যদি বেতন বাড়ে মাকে দিব শাড়ি
দুলহানেরা জানবে বিয়া করতে পারি।
যদি বেতন বাড়ে তবে মাছ কিনিব
মাছের বুনা করে স্কুলে টিফিন নিব।
যদি বেতন বাড়ে বন্ধে ঘুরতে যাব
পাড়ার দোস্ত মিয়ার বিয়ার দাওয়াত খাব।
যদি বেতন বাড়ে নেটের পেকেজ নিব
বিশ্ববাসীর সকল সুখ আর দুখ শুনিব।
যদি বেতন বাড়ে কিনব নতুন জামা
ভাগ্নে ভাগ্নি বুঝবে আমি কেমন মামা!

ময়না টিয়া বুলবুলি আর আঁকব না; বেতন বাড়াও আদর করে ডাকব না! কেমনে বানাই উপকরণ চিতল মাছ? প্যাঁচা এঁকে চালিয়ে দেব সকল ক্লাস!


ময়না টিয়া বুলবুলি আর আঁকব না;
বেতন বাড়াও আদর করে ডাকব না!
কেমনে বানাই উপকরণ চিতল মাছ?
প্যাঁচা এঁকে চালিয়ে দেব সকল ক্লাস!

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

নাই মামার কানা মামা ভালা; সুযোগ হইল কিনতে

নাই মামার কানা মামা ভালা;
সুযোগ হইল কিনতে গলার মালা।
এই দেখো না দেখতে কেমন লাগে!
কেউ কখনও পাইছো আমার আগে?

কুত্তা কুত্তা মারামারি লেগেছে তাহা দেখে অন্য কুত্তা ভেগেছে!

কুত্তা কুত্তা মারামারি লেগেছে
তাহা দেখে অন্য কুত্তা ভেগেছে!

মনে আছে আজ শুক্রবার? আজকের দিনে কাজ কোনটা কার? মুমিন যাবে সকল ফেলে মসজিদে সর্বহারার সময় ফুরায় যায় নিদে

মনে আছে আজ শুক্রবার?
আজকের দিনে কাজ কোনটা কার?
মুমিন যাবে সকল ফেলে মসজিদে
সর্বহারার সময় ফুরায় যায় নিদে

বড় বড় অফিসার বড় খাওয়া খায় বড় তার অপরাধ বড়র ছায়ায়। বড়ই লম্বা তাহার ক্ষমতার হাত তার পরে লাগে না অভিসম্পাত। বড় পাপী বড় তার কাজের হিসাব ছোটরা সুখেই আছি বড়র এক ধাপ।

বড় বড় অফিসার
বড় খাওয়া খায়
বড় তার অপরাধ
বড়র ছায়ায়।
বড়ই লম্বা তাহার
ক্ষমতার হাত
তার পরে লাগে না
অভিসম্পাত।
বড় পাপী বড় তার
কাজের হিসাব
ছোটরা সুখেই আছি
বড়র এক ধাপ।

শিক্ষক কি কম আছেরে দেশে? হুতাশা তো কেনো অবশেষে? একটা পেটে কত খাবার ধরে? সরকার তো কেন মরে ডরে? টিফিনটা কি পাঁচটা টাকায় হয়? শিক্ষক নিয়া কেনই অভিনয়? অ আ দিয়া জীবন কি হয় পাড়? -না মরলে তার গলা টিপে মার!

শিক্ষক কি কম আছেরে দেশে?
হুতাশা তো কেনো অবশেষে?
একটা পেটে কত খাবার ধরে?
সরকার তো কেন মরে ডরে?
টিফিনটা কি পাঁচটা টাকায় হয়?
শিক্ষক নিয়া কেনই অভিনয়?
অ আ দিয়া জীবন কি হয় পাড়?
-না মরলে তার গলা টিপে মার!

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

সেই যে এলাম স্কুলে!

সেই যে এলাম স্কুলে!
কখন যাব?
কখন বাড়ি গিয়ে
দুপুরে খাব?
একটার খাওয়া খাই
পাঁচটা বাজে
এভাবে কতকাল!
বলি না লাজে।

দিন কাল ভাল না বেড়ানোতে যাই না নিরাপদ জায়গাটা কোনখানে পাই না। কোনদিন যদি ফের ঐ দিন আইত! মানুষে মানুষ কি যবে করে খাইত? জোসনায় উঠানে রাত্রি কাটাইতাম; শান্তি সুখের দিন ইস‚ যদি পাইতাম!

দিন কাল ভাল না
বেড়ানোতে যাই না
নিরাপদ জায়গাটা
কোনখানে পাই না।
কোনদিন যদি ফের
ঐ দিন আইত!
মানুষে মানুষ কি
যবে করে খাইত?
জোসনায় উঠানে
রাত্রি কাটাইতাম;
শান্তি সুখের দিন
ইস‚ যদি পাইতাম!

জোর করে কি কারো জমি কেউ নিতে পারছে? মানুষ মেরে মানুষ কেন ক্ষমতাটা কাড়ছে?

জোর করে কি কারো জমি
কেউ নিতে পারছে?
মানুষ মেরে মানুষ কেন
ক্ষমতাটা কাড়ছে?

ইচ্ছা করে রান্না করে খাই; এখন আমি মহা ব্যস্ত বলার সময় নাই। কারো বাড়ি এমনি তুফান আসে না অবুঝ নাদান সকল পেলেও হাসে না শান্তি খালি কাপড় জায়গা ভাতেই? জানি আল্লাহ ধৈর্য্যশীলের সাথেই!

ইচ্ছা করে রান্না করে খাই;
এখন আমি মহা ব্যস্ত
বলার সময় নাই।
কারো বাড়ি এমনি তুফান আসে না
অবুঝ নাদান সকল পেলেও হাসে না
শান্তি খালি কাপড় জায়গা ভাতেই?
জানি আল্লাহ ধৈর্য্যশীলের সাথেই!

সরকার আমার দাম দিল না সাধারণে কি দিবে? সরকারি কাজে কামলা খাটি রক্ত চুষিয়া নিবে! ইজ্জত আমার কোথাও নাই রে নাই নতুন ভোটার হালনাগাদে মাথা ফাটাল তাই। জানি বিচার কোনদিনও পাব না বিচার করো; নয়তো কিছু খাব না!

সরকার আমার দাম দিল না
সাধারণে কি দিবে?
সরকারি কাজে কামলা খাটি
রক্ত চুষিয়া নিবে!
ইজ্জত আমার কোথাও নাই রে নাই
নতুন ভোটার হালনাগাদে
মাথা ফাটাল তাই।
জানি বিচার কোনদিনও পাব না
বিচার করো; নয়তো কিছু খাব না!