রবিবার, ৭ মে, ২০২৩

ভোটের দিনের আগ্রহ মোর এক্কেবারে নাই


ভোটের দিনের আগ্রহ মোর

এক্কেবারেই নাই

এক জীবনে দুই বারই ভোট 

দেওয়ার সুযোগ পাই।


প্রথম বারেই খুশি মনে

দিয়েছিলাম ভোট

দ্বিতীয় বার কেন্দ্রে গিয়ে

মনে পেলাম চোট!


বললাম, ভাই সামনে কেনো?

একটু আড়াল চাই!

ভোট আমানত; অন্যের ভোট

দেখার সুযোগ নাই!


আপনার ভোট আপনি দিবেন,

আমার সামনে দেন!

গোপন কক্ষে এসে বললেন

ইয়া বড়ো ম্যান।


ভাবছি আমি, ভোট না দিয়ে

কেমন করে যাই!

মনের যত্তো ঘৃণা ছিলো

সীলেই তা মাখাই।


দোয়া করি, আল্লাহ আল্লাহ

প্রভু হে আমার!

দেখলে কেমন করে নিলো

ভোটের অধিকার!


আমার ভোটে, সবার ভোটে

সত্যের হবে জয়;

ভোটটা আমার মৌলিক হোক

ভোট দেওয়ার সময়।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

দেখ্ করোনা, ভিআইপিদের গায়ে লাগবি না! তাদের বিশেষ হাসপাতালে প্রাণে বাঁচবি না। ইচ্ছে থাকিস; পাবলিক বডি মুলাম পাবি ছাল ভিআইপিদের চামড়া যাতে থাকে বিশেষ মাল। পাবলিকদের পাশে থেকে বন্ধু হয়ে যাস, তাদের নিয়ে ভিআইপিদের বাড়ি গিয়ে খাস!

দেখ্ করোনা, ভিআইপিদের
গায়ে লাগবি না!
তাদের বিশেষ হাসপাতালে
প্রাণে বাঁচবি না।
ইচ্ছে থাকিস; পাবলিক বডি
মুলাম পাবি ছাল
ভিআইপিদের চামড়া যাতে
থাকে বিশেষ মাল।
পাবলিকদের পাশে থেকে
বন্ধু হয়ে যাস,
তাদের নিয়ে ভিআইপিদের
বাড়ি গিয়ে খাস!

ইচ্ছে হলেই...

ইচ্ছে হলেই খুন করে দিই
রাস্তায় মেরে স্পট ফেলে দিই
ইচ্ছে হলেই পরের কড়ি
হাত লাগিয়ে আপন করি
ইচ্ছে হলেই নোংরামি চাই
টেনশনই নাই বিচার তো নাই
ইচ্ছে হলেই বিচার করি
কাউকে ধরি কাউকে ছাড়ি
ইচ্ছে হলেই কিল ঘুষি দিই
পকেটে যা-সব কেড়ে নিই
ইচ্ছে হলেই মা বাবারে
কথায় খোঁচা দিই খাবারে
ইচ্ছে হলেই মিলছি বেহুঁশ
হেথায় হোথায় দেখছো মানুষ
ইচ্ছে হলেই আইল নাড়িয়ে
ক্ষেতের সীমা নেই বাড়িয়ে
ইচ্ছে হলেই ধর্ম নিয়ে
বকছি সাথে পা বাড়িয়ে
ইচ্ছে হলেই গায়ের বলে
পরের ভাল দেখেই জ্বলে।

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

নির্বাচনে দাঁড়াই যদি এই সময়ে

নির্বাচনে দাঁড়াই যদি
এই সময়ে
মনের জোরে নির্বাচনে
যাই না ভয়ে
কিন্তু যদি ৫তারিখের নির্বাচনে
কে জানে আর মনের কথা
কার কী মনে!
ঠ্যাং বাড়িয়ে এক পা করে
দাঁড়িয়ে যেতাম
এমপি হয়ে মন্ত্রী হতাম
বাড়িয়ে পেতাম!

আমার মনের আকাশ আজি কালো মেঘে ঢাকে নি সবাই বলে, বৃষ্টি হবে; রোদের ছবি আঁকে নি

আমার মনের আকাশ আজি
কালো মেঘে ঢাকে নি
সবাই বলে, বৃষ্টি হবে;
রোদের ছবি আঁকে নি
ভাই-বোনেরা বললো ডেকে,
কান্না করে কী লাভ বল্
বহু দূরের মুসাফির কয়,
দিন চলে যায় সামনে চল্!
সত্যি বলতে জীবন থেকে
দুঃখ কতো বলবো আর
দুঃখ যদি মিশেই থাকে
বলার কওয়ার কী দরকার!

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

এক বেলা কেন্? তিন বেলা দেন! স্কুল আঙিনায় বিছনা গাড়েন! সময় বাড়ান ঘন্টা চারেক; ইতিহাস হোক সৃষ্টি আরেক! ছোট্ট শিশুর কাজ কাম নাই দিন-রাতে দেন সুযোগ, পড়াই। একটা শিশুও বের হবে না পড়াই না আর কেউ কবে না। ঘন্টা ঘন্টা রাখব তালা; মিটাইয়া দিই পড়ার জ্বালা! এটাই তো চান, বন্দি থাকুক ছোট্ট শিশু। কামলা খাটুক পন্ডিতেরা বেজায় জানে পড়ে থাকুক ইস্কুল পানে!

এক বেলা কেন্? তিন বেলা দেন!
স্কুল আঙিনায় বিছনা গাড়েন!
সময় বাড়ান ঘন্টা চারেক;
ইতিহাস হোক সৃষ্টি আরেক!
ছোট্ট শিশুর কাজ কাম নাই
দিন-রাতে দেন সুযোগ, পড়াই।
একটা শিশুও বের হবে না
পড়াই না আর কেউ কবে না।
ঘন্টা ঘন্টা রাখব তালা;
মিটাইয়া দিই পড়ার জ্বালা!
এটাই তো চান, বন্দি থাকুক
ছোট্ট শিশু। কামলা খাটুক
পন্ডিতেরা বেজায় জানে
পড়ে থাকুক ইস্কুল পানে!

যারা লড়তে জানে তারাই বিজয় আনে এগারোর কথা বলছি! সে পথেই চলছি? মহাজোট চুপচাপ; এভাবেই কমে ধাপ! অন্তরে বিশ্বাস ছোটে ঠাশঠাশ। নতুনের দল বাড়াও না বল! এক হয়ে দাবি তুলে ধরি; রাজপথে থেকে মরা মরি!

যারা লড়তে জানে
তারাই বিজয় আনে
এগারোর কথা বলছি!
সে পথেই চলছি?
মহাজোট চুপচাপ;
এভাবেই কমে ধাপ!
অন্তরে বিশ্বাস
ছোটে ঠাশঠাশ।
নতুনের দল
বাড়াও না বল!
এক হয়ে দাবি তুলে ধরি;
রাজপথে থেকে মরা মরি!