বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

দেখ্ করোনা, ভিআইপিদের গায়ে লাগবি না! তাদের বিশেষ হাসপাতালে প্রাণে বাঁচবি না। ইচ্ছে থাকিস; পাবলিক বডি মুলাম পাবি ছাল ভিআইপিদের চামড়া যাতে থাকে বিশেষ মাল। পাবলিকদের পাশে থেকে বন্ধু হয়ে যাস, তাদের নিয়ে ভিআইপিদের বাড়ি গিয়ে খাস!

দেখ্ করোনা, ভিআইপিদের
গায়ে লাগবি না!
তাদের বিশেষ হাসপাতালে
প্রাণে বাঁচবি না।
ইচ্ছে থাকিস; পাবলিক বডি
মুলাম পাবি ছাল
ভিআইপিদের চামড়া যাতে
থাকে বিশেষ মাল।
পাবলিকদের পাশে থেকে
বন্ধু হয়ে যাস,
তাদের নিয়ে ভিআইপিদের
বাড়ি গিয়ে খাস!

ইচ্ছে হলেই...

ইচ্ছে হলেই খুন করে দিই
রাস্তায় মেরে স্পট ফেলে দিই
ইচ্ছে হলেই পরের কড়ি
হাত লাগিয়ে আপন করি
ইচ্ছে হলেই নোংরামি চাই
টেনশনই নাই বিচার তো নাই
ইচ্ছে হলেই বিচার করি
কাউকে ধরি কাউকে ছাড়ি
ইচ্ছে হলেই কিল ঘুষি দিই
পকেটে যা-সব কেড়ে নিই
ইচ্ছে হলেই মা বাবারে
কথায় খোঁচা দিই খাবারে
ইচ্ছে হলেই মিলছি বেহুঁশ
হেথায় হোথায় দেখছো মানুষ
ইচ্ছে হলেই আইল নাড়িয়ে
ক্ষেতের সীমা নেই বাড়িয়ে
ইচ্ছে হলেই ধর্ম নিয়ে
বকছি সাথে পা বাড়িয়ে
ইচ্ছে হলেই গায়ের বলে
পরের ভাল দেখেই জ্বলে।