এক বেলা কেন্? তিন বেলা দেন!
স্কুল আঙিনায় বিছনা গাড়েন!
সময় বাড়ান ঘন্টা চারেক;
ইতিহাস হোক সৃষ্টি আরেক!
ছোট্ট শিশুর কাজ কাম নাই
দিন-রাতে দেন সুযোগ, পড়াই।
একটা শিশুও বের হবে না
পড়াই না আর কেউ কবে না।
ঘন্টা ঘন্টা রাখব তালা;
মিটাইয়া দিই পড়ার জ্বালা!
এটাই তো চান, বন্দি থাকুক
ছোট্ট শিশু। কামলা খাটুক
পন্ডিতেরা বেজায় জানে
পড়ে থাকুক ইস্কুল পানে!
স্কুল আঙিনায় বিছনা গাড়েন!
সময় বাড়ান ঘন্টা চারেক;
ইতিহাস হোক সৃষ্টি আরেক!
ছোট্ট শিশুর কাজ কাম নাই
দিন-রাতে দেন সুযোগ, পড়াই।
একটা শিশুও বের হবে না
পড়াই না আর কেউ কবে না।
ঘন্টা ঘন্টা রাখব তালা;
মিটাইয়া দিই পড়ার জ্বালা!
এটাই তো চান, বন্দি থাকুক
ছোট্ট শিশু। কামলা খাটুক
পন্ডিতেরা বেজায় জানে
পড়ে থাকুক ইস্কুল পানে!