বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

এক বেলা কেন্? তিন বেলা দেন! স্কুল আঙিনায় বিছনা গাড়েন! সময় বাড়ান ঘন্টা চারেক; ইতিহাস হোক সৃষ্টি আরেক! ছোট্ট শিশুর কাজ কাম নাই দিন-রাতে দেন সুযোগ, পড়াই। একটা শিশুও বের হবে না পড়াই না আর কেউ কবে না। ঘন্টা ঘন্টা রাখব তালা; মিটাইয়া দিই পড়ার জ্বালা! এটাই তো চান, বন্দি থাকুক ছোট্ট শিশু। কামলা খাটুক পন্ডিতেরা বেজায় জানে পড়ে থাকুক ইস্কুল পানে!

এক বেলা কেন্? তিন বেলা দেন!
স্কুল আঙিনায় বিছনা গাড়েন!
সময় বাড়ান ঘন্টা চারেক;
ইতিহাস হোক সৃষ্টি আরেক!
ছোট্ট শিশুর কাজ কাম নাই
দিন-রাতে দেন সুযোগ, পড়াই।
একটা শিশুও বের হবে না
পড়াই না আর কেউ কবে না।
ঘন্টা ঘন্টা রাখব তালা;
মিটাইয়া দিই পড়ার জ্বালা!
এটাই তো চান, বন্দি থাকুক
ছোট্ট শিশু। কামলা খাটুক
পন্ডিতেরা বেজায় জানে
পড়ে থাকুক ইস্কুল পানে!

যারা লড়তে জানে তারাই বিজয় আনে এগারোর কথা বলছি! সে পথেই চলছি? মহাজোট চুপচাপ; এভাবেই কমে ধাপ! অন্তরে বিশ্বাস ছোটে ঠাশঠাশ। নতুনের দল বাড়াও না বল! এক হয়ে দাবি তুলে ধরি; রাজপথে থেকে মরা মরি!

যারা লড়তে জানে
তারাই বিজয় আনে
এগারোর কথা বলছি!
সে পথেই চলছি?
মহাজোট চুপচাপ;
এভাবেই কমে ধাপ!
অন্তরে বিশ্বাস
ছোটে ঠাশঠাশ।
নতুনের দল
বাড়াও না বল!
এক হয়ে দাবি তুলে ধরি;
রাজপথে থেকে মরা মরি!

১১ গ্রেড চাবি? খাবি? -খাস তবে! পাবি, তবে কথায়; নহে বাস্তবে। ওদের মুখে মিথ্যা মাখা সন্ত্বনা; মরবে ওরা ধুকে কেহ জানতো না।

১১ গ্রেড চাবি? খাবি?
-খাস তবে!
পাবি, তবে কথায়; নহে
বাস্তবে।
ওদের মুখে মিথ্যা মাখা
সন্ত্বনা;
মরবে ওরা ধুকে কেহ
জানতো না।

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

চলছে দেশে মাতলামি আজ জোয়ার ইয়াবার ভিআইপি তো দু'জন ওঁরা কেউ না দেশে আর! কেবল সশির দোষ খুঁজে পায় শিক্ষা অফিসার, এডিস মশা মারলে কামড় বাঁচবে সাধ্য কার?

চলছে দেশে মাতলামি আজ
জোয়ার ইয়াবার
ভিআইপি তো দু'জন ওঁরা 
কেউ না দেশে আর!
কেবল সশির দোষ খুঁজে পায়
শিক্ষা অফিসার,
এডিস মশা মারলে কামড়
বাঁচবে সাধ্য কার?

কথায় কথায় রক্ত খেলা দখলবাজী সন্ত্রাসী কাজ বিশ্বজুড়ে সরলমনা মানুষগুলো মাজলুমই আজ। আল্লাহ বাঁচান তাঁর করুনায় বান্দাদেরে বিপদ থেকে মাজলুমেরা আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলছে ডেকে!

কথায় কথায় রক্ত খেলা দখলবাজী
সন্ত্রাসী কাজ
বিশ্বজুড়ে সরলমনা মানুষগুলো 
মাজলুমই আজ।
আল্লাহ বাঁচান তাঁর করুনায় বান্দাদেরে
বিপদ থেকে
মাজলুমেরা আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও
বলছে ডেকে!

টুপি মাথায় থাকলেই তাকে মু'মিন বলা যাবে না

টুপি মাথায় থাকলেই তাকে
মু'মিন বলা যাবে না
ভালো লোকটা সুযোগ পেলেও
চুরি করে খাবে না।
জয় বাংলা মুখে থাকলেই
বাংলা প্রেমিক হবে না
বাংলা খেলে ভিনদেশিরা
একটি কথাও কবে না।
মন্ত্রী সচিব কথা দিলেই
সত্য কথন হবে না
তোমার খাবার পান্তা, মরিচ?
গরিব তুমি হবে না!