বুধবার, ১৯ জুন, ২০১৯

শিক্ষক যদি থার্ডক্লাস হয় ফার্টক্লাস পড়া পারবে তো?

শিক্ষক যদি থার্ডক্লাস হয়
ফার্টক্লাস পড়া পারবে তো?
ওষুধ খেলে রোগ সেরে যায়
বলছি সারে, সারবে তো!
নয়-সাড়ে চার টাইমিং করে
শিক্ষা হবে উন্নত?
কানায় কানায় এ প্লাস ভরা
পাশ নারে ভাই গুণগত!
শিক্ষক যদি বলেই দিবে,
"মিথ্যা কথা বলবে না"!
শিক্ষক আগে ফার্টক্লাস করো
শিক্ষা ছাড়া চলবে না!