নির্বাচনে দাঁড়াই যদি
এই সময়ে
মনের জোরে নির্বাচনে
যাই না ভয়ে
কিন্তু যদি ৫তারিখের নির্বাচনে
কে জানে আর মনের কথা
কার কী মনে!
ঠ্যাং বাড়িয়ে এক পা করে
দাঁড়িয়ে যেতাম
এমপি হয়ে মন্ত্রী হতাম
বাড়িয়ে পেতাম!
এই সময়ে
মনের জোরে নির্বাচনে
যাই না ভয়ে
কিন্তু যদি ৫তারিখের নির্বাচনে
কে জানে আর মনের কথা
কার কী মনে!
ঠ্যাং বাড়িয়ে এক পা করে
দাঁড়িয়ে যেতাম
এমপি হয়ে মন্ত্রী হতাম
বাড়িয়ে পেতাম!