মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

ভালবাসা এমন

ভালবাসা এমন;
ধরি মন চায়
দেখি বারে বারে
দারুণ মায়ায়।
কী হল ক্ষণে
ভাবি নিরালায়
রাত গভীরে
ঘুম ছুটে যায়।
আনমনা হই
নীল জোছনায়
মুগ্ধ করে
ভাবনা আমায়।
আকাশ দেখি
উড়াল হাওয়ায়
খুশিখুশি মন
অজানা পাওয়ায়!

মাইট্যা কইলজা বড় যাদের নৌকাতে আল্লাহ প্রেমিক ভরসা করে আল্লাহতে ধানের পায়রা বাকুমবাকুম ধান খেয়ে লাঙ্গল কাঁধে গরু লেদায় কাম পেয়ে..

মাইট্যা কইলজা বড় যাদের নৌকাতে
আল্লাহ প্রেমিক ভরসা করে আল্লাহতে
ধানের পায়রা বাকুমবাকুম ধান খেয়ে
লাঙ্গল কাঁধে গরু লেদায় কাম পেয়ে..