আমি কি আর হাসতে পারি?
নাই যে বাড়ি একটা গাড়ি
ইশকুলে যাই কেমন করে
কেমন ঘরে রাত কাটে মোর
ঘোর আঁধারে স্বপ্ন বিদূর
দূর দূর করে দেয় তাড়িয়ে
বেতন নাকি দেয় বাড়িয়ে
যায় হারিয়ে মুখের কথা
কথার পরেই নিরবতা
না না না এমনে করে
দিন চলে মোর কেমন করে
কেউ বুঝে না সরকারও না;
দরকারও না আসলে কি?
আমরা নাকি বিদ্যালয়ে
ঠ্যাং দুলিয়ে ঐ চেয়ারে
পড়াই অ আ ফাইভ কেলাসে
রেজাল্ট নাকি এমনি আসে
থার্ড কেলাসে কি পড়াই আর
বেতন বাড়ার দরকারই নাই
খাই বা না খাই বাজার দরে
অফ যাবি যা অফ যাবি যা!
পন্ডিতেরা মান পাবি না!!!