মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

ভালবাসা এমন

ভালবাসা এমন;
ধরি মন চায়
দেখি বারে বারে
দারুণ মায়ায়।
কী হল ক্ষণে
ভাবি নিরালায়
রাত গভীরে
ঘুম ছুটে যায়।
আনমনা হই
নীল জোছনায়
মুগ্ধ করে
ভাবনা আমায়।
আকাশ দেখি
উড়াল হাওয়ায়
খুশিখুশি মন
অজানা পাওয়ায়!

মাইট্যা কইলজা বড় যাদের নৌকাতে আল্লাহ প্রেমিক ভরসা করে আল্লাহতে ধানের পায়রা বাকুমবাকুম ধান খেয়ে লাঙ্গল কাঁধে গরু লেদায় কাম পেয়ে..

মাইট্যা কইলজা বড় যাদের নৌকাতে
আল্লাহ প্রেমিক ভরসা করে আল্লাহতে
ধানের পায়রা বাকুমবাকুম ধান খেয়ে
লাঙ্গল কাঁধে গরু লেদায় কাম পেয়ে..

বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

এমন কাজ করব কেন কানে ধরতে হয় এমন চাটা চাটব কেন পায়ে ধরতে হয় আসলে কি শিক্ষক তুমি লাজ কি তোমার নাই? উচিৎ ছিল তোমার হবে মন্ত্রীর উপর ঠাঁই! তুমি পার কানেই ধর ধরতেই পার পায়; তোমায় নিয়ে খেলতেই পারে সাধারণ জনতায়! সৃষ্টি হয়ে স্রষ্টারে নিয়ে খেলেছ যেমন খেলা; সাথেসাথেই পেয়ে গেলে তুমি প্রতিদান মেলা মেলা!

এমন কাজ করব কেন কানে ধরতে হয়
এমন চাটা চাটব কেন পায়ে ধরতে হয়
আসলে কি শিক্ষক তুমি লাজ কি তোমার নাই?
উচিৎ ছিল তোমার হবে মন্ত্রীর উপর ঠাঁই!
তুমি পার কানেই ধর ধরতেই পার পায়;
তোমায় নিয়ে খেলতেই পারে সাধারণ জনতায়!
সৃষ্টি হয়ে স্রষ্টারে নিয়ে খেলেছ যেমন খেলা;
সাথেসাথেই পেয়ে গেলে তুমি প্রতিদান মেলা মেলা!

জ্যামে বসে আল্লাহ আল্লাহ জপি ইচ্ছে নাই যে অলস গপা গপি দুপুর রোদে মাথা ফাটা ফাটি; কেউ এনে দিক একটা ডাবই কাটি ওহো আল্লাহ কেমনে মানুষ বাঁচে? জ্যাম ছাড়া যাই উপায় কি আর আছে!

জ্যামে বসে আল্লাহ আল্লাহ জপি
ইচ্ছে নাই যে অলস গপা গপি
দুপুর রোদে মাথা ফাটা ফাটি;
কেউ এনে দিক একটা ডাবই কাটি
ওহো আল্লাহ কেমনে মানুষ বাঁচে?
জ্যাম ছাড়া যাই উপায় কি আর আছে!

রবিবার, ১ মে, ২০১৬

অধিকার পাইয়া কারেন্ট গাছে মাইয়া খা নিজে কাম করে খা! মিটিং আর মিছিলে নদী খাল কি বিলে সমহারে লাশ পড়ে যা! ক্ষেতে কাম করো নাই গায়ে কাঁদা মাখো নাই আগেই কি বেশী ভাল ছিল না? নারী এসে ক্ষমতায় কি এমন মমতায় ইজ্জত কেন তবুও দিল না?

অধিকার পাইয়া
কারেন্ট গাছে মাইয়া
খা নিজে কাম করে খা!
মিটিং আর মিছিলে
নদী খাল কি বিলে
সমহারে লাশ পড়ে যা!

ক্ষেতে কাম করো নাই
গায়ে কাঁদা মাখো নাই
আগেই কি বেশী ভাল ছিল না?
নারী এসে ক্ষমতায়
কি এমন মমতায়
ইজ্জত কেন তবুও দিল না?

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

আল্লাহকে ভালবাসি জান্নাত চাই হালাল রোজগারে ডাল-ভাত খাই কুরআন হাদিসের আইন মানা চাই রাসূলের চলা পথে আমাকে চালাই মসজিদে ঘুরে ঘুরে টাইম না কাটাই মা-বাবা খুশি নন; সে কাজ ছাটাই সবে মিলে ইবাদাত মসজিদে যাই ইসলামী রাষ্ট্র ও সমাজটা চাই!

আল্লাহকে ভালবাসি
জান্নাত চাই
হালাল রোজগারে
ডাল-ভাত খাই
কুরআন হাদিসের
আইন মানা চাই
রাসূলের চলা পথে
আমাকে চালাই
মসজিদে ঘুরে ঘুরে
টাইম না কাটাই
মা-বাবা খুশি নন;
সে কাজ ছাটাই
সবে মিলে ইবাদাত
মসজিদে যাই
ইসলামী রাষ্ট্র ও
সমাজটা চাই!

শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

আমি বোধয় আগের মত নই; সবাই বলে আমি যেন আগের মত হই! কিন্তু আমার মন কিছুতেই মানে না; রাজনীতিতে আমি যা চাই কেউ ফিরিয়ে আনে না!

আমি বোধয় আগের মত নই;
সবাই বলে আমি যেন আগের মত হই!
কিন্তু আমার মন কিছুতেই মানে না;
রাজনীতিতে আমি যা চাই কেউ ফিরিয়ে আনে না!

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

আমি কি আর হাসতে পারি? নাই যে বাড়ি একটা গাড়ি ইশকুলে যাই কেমন করে কেমন ঘরে রাত কাটে মোর ঘোর আঁধারে স্বপ্ন বিদূর দূর দূর করে দেয় তাড়িয়ে বেতন নাকি দেয় বাড়িয়ে যায় হারিয়ে মুখের কথা কথার পরেই নিরবতা না না না এমনে করে দিন চলে মোর কেমন করে কেউ বুঝে না সরকারও না; দরকারও না আসলে কি? আমরা নাকি বিদ্যালয়ে ঠ্যাং দুলিয়ে ঐ চেয়ারে পড়াই অ আ ফাইভ কেলাসে রেজাল্ট নাকি এমনি আসে থার্ড কেলাসে কি পড়াই আর বেতন বাড়ার দরকারই নাই খাই বা না খাই বাজার দরে অফ যাবি যা অফ যাবি যা! পন্ডিতেরা মান পাবি না!!!

আমি কি আর হাসতে পারি?
নাই যে বাড়ি একটা গাড়ি
ইশকুলে যাই কেমন করে
কেমন ঘরে রাত কাটে মোর
ঘোর আঁধারে স্বপ্ন বিদূর
দূর দূর করে দেয় তাড়িয়ে
বেতন নাকি দেয় বাড়িয়ে
যায় হারিয়ে মুখের কথা
কথার পরেই নিরবতা
না না না এমনে করে
দিন চলে মোর কেমন করে
কেউ বুঝে না সরকারও না;
দরকারও না আসলে কি?
আমরা নাকি বিদ্যালয়ে
ঠ্যাং দুলিয়ে ঐ চেয়ারে
পড়াই অ আ ফাইভ কেলাসে
রেজাল্ট নাকি এমনি আসে
থার্ড কেলাসে কি পড়াই আর
বেতন বাড়ার দরকারই নাই
খাই বা না খাই বাজার দরে
অফ যাবি যা অফ যাবি যা!
পন্ডিতেরা মান পাবি না!!!