সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

দেশে বেশি লোহার দাম সোনার কথা জিগায় না পন্য ঢাকা ঘোর আঁধারে সোনা, তোমার বিদায় না! সোনা দিয়ে তরবারি নয় লোহা কানের দূলে না আকাশউড়া বেলুনগুলো হাওয়া ছাড়া ফুলে না।

দেশে বেশি লোহার দাম
সোনার কথা জিগায় না
পন্য ঢাকা ঘোর আঁধারে
সোনা, তোমার বিদায় না!
সোনা দিয়ে তরবারি নয়
লোহা কানের দূলে না
আকাশউড়া বেলুনগুলো
হাওয়া ছাড়া ফুলে না।

দেশে কি আর স্বাধীনতা থাকবে না? শিক্ষিতদের বিবেক বিচার পাকবে না? সত্যে গড়া স্বপ্ন কি আর আঁকবে না? যে বানাল তাঁর কথা কি রাখবে না?

দেশে কি আর স্বাধীনতা থাকবে না?
শিক্ষিতদের বিবেক বিচার পাকবে না?
সত্যে গড়া স্বপ্ন কি আর আঁকবে না?
যে বানাল তাঁর কথা কি রাখবে না?

রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

কেমন করে ব্লগিং করি ব্লগের মালিক বাড়ি নাই; ব্লগে ব্লগার বাঁচি-মরি মালিক মনে তাড়া নাই। ইচ্ছে হলে আনতে পারে ব্লগে যেসব ব্লগার নাই নিমন্ত্রণে খরচ দিতে কত ব্লগার খাড়া তাই। কেমন তুমি ব্লগের মালিক খোঁজ নিবেনা; মারা যাই? ভালবাসা পাবেই বলি, এবার যেন সাড়া পাই!

কেমন করে ব্লগিং করি
ব্লগের মালিক বাড়ি নাই;
ব্লগে ব্লগার বাঁচি-মরি
মালিক মনে তাড়া নাই।
ইচ্ছে হলে আনতে পারে
ব্লগে যেসব ব্লগার নাই
নিমন্ত্রণে খরচ দিতে
কত ব্লগার খাড়া তাই।
কেমন তুমি ব্লগের মালিক
খোঁজ নিবেনা; মারা যাই?
ভালবাসা পাবেই বলি,
এবার যেন সাড়া পাই!

কোনভাবেই আঁধার কাটুক আগের সুদিন আসবেই পুব আকাশে ফুটবে আলো সত্য পথিক হাসবেই!

কোনভাবেই আঁধার কাটুক
আগের সুদিন আসবেই
পুব আকাশে ফুটবে আলো
সত্য পথিক হাসবেই!

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

আগের মত ব্লগিং যেন আসে না; মিঠা কথায় মুখ তো হাসে- মন সেনানী হাসে না! আগের মত প্রাণের ছোঁয়া নাই; নতুন লেখার পরেই নোটিশ- সাবধান হওয়া চাই! সেই যে কত ব্লগর-ব্লগর করেছি; ব্লগনীতিরা লাইনে দাঁড়ায়- আমিই দূরে সরেছি! কেন এত ব্লগের প্রতি টান? ঝেরে ফেলি শরমলতা- দূর হ অভিমান!

আগের মত ব্লগিং যেন আসে না;
মিঠা কথায় মুখ তো হাসে-
মন সেনানী হাসে না!
আগের মত প্রাণের ছোঁয়া নাই;
নতুন লেখার পরেই নোটিশ-
সাবধান হওয়া চাই!
সেই যে কত ব্লগর-ব্লগর করেছি;
ব্লগনীতিরা লাইনে দাঁড়ায়-
আমিই দূরে সরেছি! কেন এত ব্লগের প্রতি টান?
ঝেরে ফেলি শরমলতা-
দূর হ অভিমান!

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

যোয়ান পোলা কাম করে না বাবার কামাই খায় কত্ত যে কই ইস্কুলে যা পিছ না ফিরে চায়। ভবিষ্যতে কি হয় পোলা কে জানে কি হায় গজব জানি সোনার ছেলে বাড়িত নিয়া আয়!

যোয়ান পোলা কাম করে না
বাবার কামাই খায়
কত্ত যে কই ইস্কুলে যা
পিছ না ফিরে চায়।
ভবিষ্যতে কি হয় পোলা
কে জানে কি হায়
গজব জানি সোনার ছেলে
বাড়িত নিয়া আয়!

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

পরিমল জয়ধর; কি দারুণ ভাগ্য! তার সেই আকামে কেহই না রাইগ্যো! ঐ পরিমলদের নুনুর কি দাম রে ওসব তো ছেলেমী; না না বদনাম রে। স্বাক্ষী বানিয়েও ফাঁসি দেয়া যায় রে পরিমলদের কভু ফাঁসি না মানায় রে! পরিমল বাবাজী ওসব আর কর না অপরাধ করেছ খুব বড়সর না। মোল্লারা মরে যাক বেঁচে থাক তোমরা তাদের সে ধর্মে চলিও না গোমড়া!

পরিমল জয়ধর;
কি দারুণ ভাগ্য!
তার সেই আকামে
কেহই না রাইগ্যো!
ঐ পরিমলদের
নুনুর কি দাম রে
ওসব তো ছেলেমী;
না না বদনাম রে।
স্বাক্ষী বানিয়েও
ফাঁসি দেয়া যায় রে
পরিমলদের কভু
ফাঁসি না মানায় রে!
পরিমল বাবাজী
ওসব আর কর না
অপরাধ করেছ
খুব বড়সর না।
মোল্লারা মরে যাক
বেঁচে থাক তোমরা
তাদের সে ধর্মে
চলিও না গোমড়া!

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫